‘আগেই উদ্বোধন করেছিলাম’, ক্যানসার হাসপাতালের ভারচুয়াল অনুষ্ঠানে মোদিকে বিঁধলেন মমতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পর একই অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। যদিও কোভিড আবহে এই অনুষ্ঠানে ভারচুয়ালি উপস্থিত দু’জনই। রাজ্যে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের একাধিক দিক উল্লেখ করে, তথ্য পরিবেশন করে পরোক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিউটাউনে যে ক্যাম্পাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, তা অনেক আগেই চালু করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পর্যাপ্ত পরিমাণে রাজ্যে যাতে বণ্টন করা হয়, এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই দাবিও তুললেন মমতা। ফলে উদ্বোধনী অনুষ্ঠান নিছকই এক অনুষ্ঠানে সীমাবদ্ধ রইল না। কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বের কাঁটা রয়ে গেল তাতে।
ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের ভারচুয়াল উদ্বোধন
 
শুক্রবার দুপুরে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের (CNCI) দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনে এই ভারচুয়াল অনুষ্ঠান পূর্বপরিকল্পিত ছিল। করোনা আবহে কেউই সশরীরে হাজির হয়ে ক্য়াম্পাসের ফিতে কাটার ঝুঁকি নেননি। ভারচুয়ালি উপস্থিত ছিলেন এ রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী – নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, ছিলেন সাংসদ জন বার্লা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  দীর্ঘদিন পর কেন্দ্র-রাজ্য়ের যৌথ প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিকে নজর ছিল সব মহলের। অনুষ্ঠান শুরুর পর মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখার অনুরোধ জানান সঞ্চলক। দেখা যায়, তিনি গোড়া থেকেই তথ্য-পরিসংখ্য়ানের দিকে জোর দিলেন মমতা। 
[আরও পড়ুন: COVID-19: কোভিড কাঁটা, কালীঘাট মন্দির খোলা থাকলেও গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ] 
চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির ২৫ শতাংশ খরচ দিয়েছে রাজ্য। ১০ একর জমির উপর তৈরি ৪৬০ শয্যাবিশিষ্ট  হাসপাতালে রাজ্য়ের খরচ ১৩৪ কোটি। কেন্দ্র খরচ করেছে প্রায় ৫০০ কোটি। প্রধানমন্ত্রীকে রাজ্যের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন, করোনা কালে এই ক্যাম্পাসে কাজ শুরু করা খুবই  প্রয়োজন ছিল সেসময়। তাই আগেই তার উদ্বোধন করে চালু করে দিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া নিয়েও তিনি কার্যত বিঁধলেন প্রধানমন্ত্রীকে। তাঁর কথায়, ”আপনারা বুস্টার ডোজ চালুর সিদ্ধান্ত নিয়েছেন, খুব ভাল। কিন্তু দ্বিতীয় ডোজ না সম্পূর্ণ হলে কীভাবে বুস্টার ডোজ দেব। আগে রাজ্য পর্যাপ্ত দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পাক, ১০০ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হোক, তারপর বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে।” এছাড়া স্বাস্থ্যসাথী-সহ রাজ্যের একাধিক স্বাস্থ্যপ্রকল্পের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথা খুব মন দিয়েই শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জন পরিষেবার অনুষ্ঠানে কেন কেন্দ্র-রাজ্য সংঘাত ছায়া ফেলল, সেই প্রশ্ন উঠে যাচ্ছে বিশেষজ্ঞ মহলে।
[আরও পড়ুন: স্বস্তি চিকিৎসক মহলে, সুপ্রিম নির্দেশে চলতি বছরেই চালু হচ্ছে NEET-PG কাউন্সেলিং]

Source: Sangbad Pratidin

Related News
ইউক্রেনে ফের মিলল গণকবর, বুচার পর এবার প্রকাশ্যে ইজিয়ুম শহরের ভয়াবহ ছবি
ইউক্রেনে ফের মিলল গণকবর, বুচার পর এবার প্রকাশ্যে ইজিয়ুম শহরের ভয়াবহ ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফের মিলল গণকবর। বুচার পর এবার প্রকাশ্যে এল ইজিয়ুম শহরের ভয়াবহ ছবি। খারকোভ ওব্লাস্ট Read more

জি-২০ সম্মেলনের যৌথ ঘোষণাপত্র, বৈঠক শেষে প্রথমবার মুখ খুলল চিন
জি-২০ সম্মেলনের যৌথ ঘোষণাপত্র, বৈঠক শেষে প্রথমবার মুখ খুলল চিন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনের যৌথ ঘোষণাপত্র বিশ্বের কাছে ইতিবাচক সংকেত। বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে একযোগে কাজ করতে সাহায্য Read more

পাঁচদিনে চতুর্থবার বাড়ল জ্বালানি মূল্য, কলকাতায় পেট্রলের দাম ছাড়াল ১০৮ টাকার গণ্ডি
পাঁচদিনে চতুর্থবার বাড়ল জ্বালানি মূল্য, কলকাতায় পেট্রলের দাম ছাড়াল ১০৮ টাকার গণ্ডি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩৭ দিন পর চলতি সপ্তাহের প্রথম দিন মধ্যরাত থেকে নতুন করে মূল্যবৃদ্ধি হয় জ্বালানির। তারপর থেকে Read more

Mahabharat Murders Review: রহস্যে মোড়া ‘মহাভারত মার্ডার্স’ সিরিজে বাজিমাত করতে পারলেন শাশ্বত-প্রিয়াঙ্কা? পড়ুন রিভিউ
Mahabharat Murders Review: রহস্যে মোড়া ‘মহাভারত মার্ডার্স’ সিরিজে বাজিমাত করতে পারলেন শাশ্বত-প্রিয়াঙ্কা? পড়ুন রিভিউ

সুপর্ণা মজুমদার: জীবনের যুদ্ধ চলতেই থাকে। প্রতিটা মুহূর্ত যেন ‘মহাভারত’। অতীতের রহস্য বর্তমানকে জটিল করে তোলে। জটিল এই রহস্যের কাহিনিই Read more

মন্ত্রীর সভায় স্লোগান দেওয়া ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, রংপুরে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে নিহত ১
মন্ত্রীর সভায় স্লোগান দেওয়া ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, রংপুরে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে নিহত ১

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) মন্ত্রীর সভায় স্লোগান দেওয়া ঘিরে উত্তরে জেলা রংপুরে রক্তক্ষয়ী পরিস্থিতি। প্রাণ হারালেন একজন। রংপুরের কাউনিয়ায় Read more

প্রার্থীদের অপরাধ যোগ লুকাচ্ছে দল, বাতিল হোক রেজিস্ট্রেশন, শীর্ষ আদালতে দায়ের মামলা
প্রার্থীদের অপরাধ যোগ লুকাচ্ছে দল, বাতিল হোক রেজিস্ট্রেশন, শীর্ষ আদালতে দায়ের মামলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিকে অপরাধমুক্ত করতে গত বছরের অগস্টেও নতুন করে কড়া রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেখানে Read more