সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আবারও বাড়ল সংক্রমণ। বাড়ল পজিটিভিটি রেট। প্রাণ গিয়েছে একজনের। পুজোর মুখে করোনা সংক্রমণের পাশাপাশি বাড়ছে উদ্বেগও।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮৩ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের হদিশ। যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি। কারণ, ওইদিন ২৭৫ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ১১ হাজার ৭৯০ জন। এদিন প্রাণ গিয়েছে ১ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ৪৮৮ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।
[আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় শুনশান ভোলে ব্যোম রাইস মিল, জেলে বসে কী করলেন অনুব্রত?]
করোনার আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। আবারও নতুন করে করোনা ভয়াল আকার ধারণ করবে না তো, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এই পরিস্থিতিতে সুস্থতাও তেমন সন্তোষজনক নয়। কারণ, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ১৮৫ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা কম। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৮৭ হাজার ৯৭ জন। সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ।
২০২০ সালের মার্চ থেকে রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আর কোনওরকম ঝুঁকি নিতে চান না বিশেষজ্ঞরা। তাই উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর দেওয়া হচ্ছে জোর। শনিবার রাজ্যজুড়ে ৭ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৬৪ লক্ষ ২১ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৩.৭১ শতাংশ। যা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা বেশি। ভাইরাসকে ঠেকাতে টিকাকরণও চলছে জোর গতিতে। এদিন ৬৪ হাজার ৫২৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১ কোটি ৪৭ লক্ষ ৮৭ হাজার ৪১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। করোনার ঢেউ ঠেকাতে পুজোর মুখে তাই আরও সাবধান থাকার বার্তা বিশেষজ্ঞদের। জনবহুল এলাকায় মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ তাঁদের।
[আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত, ‘বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন’, ফের বেফাঁস মন্তব্য দিলীপের]
Source: Sangbad Pratidin