কিংশুক প্রামাণিক: অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পর এবার নীতীশ কুমার। ফের বিরোধী ঐক্যে শান দিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ তারিখ কলকাতায় আসছেন নীতীশ কুমার (Nitish Kumar)। দুপুর ২টো নাগাদ নবান্নে তাঁর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। বিরোধী জোট নিয়ে আরেকপ্রস্ত আলোচনা হওয়ার সম্ভাবনা। রাজনৈতিক মহলের একাংশের মত, চব্বিশের প্রস্তুতি হিসেবে বিজেপি বিরোধী দলগুলিকে ফের ঐক্যবদ্ধ করার প্রয়াস শুরু হয়েছে জোরকদমে। তারই অংশ হিসেবে এই বৈঠক হতে চলেছে আগামী মঙ্গলবার।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin