‘মদন মন্ত্রিসভায় নেই দেখে অবাক হচ্ছি’, মমতার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ প্রসূন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) প্রশংসা করতে গিয়ে বেলাগাম হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। নিজে একজন সাংসদ হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা নিয়েই প্রশ্ন তুললেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। তবে কি দলের মতামত নিয়ে ক্ষুব্ধ সাংসদ, রাজনৈতিক মহলে মাথাচাড়া দিয়েছে সে জল্পনাও। যদিও তা মানতে নারাজ খোদ ঘাসফুল শিবিরই।
মদন মিত্রর পাশে দাঁড়িয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) বলেন, “তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উনি একজন শিক্ষিত মানুষ। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসাবে মানি না। আমি অবাক হয়ে যাচ্ছি মন্ত্রিসভায় মদন মিত্রের নাম নেই।” প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রায় তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে সর্বত্র। রাজনীতির আঙিনায় পা রাখার আগে প্রসূন ওতপ্রোতভাবে ক্রীড়া জগতের সঙ্গে জড়িত ছিলেন। তাই ক্রীড়া জগতের প্রতি তাঁর যে আলাদা টান রয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু নিজে একজন সাংসদ হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা নিয়ে কেন প্রশ্ন তুললেন প্রসূন, রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে জোর চর্চা। রাজনৈতিক বিশ্লেষকদের সন্দেহ, তবে কি এবার ‘বেসুরো’ প্রসূনও?
[আরও পড়ুন: কার নির্দেশে দেওয়া হয়েছিল নিয়োগপত্র? জানতে পার্থ ও কল্যাণময়কে মুখোমুখি জেরা সিবিআইয়ের]
প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে বিরোধী বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের মতে, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য মদনের প্রতি আনুগত্য কিংবা ভালবাসার প্রকাশ নয়। তাঁর কথায়, “এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে তৃণমূলের শেষের সময় এসে গিয়েছে।”
যদিও তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, “তৃণমূল শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মানুষের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি ঠিক করবেন কে কোন মন্ত্রী হবেন। আর কেউ তা ঠিক করতে পারেন না।” বিজেপি মুখপাত্র শমীককে খোঁচা দিয়ে শান্তনু আরও বলেন, “আপনার দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তাই দলে অন্তর্কলহ দিন দিন বাড়ছে।”
[আরও পড়ুন: তৃণমূল বিধায়ক হুমায়ু্‌ন কবীরের নেতৃত্বে থানা ঘেরাও, রণক্ষেত্র মুর্শিদাবাদের ভরতপুর]

Source: Sangbad Pratidin

Related News
নেই উচ্ছ্বাস, নেই আনন্দ, বিধ্বস্ত ড্রেসিংরুমে ফাইনালের সেরা ফিল্ডারের নাম ঘোষণা টি দিলীপের
নেই উচ্ছ্বাস, নেই আনন্দ, বিধ্বস্ত ড্রেসিংরুমে ফাইনালের সেরা ফিল্ডারের নাম ঘোষণা টি দিলীপের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরা ফিল্ডারের পুরস্কার। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়ার অভিনব Read more

ডিএ আন্দোলনকারীদের নেপথ্যে হিন্দু মহাসভা? অর্থদানের রসিদ প্রকাশ্যে এনে টুইট কুণাল ঘোষের
ডিএ আন্দোলনকারীদের নেপথ্যে হিন্দু মহাসভা? অর্থদানের রসিদ প্রকাশ্যে এনে টুইট কুণাল ঘোষের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বকেয়া ডিএ’র (DA) দাবিতে আন্দোলনকারীদের কর্মসূচি পৌঁছে গিয়েছে দিল্লির দরবারে। সেখানে অবস্থান বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। অনেকেই Read more

‘এই কাজটা ধোনি করলে…’, রোহিতের নেতৃত্ব নিয়ে চাঞ্চল্যকর দাবি গাভাসকরের
‘এই কাজটা ধোনি করলে…’, রোহিতের নেতৃত্ব নিয়ে চাঞ্চল্যকর দাবি গাভাসকরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে ঠিক যতটা কৃতিত্ব দাবি করতে পারতেন, ততটাই কি পান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা Read more

IPL 2022: ‘এবারের আইপিএলের মতো ভুল গোটা কেরিয়ারে করেনি’, কোহলিকে তোপ শেহওয়াগ-মঞ্জরেকরের
IPL 2022: ‘এবারের আইপিএলের মতো ভুল গোটা কেরিয়ারে করেনি’, কোহলিকে তোপ শেহওয়াগ-মঞ্জরেকরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা আইপিএল অতিক্রান্ত। আরও একবার অধরা ট্রফি। আরও একরাশ হতাশা জুটল রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমর্থকদের Read more

‘অশ্লীল’ সুগন্ধীর বিজ্ঞাপন বন্ধ করতে নির্দেশিকা, টুইটার, ইউটিউবকে চিঠি কেন্দ্রের
‘অশ্লীল’ সুগন্ধীর বিজ্ঞাপন বন্ধ করতে নির্দেশিকা, টুইটার, ইউটিউবকে চিঠি কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমরা চারজন আর ও একা৷ শট কে নেবে?” এই হল বিজ্ঞাপনের ভাষা। টুইটার (Twitter) ও ইউটিউবকে Read more

পাঞ্জাব ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপোকে গ্রেপ্তার করল ED
পাঞ্জাব ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপোকে গ্রেপ্তার করল ED

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে ভোটগ্রহণ আর মাত্র সপ্তাহ দুয়েক পরে। তার ঠিক আগে আগে ইডির হাতে গ্রেপ্তার হয়ে গেলেন Read more