বিরোধী হাওয়া কেমন, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবে শীর্ষ নেতৃত্ব

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ক্ষমতায় থাকা রাজ্যে সরকার বিরোধী হাওয়া কতটা, মোকাবিলায় করণীয় কাজ নিয়ে আলোচনা করতে দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের (BJP)। চলতি সপ্তাহে দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হবে। থাকবেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), দলের সাধারণ সম্পাদক-সহ রাজ্যে নিযুক্ত পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষকরা। বৈঠকে রাজ্যের পরিস্থিতি অনুযায়ী নির্বাচনী রণনীতি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
চলতি বছরের শেষে ও আগমী বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। এর মধ্যে যেমন রয়েছে বিজেপি শাসিত গুজরাট, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, তেমনই নির্বাচন হবে তেলেঙ্গানা, রাজস্থানের মতো অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এর মধ্যে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল-সহ ব্যাপক সাংগঠনিক রদবদল করা হয়েছে। গত পঁাচ বছরে মুখ্যমন্ত্রী বদল হয়েছে মোদি ও অমিত শাহর রাজ্য গুজরাটেও। আবার তেলেঙ্গানা ও রাজস্থানে ক্ষমতা দখলে মরিয়া শাহ-নাড্ডারা। প্রায়শই এই দুই রাজ্যে যাচ্ছেন পদ্মশিবিরের হেভিওয়েট নেতারা।
[আরও পড়ুন: হস্টেল থেকে ৬০ ছাত্রীর স্নানের ভিডিও ভাইরাল, লজ্জায় আত্মহত্যার চেষ্টা, উত্তাল পাঞ্জাব]
২০২৪ সালে লোকসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য অগ্নিপরীক্ষা দেবেন নরেন্দ্র মোদি। টানা ১০ বছর ক্ষমতায় থাকার ফলে সরকার বিরোধী হাওয়া শক্তি বাড়িয়েছে। সেই সঙ্গে বাংলা, বিহার ও উত্তরপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্যে গতবারের তুলনায় আসন সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। আসন কমতে পারে পশ্চিম ও দক্ষিণ ভারতেও। এই পরিস্থিতিতে নতুন করে অবিজেপি রাজ্য দখলে মরিয়া বিজেপির শীর্ষনেতৃত্ব। যাতে সেখানকার ক্ষতি অন্য রাজ্য থেকে পূরণ করা যায়।
তার আগে অবশ্য দলের হাতে থাকা রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে চান শাহ, নাড্ডারা। পরবর্তীকালে আঞ্চলিক দলের সঙ্গে জোট করে সরকারে থাকা রাজ্যের শীর্ষনেতৃত্বের সঙ্গেও শাহরা বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সম্প্রতি দলের কোর কমিটির বৈঠকে বিভিন্ন রাজ্য থেকে আসা রিপোর্ট চিন্তার ভঁাজ ফেলেছে গেরুয়া নেতাদের কপালে। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে নিশ্চিত হতে পারেননি শীর্ষনেতারা। তাই আগে থেকে প্রস্তুতি সেরে রাখতেই রাজ্য ধরে ধরে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।
[আরও পড়ুন: পুজোর পরই নয়া জনসংযোগ কর্মসূচি তৃণমূলের! রুটিন মেনে জেলায় জেলায় যাবেন রাজ্য নেতারা]

Source: Sangbad Pratidin

Related News
ফলের আড়ালে পেট্রাপোল সীমান্তে ১৬১ কেজি রুপোর গয়না ও মোবাইল পাচার, গ্রেপ্তার দুই
ফলের আড়ালে পেট্রাপোল সীমান্তে ১৬১ কেজি রুপোর গয়না ও মোবাইল পাচার, গ্রেপ্তার দুই

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ট্রাকের মধ্যে থরে থরে সাজানো বেদানার পেটি। তার নিচের পেটিগুলির মধ্যে সাজানো রয়েছে নতুন ও পুরনো মোবাইল Read more

Chandrayaan-3: কোভিডের ধাক্কা সামলে অবশেষে তৈরি চন্দ্রযান-৩, কবে চাঁদে পাড়ি জানাল কেন্দ্র
Chandrayaan-3: কোভিডের ধাক্কা সামলে অবশেষে তৈরি চন্দ্রযান-৩, কবে চাঁদে পাড়ি জানাল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফল হয়নি চন্দ্রযান-২’র (Chadrayaan-2) অভিযান। তখন থেকেই চন্দ্রযান-৩ নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু করোনা আবহে বারবার Read more

রোনাল্ডোর সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতে চাকরি হারিয়েছিলেন, মারাদোনার স্মৃতিজড়িত ক্লাবের নতুন কোচ গার্সিয়া
রোনাল্ডোর সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতে চাকরি হারিয়েছিলেন, মারাদোনার স্মৃতিজড়িত ক্লাবের নতুন কোচ গার্সিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল নাসের-এর কোচ ছিলেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে আসার কয়েকদিন পরে চাকরি Read more

নিজের জন্মদিনের পার্টিতেই রহস্যজনক মৃত্যু! বিদ্যা বালনের চাঞ্চল্যকর দাবি, ‘খুন হয়েছেন’
নিজের জন্মদিনের পার্টিতেই রহস্যজনক মৃত্যু! বিদ্যা বালনের চাঞ্চল্যকর দাবি, ‘খুন হয়েছেন’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনই বদলে গেল মৃত্যুদিনে! নিজের প্রাসাদোপম বাড়িতে নৈশভোজে স্বজন, বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়ে এক পার্টির আয়োজন করেছিলেন Read more

IPL 2022: ‘মিলার জড়িয়ে ধরে বলল, তোমার মতো টিমম্যান কম দেখেছি’, চ্যাম্পিয়ন হওয়ার পরে বললেন ঋদ্ধিমান
IPL 2022: ‘মিলার জড়িয়ে ধরে বলল, তোমার মতো টিমম্যান কম দেখেছি’, চ্যাম্পিয়ন হওয়ার পরে বললেন ঋদ্ধিমান

আলাপন সাহা: কেক-কাটার পর্ব সেরে ক্রিকেটাররা যে যার মতো নিজেদের রুমে ফিরছেন। কিছুক্ষণ পরই আবার সবার টিম রুমে চলে আসার Read more

দূষণের জেরে দিল্লি যেন ‘গ্যাস চেম্বার’, বন্ধ স্কুল, কেজরিকে বিঁধছে বিজেপি 
দূষণের জেরে দিল্লি যেন ‘গ্যাস চেম্বার’, বন্ধ স্কুল, কেজরিকে বিঁধছে বিজেপি 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের সবচেয়ে বেশি দূষণ ধরা পড়ল দিল্লির (Delhi) বাতাসে। শুক্রবার সকালে ৪৬০ ছুঁয়ে ফেলে দিল্লির Read more