মোদির জন্মদিনে গোটা গুজরাটে সরকারি কর্মীদের বিক্ষোভ, গণছুটিতে স্তব্ধ রাজ্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) জন্মদিনে ভারতে চিতার (Cheetah) পুনরাবির্ভাব ঘটেছে। আয়োজনের ঘনঘটায় কুনো পালপুর অভয়ারণ্যে ৮টি চিতাকে মুক্ত করেছেন তিনি। সেই দিনই খোদ মোদি-রাজ্য গুজরাটে (Gujarat) অচলাবস্থা! বন্ধ অধিকাংশ সরকারি দপ্তর ও স্কুল। পুরনো পেনশন প্রকল্পের দাবিতে শনিবার গণছুটি নেন হাজার হাজার সরকারিকর্মী। এই নিয়ে সরকার সমর্থিত কর্মী সংগঠনের নেতৃত্ব ও সাধারণ কর্মীদের মতপার্থক্য সামনে এসেছে। সমস্যাটি ঠিক কোথায়?
গুজরাট সরকার শুক্রবার ঘোষণা করেছে, সেই সব সরকারি কর্মী পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবেন, যাঁরা ২০০৫ সালে কাজে যোগ দিয়েছেন। অর্থাৎ ২০০৫ পরবর্তী সময়ে যোগ দেওয়া কর্মীরা এই সুবিধা পাবেন না। এই নিয়েই অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষক-সহ অন্য সরকারি কর্মীদের মধ্যে। উল্লেখ্য, পুরনো পেনশনে প্রকল্পের দাবিতে অনেক দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা। শুক্রবারের ঘোষণার পর চরম উষ্মা তৈরি হয়েছে সরকারি সিদ্ধান্ত নিয়ে।
[আরও পড়ুন: নতুন নিয়োগে জটিলতার আশঙ্কা, আপাতত স্থগিত প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া!]
শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে ছুটি নেন শিক্ষক-সহ অন্য সরকারি কর্মীরা। তারা এদিন কাজ বয়কট করেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভাবনগর জেলায় সাত হাজার শিক্ষক ছুটি নিয়েছেন। অন্যদিকে গান্ধীনগরের পুরনো সচিবালয় চত্বরে মিছিল করেছেন বহু সরকারিকর্মী। কচ্ছের প্রায় আট হাজার সরকারি কর্মচারী এদিন কাজে যোগ দেননি বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: স্পা-র নামে পতিতালয়! নাবালিকা ‘রিসেপশনিস্ট’কে প্রতিদিন ধর্ষণ করত ১৫ জন]
এদিকে এই নিয়ে চাপানউতর শুরু হয়েছে। সৌরাষ্ট্রের রাষ্ট্রীয় সংযুক্ত মোর্চার তরফে দাবি করা হয়েছে, কর্মীদের মূল দাবি ছিল, পুরনো পেনশন প্রকল্প কার্যকর করা। যা পূরণ হয়নি। এর ফলে শিক্ষক, অশিক্ষক-সহ বহু কর্মী ক্ষতিগ্রস্ত হবেন। তার প্রতিবাদে শনিবার গণছুটি নেওয়া হয়েছে। তবে এই যুক্তি মানতে চায়নি গুজরাটের সংযুক্ত কর্মচারি মোর্চা ও রাষ্ট্রীয় সংযুক্ত মোর্চা। তারা জানিয়েছে, পুরনো পেনশন প্রকল্পের দাবি ছাড়া কর্মীদের যাবতীয় দাবিই মেনেছে রাজ্য সরকার। এদিকে মোদির জন্মদিনে গুজরাটের সরকারিকর্মীরা বিক্ষোভ দেখানোয় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। 

Source: Sangbad Pratidin

Related News
বিদেশের মাটিতে চঞ্চল ‘হাওয়া’! আফ্রিকার যুবক গাইলেন ‘সাদা সাদা কালা কালা’
বিদেশের মাটিতে চঞ্চল ‘হাওয়া’! আফ্রিকার যুবক গাইলেন ‘সাদা সাদা কালা কালা’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের হাওয়া এবার পৌঁছে গেল সুদূর কানাডায়! তাও আবার আফ্রিকার যুবকের হাত ধরে। ভাবছেন এ আবার Read more

Mamata Banerjee: ‘রাজনীতি করতে আসিনি’, এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা করে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: ‘রাজনীতি করতে আসিনি’, এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা করে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিস্ফোরণের এগারো দিন পর এগরার খাদিকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরণ কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। Read more

Panchayat Election 2023: টানা ৪০ বছর অপরাজেয়, বিরাশিতে গিয়ে হার মানলেন তৃণমূলের সন্তোষ
Panchayat Election 2023: টানা ৪০ বছর অপরাজেয়, বিরাশিতে গিয়ে হার মানলেন তৃণমূলের সন্তোষ

সৈকত মাইতি, তমলুক: এ যেন একেবারেই ছন্দপতন! প্রায় ৪০ বছর একটানা পদে থাকার পর ৮২ বছর বয়সে গিয়ে পরাজয় স্বীকার Read more

প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর
প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। সোমবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লখনউয়ে Read more

ছন্দে ফিরছে মণিপুর, বিচার পাবে মেতেই-কুকি দুই সম্প্রদায়ই, প্রতিশ্রুতি বিরেন সিংয়ের
ছন্দে ফিরছে মণিপুর, বিচার পাবে মেতেই-কুকি দুই সম্প্রদায়ই, প্রতিশ্রুতি বিরেন সিংয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত মণিপুরে বিচার পাবে মেতেই ও কুকি দুই সম্প্রদায়ের মানুষই। প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন Read more

কোথায় ভিড়? কীভাবে সহজে পৌঁছে যাবেন মণ্ডপে? জানাবে কলকাতা পুলিশের ‘উৎসব অ্যাপ’
কোথায় ভিড়? কীভাবে সহজে পৌঁছে যাবেন মণ্ডপে? জানাবে কলকাতা পুলিশের ‘উৎসব অ্যাপ’

অর্ণব আইচ: কোন পুজো (Durga Puja 2022) মণ্ডপে কোন রাস্তা দিয়ে যাবেন, কোথা দিয়ে প্রবেশ করে কোন জায়গা দিয়ে বের Read more