পুজোর পরই নয়া জনসংযোগ কর্মসূচি তৃণমূলের! রুটিন মেনে জেলায় জেলায় যাবেন রাজ্য নেতারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর পরই জনসংযোগের নতুন কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে রুটিন মেনে জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করবেন তৃণমূলের শীর্ষ নেতারা। সূত্রের খবর, নতুন কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাদের জেলা সফরের রুটিন করে দিচ্ছে শাসকদল।
প্রাথমিকভাবে রাজ্যের শীর্ষ নেতাদের দায়িত্ব দিয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। শোনা যাচ্ছে পুজোর পর থেকে পালা করে করে জেলায় জেলায় গিয়ে সভা-সমিতি করবেন রাজ্য নেতারা। সেজন্য নির্দিষ্ট রুটিনও বেঁধে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে জনসংযোগে আরও জোর দিতে চায় শাসকদল। প্রথমে রাজ্য নেতাদের পাঠানো হবে, তারপর জেলা নেতাদেরও এভাবেই কর্মসূচি দিয়ে দেওয়া হবে। একটি বিধানসভা বা লোকসভা কেন্দ্র নয়, সামগ্রিকভাবে সাংগঠনিক এলাকা ধরে নেতৃত্বকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। পুজোর পর থেকেই সেই দায়িত্ব বুঝে নিয়ে জেলা সফরে বেরোবে রাজ‌্য নেতৃত্ব।
[আরও পড়ুন: টাকার দাম ধরে রাখতে গিয়ে বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান, ভয়াবহ সংকট দেখছেন অর্থনীতিবিদরা]

আসলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের জেলাস্তরের নেতৃত্বে বড়সড় রদবদল করেছেন। ব্লকস্তরে বহু নতুন মুখ দলের পদে এসেছেন। নেতৃত্বের এই বদলের ফলে জনসংযোগে যাতে কোনও প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে চাইছে তৃণমূল। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোটের আয়োজন করেই তৃণমূল নেত্রীকে সব জেলা পরিষদ উপহার দিতে হবে। সেই লক্ষ্যপুরণের জন্যও প্রয়োজন নিবিড় জনসংযোগ। সেকারণেই রাজ্য নেতাদের এভাবে জেলায় জেলায় পাঠানোর কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর।
[আরও পড়ুন: লেন্সের কভার না সরিয়েই ছবি তুলছেন প্রধানমন্ত্রী! ব্যাপারটা কী?]

যদিও প্রকাশ্যে তৃণমূল এটিকে রুটিন প্রক্রিয়া বলেই দাবি করছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, “তৃণমূল সারা বছর পড়াশোনা করে। পরীক্ষার আগে আলাদা করে পড়তে হয় না। নিবিড়ভাবে মানুষের সঙ্গে আছে। এটারই পর্যায়ক্রমে আলোচনা। এটা চলছিলই। এর একটা ঘরানা আছে। পুজোর পর আবার আরেকটা পর্যায় হবে।” অর্থাৎ দলের এই কর্মসূচির বিষয়টি কার্যত গোপনই রাখতে চাইছে তৃণমূল।

Source: Sangbad Pratidin

Related News
Sameer Wankhede: আরিয়ান মামলার বিভ্রান্তিকর তদন্ত! NCB কর্তা ওয়াংখেড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত
Sameer Wankhede: আরিয়ান মামলার বিভ্রান্তিকর তদন্ত! NCB কর্তা ওয়াংখেড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক মামলায় আরিয়ান খান  (Aryan Khan) ক্লিনচিট পাওয়ার পরই বিপাকে প্রাক্তন তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে (Sameer Read more

কর্ণাটকের বিজয়ী প্রার্থীদের ৯৭ শতাংশই কোটিপতি! অর্ধেকের বেশির বিরুদ্ধে ফৌজদারি মামলা!
কর্ণাটকের বিজয়ী প্রার্থীদের ৯৭ শতাংশই কোটিপতি! অর্ধেকের বেশির বিরুদ্ধে ফৌজদারি মামলা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) দুরন্ত পারফরম্যান্স কংগ্রেসের। কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। জয় পেয়েও অবশ্য সমস্যা মিটছে না Read more

শক্তিগড় শুটআউট: কলিং অ্যাপ ব্যবহার আততায়ীদের! ফোন ট্র্যাক করেও মিলছে না খুনির হদিশ
শক্তিগড় শুটআউট: কলিং অ্যাপ ব্যবহার আততায়ীদের! ফোন ট্র্যাক করেও মিলছে না খুনির হদিশ

সৌরভ মাজি, বর্ধমান: প্রযুক্তি এগিয়েছে। অপরাধ দমনে তদন্তকারী সংস্থাগুলিও আধুনিক হয়েছে তাল মিলিয়ে। কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহারে তার থেকেও কয়েক Read more

মৃণাল সেনের জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধা, কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘পালান’
মৃণাল সেনের জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধা, কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘পালান’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ছবি ‘খারিজ’। সেই ছবি দেখেই যেন Read more

বন্ধ দরজা দিয়ে বেরচ্ছে রক্ত, ভেসে আসছে দুর্গন্ধ, বাড়িতে ঢুকে চোখ কপালে পুলিশের
বন্ধ দরজা দিয়ে বেরচ্ছে রক্ত, ভেসে আসছে দুর্গন্ধ, বাড়িতে ঢুকে চোখ কপালে পুলিশের

অরিজিৎ গুপ্ত, হাওড়া: দুর্গন্ধে টিকতে পারছিলেন না স্থানীয়রা। ভেবেছিলেন হয়তো কিছু পচে গিয়েছে। গন্ধের উৎস খুঁজতে একটি বাড়ির দিকে এগিয়েও Read more

OMG! লেজ ধরে ঘর থেকে সাপ বের করছেন ম্যাকগ্রা, ভিডিও দেখে শোরগোল নেটদুনিয়ায়!
OMG! লেজ ধরে ঘর থেকে সাপ বের করছেন ম্যাকগ্রা, ভিডিও দেখে শোরগোল নেটদুনিয়ায়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে ২২ গজে তিনি ছিলেন বিপক্ষের ব্যাটারদের ত্রাস। তাঁর পেস ঝড়ে উড়ে যেতেন তাবড় তাবড় ব্যাটাররা। Read more