টি-২০ বিশ্বকাপের দলে ঢুকে যেতে পারেন মহম্মদ শামি, ইঙ্গিত দিলেন খোদ জাতীয় নির্বাচক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup) টিম ইন্ডিয়ার ব্যর্থতার পর তাঁকে বিশ্বকাপের দলে রাখার দাবি উঠছিল। বলা হচ্ছিল, আবেশ খান, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমাররা এশিয়া কাপে যা খেলেছেন, তার চেয়ে অন্তত ভাল পেস বোলিংটা করে দিতে পারবেন মহম্মদ শামি (Mohammad Shami)। কিন্তু শেষপর্যন্ত নির্বাচকরা শামিকে বিশ্বকাপের দলে রাখেননি। রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসাবে। যদিও এখন শোনা যাচ্ছে, বাংলা দলের এই পেসারকে যে কোনও সময় বিশ্বকাপের দলে ঢুকিয়ে দেওয়া হতে পারে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাম জানাতে অনিচ্ছুক এক জাতীয় নির্বাচক জানিয়েছেন, শামিকে বিশ্বকাপের দলে না রাখা হলেও তার জন্য যে কোনও সময় বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে। ওই নির্বাচক জানিয়েছেন, ‘বিশ্বকাপের (T-20 World Cup) আগে ১০ মাস কোনও টি-২০ খেলেননি শামি। তাই তাঁকে সরাসরি বিশ্বকাপের নামিয়ে দেওয়া যেত না। আমাদের কিছু কিছু প্রক্রিয়া মানতে হয়। কিন্তু এরপরও শামির কাছে বিশ্বকাপের দলে ঢুকে পড়ার সুযোগ থাকছে।”
[আরও পড়ুন: ‘ক্রিকেটারকে আর্থিক নিরাপত্তা দেয় টি-টোয়েন্টি লিগ’, সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টের পক্ষে সওয়াল শাস্ত্রীর]

ওই নির্বাচক জানিয়েছেন,”শামির দিকে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সিরিজে নজর রাখা হবে। ওকে ভাল বল করতে হবে। পরে যদি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া কোনও পেসার চোট পান, তাহলে শামিকেই দলে ডেকে নেওয়া হবে।” স্ট্যান্ড বাই হিসাবে আরেক পেসার হিসাবে রয়েছেন দীপক চাহার (Deepak Chahar)। কিন্তু বিশ্বকাপে সুযোগ পাওয়ার দৌড়ে চাহারের থেকে এগিয়েই আসছেন বাংলা দলের পেসার। তেমনটাই জানিয়েছেন ওই নির্বাচক।
[আরও পড়ুন: ‘রিহ্যাবের জন্য পকেটের টাকা খরচ করে লন্ডনে গিয়েছিল শাহিন’, পিসিবিকে তোপ শাহিদ আফ্রিদির]

ঘটনা হচ্ছে, শামির কাছে বিশ্বকাপে খেলার সুযোগ যে কোনও সময় আসতে পারে। কারণ, বিশ্বকাপের মূল দলে থাকা দুই পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং হর্ষল প্যাটেল সদ্যই চোট সারিয়ে দলে ঢুকেছেন। তাঁরা কতটা ফিট, সেটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ এই দুই পেসারের জন্যও পরীক্ষা। তাঁদেরও ফিটনেস প্রমাণ করতে হবে। নাহলে এদের বদলে জাতীয় দলে ফেরার ব্যাপারে অগ্রাধিকার পাবেন শামিই। কারণ ওই নির্বাচক জানিয়ে দিয়েছেন,দল নির্বাচনের আগে বুমরাহ এবং হর্ষল (Harshal Patel) ফিট না হলে শামিকেই নেওয়া হত।

Source: Sangbad Pratidin

Related News
রোহিঙ্গাদের ফেরত না পাঠালে বিপদ বাড়বে বাংলাদেশের, উদ্বেগ প্রকাশ হাসিনার
রোহিঙ্গাদের ফেরত না পাঠালে বিপদ বাড়বে বাংলাদেশের, উদ্বেগ প্রকাশ হাসিনার

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গাদের ফেরত না পাঠালে বিপদ বাড়বে বাংলাদেশের। এমনটাই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ানমারে সেনাবাহিনীর অত্যাচারের Read more

বিরোধী বৈঠকে গরহাজির, ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকছেন KCR! বিস্ফোরক কংগ্রেস
বিরোধী বৈঠকে গরহাজির, ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকছেন KCR! বিস্ফোরক কংগ্রেস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao)। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ক’দিন আগে পর্যন্ত নিজেকে বিকল্প জোটের অন্যতম মুখ Read more

দেশে কমল দৈনিক কোভিড সংক্রমণ, দ্রুতই কো-উইনে মিলবে কোভোভ্যাক্স, খরচ জানাল কেন্দ্র
দেশে কমল দৈনিক কোভিড সংক্রমণ, দ্রুতই কো-উইনে মিলবে কোভোভ্যাক্স, খরচ জানাল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়াবাড়ির মধ্যে ক্ষণিক স্বস্তি। দেশে দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ কমল খানিকটা। স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, মঙ্গলবার দেশে Read more

জল্পনার অবসান, সোমবারই সদলবলে বিজেপিতে যোগ দিতে চলেছেন অমরিন্দর সিং
জল্পনার অবসান, সোমবারই সদলবলে বিজেপিতে যোগ দিতে চলেছেন অমরিন্দর সিং

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিনের জল্পনা সত্যি করে অবশেষে বিজেপিতে যোগ দিতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)। আগামী সোমবার Read more

প্রেমিকার বিয়ে ঠিক হতেই আত্মঘাতী যুবক! ক্ষোভে তরুণীর বাড়ি ভাঙচুর প্রেমিকের পরিবারের, উত্তপ্ত ডোমজুড়
প্রেমিকার বিয়ে ঠিক হতেই আত্মঘাতী যুবক! ক্ষোভে তরুণীর বাড়ি ভাঙচুর প্রেমিকের পরিবারের, উত্তপ্ত ডোমজুড়

অরিজিৎ গুপ্ত, হাওড়া: প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে অন্যত্র। সেই অবসাদে আত্মঘাতী প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে করে তীব্র উত্তেজনা ছড়াল হাওড়ার Read more

WTC Final: জোড়া সেঞ্চুরির দাপটে কোণঠাসা ভারত, চালকের আসনে অস্ট্রেলিয়া
WTC Final: জোড়া সেঞ্চুরির দাপটে কোণঠাসা ভারত, চালকের আসনে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ৩২৭/৩ (হেড ১৪৬*, স্মিথ ৯৫*)  রাজর্ষিগঙ্গোপাধ্যায়, লন্ডন:  ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ- জোড়া সেঞ্চুরির দাপটে একেবারে কোণঠাসা রোহিত ব্রিগেড। বিশ্ব Read more