‘BBC সরকার পোষিত সংস্থা’, সংবাদসংস্থার টুইটার বায়ো ঘিরে তুঙ্গে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসিকে (BBC) সরকারি সংস্থা বলে অভিহিত করল টুইটার (Twitter)। রবিবার আচমকাই দেখা যায়, বিবিসির টুইটার হ্যান্ডেলে লেখা রয়েছে “সরকার পোষিত সংবাদ সংস্থা।” তারপরেই তুমুল প্রতিবাদ জানানো হয় বিবিসির তরফে। তবে বিবিসির অধীনে অন্যান্য অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে এই পরিবর্তন দেখা যায়নি।
রবিবার দেখা যায়, বিবিসির টুইটার বায়োটি পালটে গিয়েছে। সেখানে লেখা রয়েছে, “বিবিসি সরকার পোষিত একটি সংস্থা।” শুধু বিবিসি নয়, মার্কিন সংস্থা এনপিআর, ভয়েস অফ আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ করেছে টুইটার কর্তৃপক্ষ। সংবাদসংস্থা গুলিকে সরকার পোষিত আখ্যা দেওয়ার অর্থ, সরকারি নির্দেশ অনুযায়ী খবর পরিবেশন করে এই সংস্থাগুলি। উদাহরণস্বরূপ রাশিয়া বা চিনের জাতীয় মিডিয়ার উল্লেখ করা যেতে পারে। 
[আরও পড়ুন: পুজো চলাকালীনই মন্দিরের সামনে উপড়ে পড়ল গাছ, চাপা পড়ে মৃত অন্তত ৭]
টুইটারের এহেন আচরণের পরেই তীব্র প্রতিবাদ শুরু হয় বিবিসির তরফ থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, এই কাজের জবাবদিহি চেয়ে ইতিমধ্যেই টুইটারকে বার্তা দিয়েছে ব্রিটিশ সংস্থাটি। তাদের তরফে বিবৃতি প্রকাশ করে সাফ জানানো হয়েছে, “এই বিষয়টি যত দ্রুত সম্ভব সংশোধন করতে বলা হয়েছে টুইটারকে। বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা।”
তবে টুইটারের এহেন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে মার্কিন এনপিআর। ন্যাশনাল পাবলিক রেডিও নামে ওই সংবাদসংস্থা সাফ জানিয়ে দিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা আর টুইটারকে ব্যবহার করবে না। এই সংস্থার পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে হোয়াইট হাউসও। তবে কেন এই পদক্ষেপ করা হল, সেই বিষয়ে টুইটারের তরফে কিছুই জানা যায়নি। 
[আরও পড়ুন: ‘ঝুমে জো রিঙ্কু…’, ‘পাঠান’-এর মেজাজেই নাইটদের নতুন নায়ককে শুভেচ্ছা শাহরুখের]

Source: Sangbad Pratidin

Related News
রাস্তা না কার্পেট? হাত দিয়ে টানতেই উঠে এল পিচ, ভাইরাল ভিডিও
রাস্তা না কার্পেট? হাত দিয়ে টানতেই উঠে এল পিচ, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাত দিয়ে টানলেই কার্পেটের মতো উঠে আসছে রাস্তা। গল্প নয় সত্যি! এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের গ্রামে। Read more

এবার অভিনয়ে ডেবিউ মদন মিত্রের, কোন ছবিতে দেখা যাবে তৃণমূল বিধায়ককে?
এবার অভিনয়ে ডেবিউ মদন মিত্রের, কোন ছবিতে দেখা যাবে তৃণমূল বিধায়ককে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ক্রিজে ছক্কা হাঁকিয়েছেন। তাতে থেমে থাকেননি। নিজেকে বেঁধে রাখেননি রাজনীতির গণ্ডিতে। হাজার ব্যস্ততা সামলে ‘ওহ Read more

প্রভাসে অনীহা! বিয়ের জন্য অন্য পাত্র খুঁজছেন কৃতী স্যানন, কেমন সঙ্গী চাই তাঁর?
প্রভাসে অনীহা! বিয়ের জন্য অন্য পাত্র খুঁজছেন কৃতী স্যানন, কেমন সঙ্গী চাই তাঁর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জনে ছিল দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন বলিউড সুন্দরী কৃতী স্য়ানন। এমনকী, সেই Read more

শিক্ষক দিবসে মাংস-ভাত খাওয়াকে কেন্দ্র করে অশান্তি-বিক্ষোভ, তুমুল উত্তেজনা হুগলির স্কুলে
শিক্ষক দিবসে মাংস-ভাত খাওয়াকে কেন্দ্র করে অশান্তি-বিক্ষোভ, তুমুল উত্তেজনা হুগলির স্কুলে

দিব্যেন্দু মজুমদার, হুগলি: শিক্ষক দিবস (Teacher’s Day) উপলক্ষে স্কুলে রান্না হওয়া মাংস-ভাত মেলেনি। তার জেরে ক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা। মাংস-ভাতের Read more

উপার্জনের সিংহভাগ স্বেচ্ছাসেবী সংস্থাকে! বিল গেটসের সঙ্গে এই ভারতীয় শিল্পপতির যোগ কোথায়?
উপার্জনের সিংহভাগ স্বেচ্ছাসেবী সংস্থাকে! বিল গেটসের সঙ্গে এই ভারতীয় শিল্পপতির যোগ কোথায়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেডিং কোম্পানি ‘জিরোধা’র (Zerodha) কর্ণধার ধনকুবের নিখিল কামাথের (Nikhil Kamath) মুকুটে নয়া পালক। সবচয়ে কম বয়সি Read more

ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ অগ্নিবীরদের থেকে, নিয়ম পরিবর্তনের পথে সরকার
ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ অগ্নিবীরদের থেকে, নিয়ম পরিবর্তনের পথে সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামরিক ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এক বছর আগেই। এবার ভারতীয় সশস্ত্র বাহিনীর অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্পে Read more