এবার ‘বাংলার নববর্ষ’ উৎসব পালন করবেন রাজ্যপাল, দুয়ার খুলবে জন-রাজভবনের

স্টাফ রিপোর্টার: রাজভবনে এবার পালিত হবে ‘বাংলার নববর্ষ’ উৎসব। ওই দিন থেকেই সাধারণ মানুষের জন‌্য খুলে যাবে রাজভবনের দ্বার। করা যাবে ‘হেরিটেজ ওয়াক’। ‘বড়লাটের বাড়ি’ কেমন, তার আনাচ কানাচ ঘুরে দেখবে আমজনতা। গোটা বিষয়ের নাম দেওয়া হচ্ছে, জন-রাজভবন। ইতিমধ্যেই নববর্ষ পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ও। তবে তা এখনও চূড়ান্ত নয়। ওইদিন বাংলার সংস্কৃতির বিভিন্ন দিক তুলে আনা হবে রাজভবনে। বাংলা ভাষার উপর আলোচনা হবে। পয়লা বৈশাখ বিকেলে রাজভবনেই হবে এই অনুষ্ঠান। সরস্বতী পুজোয় বাংলা ভাষা শেখার জন্য হাতেখড়ি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এবার রাজভবনে ‘বাংলার নববর্ষ’ পালিত হতে চলেছে। আমন্ত্রিত অতিথিদের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করতে শুরু করছে রাজভবন, এমনটাই সূত্রের খবর।
তবে রাজভবনে পয়লা বৈশাখ উদযাপন প্রশ্নে প্রকারান্তরে রাজভবনের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব‌্য, ‘‘এরকম অনুষ্ঠান রাজভবনে আগেও হয়েছে। এখন জনরাজভবন হচ্ছে বলে কি আগে বন-রাজভবন হয়েছে! ভাল অনুষ্ঠান হলে তো ভালই। উনি বেশি জনসংযোগ করতে চাইলে করবেন। সাংবিধানিক রীতির মধ্যে যদি সেটা থাকে অসুবিধা কিছু নেই। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যদি কিছু হয়, তা হলে তৃণমূল নিশ্চয়ই প্রতিক্রিয়া দেবে।’’
একইসঙ্গে কটাক্ষের সুরে তাঁর সংযোজন, ‘‘আমরা এখনও এমন খবর পাইনি যে, রাজভবন হলিডে হোম হয়ে গিয়েছে। বা এরকম খবরও পাইনি যে, দিঘার বদলে কেউ রাজভবনে বেড়াতে গিয়েছেন।’’
[আরও পড়ুন: ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো]
অন‌্যদিকে, বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার দুর্গাপুরে ‘জনরাজভবন’ প্রশ্নে বলেন, ‘‘রাজ‌্যপাল তো বাইরে বের হতে শুরু করেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, বিশ্ববিদ‌্যালয়ে গিয়েছেন। রাজ‌্যপাল নিজে গিয়ে তদন্ত করছেন। ওঁর এই নতুন রূপ দেখে আমরা আপাতত খুশি। আগের রাজ‌্যপাল আর এই রাজ‌্যপালের স্টাইল আলাদা। এক একজনের এক একরকম।’’
রাজভবন সূত্রে খবর, পয়লা বৈশাখ থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাজভবন। মূলত ‘হেরিটেজ ওয়াক’ নাম দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের। রাজভবনের ভিতরে বিভিন্ন দুর্লভ জিনিস দেখতে পাবে সাধারণ মানুষ৷ তবে কী কী দেখানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি রাষ্ট্রপতি রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবনের চাবি তুলে দেন৷ তারপর এদিন জানা গিয়েছে, ১ বৈশাখ থেকে খুলে দেওয়া হবে রাজভবন হেরিটেজ ওয়াকের জন্য। আগামী শনিবার রাজভবনের বিভিন্ন ঘর ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। রাজভবনের ভিতরকার সুইমিং পুল, ঝুলন্ত সেতু, গ্রন্থাগার, বাগান, ইত‌্যাদি দেখা যাবে। তবে, নিরাপত্তার কারণে রাজভবনের কয়েকটি জায়গায় সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে না।
[আরও পড়ুন: ‘অতিচালাকি বরদাস্ত নয়’, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের অভিযোগে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়]

Source: Sangbad Pratidin

Related News
UP Elections 2022: নজরে অযোধ্যা, প্রয়াগরাজ, আমেঠি, উত্তরপ্রদেশের ষষ্ঠ পর্বে ‘প্রেস্টিজ ফাইট’ বিজেপির
UP Elections 2022: নজরে অযোধ্যা, প্রয়াগরাজ, আমেঠি, উত্তরপ্রদেশের ষষ্ঠ পর্বে ‘প্রেস্টিজ ফাইট’ বিজেপির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ পর্ব মিটেছে। এবার নজরে ষষ্ঠপর্বে। রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের Read more

সব রেকর্ড ভেঙে বলিউডের সেরা ছবি ‘জওয়ান’, ১৮ দিন পার করে কত আয় করল শাহরুখের ছবি?
সব রেকর্ড ভেঙে বলিউডের সেরা ছবি ‘জওয়ান’, ১৮ দিন পার করে কত আয় করল শাহরুখের ছবি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ জওয়ান খান। ছবি মুক্তির ১৮ দিন কাটতেই হাজার কোটির ক্লাবে ঢুকে Read more

বিয়ের আগেই বাড়ি হারালেন রাঘব চাড্ডা, মোদি সরকারেক দুষে আদালতের দ্বারস্থ আপ সাংসদ
বিয়ের আগেই বাড়ি হারালেন রাঘব চাড্ডা, মোদি সরকারেক দুষে আদালতের দ্বারস্থ আপ সাংসদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসও হয়নি বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) সঙ্গে ধুমধাম করে বাগদান হয়েছে। সামনেই হাই Read more

চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন বগি ও ইঞ্জিন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের
চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন বগি ও ইঞ্জিন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে বিপত্তি। তবে তা সত্ত্বেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল Read more

স্কুলছুটদের ফের স্কুলে ফেরাতে হবে, জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে
স্কুলছুটদের ফের স্কুলে ফেরাতে হবে, জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে

শুভঙ্কর বসু: স্কুলছুটদের ফের স্কুলে (School Reopen) ফেরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। আইনজীবী Read more

মারাদোনার মূর্তিতে মালা দেবেন মার্টিনেজ, কলকাতা সফরে আর কোথায় যাবে বিশ্বজয়ী তারকা?
মারাদোনার মূর্তিতে মালা দেবেন মার্টিনেজ, কলকাতা সফরে আর কোথায় যাবে বিশ্বজয়ী তারকা?

শতদ্রু দত্ত: ইচ্ছে তো কত কী হয়। কিন্তু সব ইচ্ছে কি আর সব সময় পূরণ হয়? তবে এত কম সময়ের Read more