সরকারি হাসপাতালে মহিলা রোগীদের পরিচর্যায় পুরুষ কর্মী! কাটোয়ায় তুঙ্গে বিতর্ক

ধীমান রায়, কাটোয়া: সরকারি হাসপাতালে মহিলা রোগীদের পরিচর্যায় পুরুষ কর্মী! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়ায়। কাটোয়া মহকুমা হাসপাতালের (Katwa Hospital) হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রোগিনীদের ক্যাথিড্রাল পরানো থেকে শৌচকর্ম-সহ যাবতীয় পরিচর্যা মূলত পুরুষদেরই করতে হয়। অভিযোগ, হাসপাতালে মহিলার কর্মীর অভাব রয়েছে।
মহিলা রোগীদের দেখভালের দায়িত্বে পুরুষ কর্মীরা, এ নিয়ে প্রশ্ন তুলে জেলা স্বাস্থ্যদপ্তরে নালিশ জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন এক প্রৌঢ়ার ছেলে। অভিযোগে তিনি জানিয়েছেন, একজন পুরুষ কর্মবন্ধু দিয়ে মহিলা রোগিনীর পরিচর্যা ‘মর্যাদাহানিকর’। এর ফলে তাঁর মা সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি করেছেন কাটোয়া শহরের বাগানে পাড়ার বাসিন্দা কাজী মঞ্জুয়ারা বেগম নামে ওই রোগিনীর ছেলে কাজী রুহুল আমিন। তিনি হাসপাতালের এইচডিইউতে (HDU) মহিলা কর্মবন্ধু নিয়োগের দাবি তুলেছেন।
[আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কোন ভূমিকায় দেখা যাবে তারকাকে?]
হাসপাতাল সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ৬ জন মহিলা-সহ মোট ১৯ জন কর্মবন্ধুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়োগ করা হয়েছে ৷ প্রসূতি ও শিশু বিভাগের পাশাপাশি এইচডিইউ বিভাগে একজন মহিলা কর্মবন্ধুকে দায়িত্ব দেওয়া হয়েছিলেন। কিন্তু তিনি মাস খানেক আগে এইচডিইউ বিভাগের ওই মহিলা কর্মবন্ধু চাকরি ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর থেকে তাঁর পরিবর্তে একজন পুরুষ কর্মবন্ধুকে দিয়ে রোগিনীর পরিচর্যার কাজ করানো হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ছেলে কাজী রুহুল আমিন জানান,তাঁর মায়ের রক্তে উচ্চ শর্করা,ফুসফুসে সংক্রমণ, থায়রয়েড-সহ একাধিক সমস্যা রয়েছে। শারীরিক সমস্যা দেখা দেওয়ায় গত ২২ এপ্রিল মাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করেন। কিন্তু তিনি ওই ইউনিটে কোনও মহিলা কর্মবন্ধু না থাকায় ক্যাথিড্রাল পরানো থেকে বাথরুম করানো-সহ যাবতীয় কাজ পুরুষ কর্মবন্ধুদের দিয়েই করানো হয়। এতে অস্বস্তিতে পড়ছেন তাঁর মা। এর জেরে সুস্থ হওয়ার পরিবর্তে তার মায়ের সুগার ও প্রেসার ক্রমশ বেড়ে যাচ্ছে। কাজী রুহুল আমিন বলেন, “একজন রোগিনীর পরিচর্যা পুরুষ কর্মবন্ধুকে দিয়ে করানো যে কোনও মহিলার কাছে মর্যাদাহানিকর। তাই আমি হাসপাতালের এইচডিইউ বিভাগে মহিলা কর্মবন্ধু নিয়োগের জন্য হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ও মেডিক্যাল অফিসারকে ইমেল করেছি। হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের নজরেও আনি বিষয়টি। কিন্তু কারওর কাছ থেকে কোনও সদুত্তর পাইনি। তাই বাধ্য হয়ে আমি জেলা স্বাস্থ্যদপ্তরের কাছে অভিযোগ জানিয়েছি।”
[আরও পড়ুন: ‘বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব’, পুলিশের ‘ভুল’ মেনেও বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর]
এই বিষয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, “আমাদের হাসপাতালে এইচডিইউ বিভাগ চালু হওয়ার সময় থেকেই পুরুষ কর্মবন্ধুরাই মূলত রোগিনীদের যাবতীয় পরিচর্যা করে আসছেন। মহিলা কর্মবন্ধু নিয়োগের কোনওরকম নির্দেশিকা নেই। তবু এই বিষয়ে অভিযোগ ওঠায় বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

Source: Sangbad Pratidin

Related News
Panchayat Election 2023: বিশেষ নিরাপত্তায় প্রার্থীদের মনোনয়নের ব্যবস্থা করবে পুলিশ, নির্দেশ হাই কোর্টের
Panchayat Election 2023: বিশেষ নিরাপত্তায় প্রার্থীদের মনোনয়নের ব্যবস্থা করবে পুলিশ, নির্দেশ হাই কোর্টের

গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) মনোনয়নের শেষ দিনও জেলায় জেলায় অশান্তি অব্যাহত। এদিনও উত্তপ্ত ভাঙড়, ক্যানিং। সেখানে বিরোধী প্রার্থীরা Read more

Durga Puja 2023: মহালয়া-পুজোয় সম্ভাবনা নেই দুর্যোগের, বঙ্গবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস
Durga Puja 2023: মহালয়া-পুজোয় সম্ভাবনা নেই দুর্যোগের, বঙ্গবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস

নিরুফা খাতুন: রাত পেরলেই মহালয়া (Mahalaya)। সকলের মনে প্রশ্ন একটাই, পুজোর দিনগুলোতেও বৃষ্টি হবে না তো? আমজনতার জন্য সুখবর দিল Read more

প্রয়াত ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন
প্রয়াত ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরিশ মাগোন (Harish Magon)। ‘গোলমাল’, ‘চুপকে চুপকে’র মতো সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। পরে Read more

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত ইমরান খান, আরও বিপাকে পিটিআই প্রধান
তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত ইমরান খান, আরও বিপাকে পিটিআই প্রধান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে, আল কাদার ট্রাস্ট মামনায় শুনানি শেষ Read more

পঞ্চায়েত প্রধানের ‘দুর্নীতি’ নিয়ে সরব TMC কর্মীরাই, গাড়ি থেকে নেমে শান্ত করলেন অভিষেক
পঞ্চায়েত প্রধানের ‘দুর্নীতি’ নিয়ে সরব TMC কর্মীরাই, গাড়ি থেকে নেমে শান্ত করলেন অভিষেক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসংযোগ যাত্রা কর্মসূচিতে মালদহে (Maldah) ফের বিশৃঙ্খলা। মানিকচক থেকে ইংরেজবাজার যাওয়ার পথে বিনোদপুরে তৃণমূল (TMC) কর্মীদের Read more

প্রকাশিত আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি, বিদেশের মাটিতে কঠিন চ্যালেঞ্জ ভারতের
প্রকাশিত আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি, বিদেশের মাটিতে কঠিন চ্যালেঞ্জ ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারসীয় ওভালে জয়ের ইতিহাস রচনা করতে ব্যর্থ ভারত। তবে হারের হতাশা আঁকড়ে ধরে রাখতে চান না Read more