‘অসহায়তার সুযোগ নিয়ে ধর্মান্তকরণ করছে ওরা’, খ্রিস্টান মিশনারিদের তোপ RSS প্রধানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্মান্তকরণ নিয়ে সরাসরি খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে তোপ দাগলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বুরহানপুরে একটি ধর্মীয় সভায় অংশ নেন আরএসএস (RSS) প্রধান। বলেন, “যখন অসহায় পরিস্থিতি মানুষের, তাঁদের মনে হয় সমাজ পাশে নেই, তখনই সুযোগ নেয় খ্রিস্টান মিশনারিরা। প্রথমে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে পরে তাঁদের ধর্মান্তকরণ করে তারা।
আক্ষেপের সুরে ভাগবত বলেন, “আমরা আমাদের পাশে দাঁড়াই না। মানুষকে জিজ্ঞেস করি না, কেমন আছ? হাজার মাইল দূর থেকে আসা কিছু মিশনারি তাঁদের সঙ্গে বন্ধুত্ব পাতায়, একসঙ্গে থাকে, খাবার খায়, তাঁদের ভাষায় কথা বলে এবং তাঁদের ধর্মান্তকরণ করে।” সংঘপ্রধান আরও বলেন, গত একশো বছরে অসংখ্য বিদেশি এদেশে এসেছে। যদিও তাদের অভিসন্ধী ব্যর্থ হয়েছে। যেহেতু আমাদের পূর্বপ্রজন্মের সংস্কৃতির শিকড় গভীরে প্রথিত ছিল।” ভাগবতের উক্তি, “শিকড় উপড়ে ফেলার চেষ্টা চলছে। এই ছলনাকে বুঝতে হবে। বিশ্বাস মজবুত করতে হবে।”
[আরও পড়ুন: ২৪ বছর পর ফাটল কার্গিল যুদ্ধের বোমা! নিহত কিশোর, আহত আরও ২]
নিজের ভাষণে আরএসএস প্রধান বলেন, “কিছু প্রতারক ধর্ম নিয়ে প্রশ্ন তোলে, বিশ্বাসে দোলা দিতে চায়। আমাদের সমাজ আগে এমন লোকদের মুখোমুখি হয়নি। তাই অনেকে দোলাচালে ভোগে… আমাদের এই দুর্বলতা দূর করতে হবে।” তাঁর কথায়, “মানুষ যখন বদলে যায়, বিশ্বাস হারিয়ে ফেলে। তখন মনে করে সমাজ তাঁদের সঙ্গে নেই।” এই সুযোগ কাজে লাগায় মিশনারিরা।
[আরও পড়ুন: স্ট্যালিনের বিরুদ্ধে দুর্নীতি-তোপ, তামিলনাড়ুর বিজেপি সভাপতিকে মানহানির নোটিশ DMK’এর]
খ্রিস্টান মিশনারিদের প্রতি ভাগবতের কটাক্ষ, “আমাদের বিশ্বাস ছড়িয়ে দেওয়ার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই। ‘সনাতন ধর্ম’ এই জাতীয় অনুশীলনে বিশ্বাস করে না। তবে ভারতীয় ঐতিহ্য এবং বিশ্বাসের বিচ্যুতি যেন না হয়। বিকৃতি দূর করতে হবে। আমাদের ‘ধর্ম’-এর শিকড়কে শক্তিশালী করতে হবে।”

Source: Sangbad Pratidin

Related News
ODI World Cup 2023: ওয়াংখেড়েতে শচীনের মূর্তি উন্মোচন, সোশাল মিডিয়ায় আবেগময় পোস্ট মাস্টার ব্লাস্টারের
ODI World Cup 2023: ওয়াংখেড়েতে শচীনের মূর্তি উন্মোচন, সোশাল মিডিয়ায় আবেগময় পোস্ট মাস্টার ব্লাস্টারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়েতে উন্মোচিত হয়েছে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) মূর্তি। এই উপলক্ষে ওয়াংখেড়েতে বসেছিল চাঁদের হাট। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী Read more

মাছের আড়তের আড়ালে কোটি কোটি বেআইনি অর্থ লেনদেন! অশোকনগরে তল্লাশি ইডির
মাছের আড়তের আড়ালে কোটি কোটি বেআইনি অর্থ লেনদেন! অশোকনগরে তল্লাশি ইডির

অর্ণব দাস, বারাসত: ফের কলকাতা ও সংলগ্ন জেলায় বেআইনি আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। অপরাধীদের নাগালে পেতে শুক্রবার ভোরে কলকাতা Read more

ODI World Cup 2023: বিশ্বকাপের মহাযুদ্ধ আহমেদাবাদে, মেগাফাইনালে আমন্ত্রিত নন সৌরভ!
ODI World Cup 2023: বিশ্বকাপের মহাযুদ্ধ আহমেদাবাদে, মেগাফাইনালে আমন্ত্রিত নন সৌরভ!

অরিঞ্জয় বোস, আহমেদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগাফাইনাল রবিবার। প্রার্থনায় বসেছে গোটা দেশ। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে চাঁদের Read more

ফোন পুকুরে ফেলেও শেষরক্ষা হল না, তদন্তকারীদের হাতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সমস্ত চ্যাট!
ফোন পুকুরে ফেলেও শেষরক্ষা হল না, তদন্তকারীদের হাতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সমস্ত চ্যাট!

অর্ণব আইচ: ফোন পুকুরে ফেলেও লাভ হল না। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফোনের যাবতীয় ডেটা উদ্ধার করে ফেললেন তদন্তকারীরা। সূত্রের খবর, Read more

Coronavirus: দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ১ লক্ষ ৬৭ হাজারে, ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা
Coronavirus: দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ১ লক্ষ ৬৭ হাজারে, ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারির শেষ থেকেই দেশে করোনার প্রকোপ কমা শুরু করবে। ধারণা ছিল বিশেষজ্ঞদের। বাস্তবে হচ্ছেও তাই। গত Read more

Russia-Ukraine War: ‘পোষ্যকে সঙ্গে নিয়ে দেশে ফিরতে চাই’, সাহায্যের আর্তি ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রর
Russia-Ukraine War: ‘পোষ্যকে সঙ্গে নিয়ে দেশে ফিরতে চাই’, সাহায্যের আর্তি ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভাঙছে গুলির আওয়াজে। বাতাসে বারুদের গন্ধ। এমন যুদ্ধের আবহে ইউক্রেন থেকে কোনওভাবেই দেশে ফিরতে পারছেন Read more