Durga Puja 2022: বুর্জ খালিফার পর মালয়েশিয়ার টুইন টাওয়ার, এবার পুজোয় চমক দেবে এই মণ্ডপ

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: ২০২১-এ কলকাতাতেই বিখ্যাত বুর্জ খালিফা দর্শনের সুযোগ হয়েছিল বঙ্গবাসীর। সৌজন্যে দুর্গাপুজো। দুবাইয়ের পর এবার সোজা চলে যেতে পারবেন মালয়েশিয়া! কোয়ালা লামপুরের টুইন টাওয়ারের (Twin Tower) নিচে দাঁড়িয়ে তুলতে পারবেন সেলফিও। হ্যাঁ, এবার পুজোয় এমনই চমক দিতে প্রস্তুত হচ্ছে নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতি।
মালয়েশিয়ার টুইন টাওয়ার
মণ্ডপের সামনে বাঁশ, কাঠ, কাচের ভিড়। প্রায় চার মাস আগেই শুরু হয়ে যায় কর্মযজ্ঞ। বাঁশ ও কাঠ দিয়ে মণ্ডপের কাঠামো তৈরি হয়। প্লাইউডের উপর আঠার সাহায্য কাচ লাগিয়ে সাজছে মণ্ডপ। সাজানো বাগানে ফোয়ারার বন্দোবস্ত। রয়েছে রংবাহারি আলোর মেলা। কাচের তৈরি মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে কাঁথি থেকে আনা হচ্ছে প্রতিমা। দেবীর অলংকারও কাচের।
চলছে মণ্ডপ তৈরির কাজ। ছবি: সঞ্জিত ঘোষ।
[আরও পড়ুন: ‘মদন মন্ত্রিসভায় নেই দেখে অবাক হচ্ছি’, মমতার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ প্রসূন]
প্রতি বছরের মতো এবারও মণ্ডপ তৈরির গুরুদায়িত্ব কল্যাণীর সরকার ডেকরেটার্সের। প্রায় ১৫২ ফুট উঁচু এবং ১৩২ ফুট চওড়া মণ্ডপ তৈরিতে ৬০ জনেরও বেশি কারিগর দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয়া বা তৃতীয়ায় মণ্ডপ তৈরির কাজ শেষ হবে, আশাবাদী উদ্যোক্তারা। চতুর্থীতে মণ্ডপ উদ্বোধন। তবে উদ্বোধনের সময় বিশেষ কোন অতিথি আসছেন কিনা, তা ক্রমশ প্রকাশ্য।
রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। মণ্ডপ তৈরিতে ওই অর্থ কাজে লেগেছে বলেই জানান উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তাঁরা। ২০২০ সালে মার্চ থেকে রাজ্যজুড়ে দাপট দেখিয়েছে করোনা। তার ফলে উৎসবও যেন অনেকটাই বেরঙিন হয়ে গিয়েছিল। ফলে দু’বছর নানা বিধিনিষেধ জারি ছিল। তবে এবার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই টুইন টাওয়ারের আদলে তৈরি মণ্ডপ দেখতে অগণিত দর্শনার্থী ভিড় জমাবেন বলেই আশা উদ্যোক্তাদের। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তাই নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনাও সেরে ফেলা হয়েছে। প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি বিদেশ ভ্রমণের আনন্দ উপভোগ করতে চাইলে আপনিও একবার কল্যাণীতে ঢুঁ মারতেই পারেন।
৪ মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ। ছবি: সঞ্জিত ঘোষ।
[আরও পড়ুন: পুজোর পরই নয়া জনসংযোগ কর্মসূচি তৃণমূলের! রুটিন মেনে জেলায় জেলায় যাবেন রাজ্য নেতারা]

Source: Sangbad Pratidin

Related News
ICC ODI World Cup 2023: আফগান শরণার্থীদের জয় উৎসর্গ ম্যাচ সেরা ইব্রাহিমের, কী বললেন তিনি?
ICC ODI World Cup 2023: আফগান শরণার্থীদের জয় উৎসর্গ ম্যাচ সেরা ইব্রাহিমের, কী বললেন তিনি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে ইতিহাস তৈরি করেছে আফগানিস্তান (Afghanistan)। ম্যাচের সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান (Ibrahim Read more

Partha Chatterjee: ‘অনেকদিন হয়েছে!’, সিবিআইয়ের তদন্তের গতিতে ক্ষুব্ধ বিচারক, ফের জেল হেফাজতে পার্থ
Partha Chatterjee: ‘অনেকদিন হয়েছে!’, সিবিআইয়ের তদন্তের গতিতে ক্ষুব্ধ বিচারক, ফের জেল হেফাজতে পার্থ

অর্ণব আইচ: তদন্তের গতিতে সিবিআইয়ের উপর ফের ক্ষুব্ধ বিচারক। এবার আলিপুর সিবিআই আদালতের বিচারক সিবিআইয়ের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেন আলিপুর বিশেষ Read more

বিদ্যুৎস্পৃষ্ট জামাইকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, একবালপুরে মৃত্যু মা-মেয়ের
বিদ্যুৎস্পৃষ্ট জামাইকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, একবালপুরে মৃত্যু মা-মেয়ের

অর্ণব আইচ: মৃত্যু কখন কীভাবে কার জীবনে নেমে আসে, তা সত্যিই অজ্ঞাত। বিন্দুমাত্র আন্দাজ পর্যন্ত করা যায় না। যেমনটা ঘটল Read more

বক্স অফিসে ‘গদর ২’ ঝড়, সানি দেওলের এই ছবিকে এবার অস্কারে পাঠানোর পরিকল্পনা পরিচালকের!
বক্স অফিসে ‘গদর ২’ ঝড়, সানি দেওলের এই ছবিকে এবার অস্কারে পাঠানোর পরিকল্পনা পরিচালকের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ‘ঢায় কিলো কা হাতে’র কামাল। বহু বছর পর ফের বক্স অফিসে সুনামি তুললেন সানি Read more

অভিজ্ঞতাতেই বিপন্মুক্তি, হেলিকপ্টারের দুই পাইলটের তৎপরতায় রক্ষা মুখ্যমন্ত্রীর
অভিজ্ঞতাতেই বিপন্মুক্তি, হেলিকপ্টারের দুই পাইলটের তৎপরতায় রক্ষা মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়িতে জনসভা সেরে ফেরার পথে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মাঝ আকাশে আচমকাই ভয়ংকর ভাবে Read more

আচমকা ঘাড়ে ব্যথা, প্রেমিকার আলিঙ্গনে প্রাণ হারালেন ইউটিউবের জনপ্রিয় বডিবিল্ডার
আচমকা ঘাড়ে ব্যথা, প্রেমিকার আলিঙ্গনে প্রাণ হারালেন ইউটিউবের জনপ্রিয় বডিবিল্ডার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা ঘাড়ে ব্যথা। প্রেমিকার আলিঙ্গনে প্রাণ হারালেন ইউটিউবের জনপ্রিয় বডিবিল্ডার জো লিন্ডনার (Jo Lindner)। মাত্র তিরিশ Read more