জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরেই ‘নো এন্ট্রি’ দিল্লি দাঙ্গায় অভিযুক্ত সফুরা জারগারকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসেই CAA আন্দোলনকারী সফুরা জারগারের অ্যাডমিশন বাতিল করেছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় (Jamia Milia Islamia)। এবার বিশ্ববিদ্যালয় চত্বরেই তাঁর প্রবেশ নিষিদ্ধ করল জামিয়া কর্তৃপক্ষ। দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি।
কেন তাঁর বিরুদ্ধে এহেন পদক্ষেপ? বিশ্ববিদ্যালয়ের তরফে যে নির্দেশিকা পেশ করা হয়েছে, সেখানে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে তিনি যে বিক্ষোভ ও মিছিলের আয়োজন করেছিলেন সেদিকে নজর রেখেই এই পদক্ষেপ। বলা হয়েছে, অপ্রাসঙ্গিক ও আপত্তিক ইস্যুতে আন্দোলন ও বিক্ষোভ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পড়াশোনার পরিবেশ নষ্ট করছেন সফুরা। তিনি নিরীহ পড়ুয়াদের উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে। তাই জামিয়া মিলিয়া চত্বরের শান্তি বজায় রাখতে ওই প্রাক্তন পড়ুয়ার সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল।
[আরও পড়ুন: স্কুল চলাকালীন টিটাগড়ে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল ছাদ, আতঙ্কিত পড়ুয়ারা]
এর আগে M.Phil-এর জন্য গবেষণাপত্র জমা দিয়ে কিছুটা অতিরিক্ত সময় চেয়েছিলেন শফুরা। কিন্তু তাঁর আবেদন গ্রহণে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ দেরি করে কর্তৃপক্ষ। এমন অভিযোগ জানিয়ে টুইটারে অ্যাডমিশন বাতিল হওয়ার নির্দেশিকা পোস্ট করে সফুরা লেখেন, “সাধারণত শামুকের গতিতে চলা জামিয়া আমার অ্যাডমিশন বাতিল করতে আলোর গতিতে ছুটছে। অ্যাডমিশন বাতিল হওয়ায় মন ভাঙলেও মনোবল ভাঙেনি।”
উল্লেখ্য, জামিয়া মিলিয়া ইসলামিয়ার রিসার্চ স্কলার তথা সিএএ আন্দোলনের কর্মী সফুরাকে ২০২০ সালে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাড়াও তাঁর বিরুদ্ধে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে দিল্লি পুলিশ। গ্রেপ্তারির পর সফুরার বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলাও রুজু করে তারা। তিহাড় জেলে বন্দিদশা থেকে জামিনের আবেদন করলেও তা তিন বার খারিজ হয়ে যায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে। অন্তঃসত্ত্বা হওয়ার পর মানবিকতার খাতিরে ২০২০ সালের জুন মাসে সফুরাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
[আরও পড়ুন: Pushpanjali #ChantBangla: বাংলাতেই দেব পুষ্পাঞ্জলি, অঙ্গীকার করুক বাঙালিরা]

Source: Sangbad Pratidin

Related News
বিজেপি বিধায়কের পা ধুইয়ে দিচ্ছেন মহিলা, ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ তৃণমূলের
বিজেপি বিধায়কের পা ধুইয়ে দিচ্ছেন মহিলা, ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ তৃণমূলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল অসমের এক বিজেপি (BJP) বিধায়ক বন্যা কবলিত এলাকা পরিদর্শন গিয়ে উদ্ধার কর্মীর কাঁধে চেপে জল Read more

আক্রমণ অব্যাহত, মারিওপোলের পর ইউক্রেনের আরেক বড় শহর দখলের পথে রুশ সেনা
আক্রমণ অব্যাহত, মারিওপোলের পর ইউক্রেনের আরেক বড় শহর দখলের পথে রুশ সেনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই ইউক্রেনের দক্ষিণ-পূর্ব অংশে লাগাতার আক্রমণ চালাচ্ছে রুশ (Russia-Ukraine War) সেনা। তার ফলেই এবার Read more

হানিমুনে পাহাড়ে? সঙ্গীকে সঙ্গে নিয়ে শীতল বিছানায় কীভাবে ছড়াবেন উষ্ণতা? রইল টিপস
হানিমুনে পাহাড়ে? সঙ্গীকে সঙ্গে নিয়ে শীতল বিছানায় কীভাবে ছড়াবেন উষ্ণতা? রইল টিপস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের মরসুম। তাই হানিমুনে কোথায় যাবেন, কী কী করবেন, তা নিয়ে নানা আলোচনা। কিন্তু অনেকেই বুঝতে Read more

Durga Puja Travel: সবুজে মিশে ইতিহাসের ফিসফিসানি উপভোগ করতে চান? গন্তব্য হোক ‘মিনি সুন্দরবন’
Durga Puja Travel: সবুজে মিশে ইতিহাসের ফিসফিসানি উপভোগ করতে চান? গন্তব্য হোক ‘মিনি সুন্দরবন’

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুজোর বেড়ানো মানে কি শুধু চোখ জুড়িয়ে যাওয়া ল্যান্ডস্কেপ? কিন্তু এই প্রকৃতির সঙ্গে যদি ইতিহাস মিলে মিশে Read more

হাত-পা বাঁধা, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হল বৃদ্ধার দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে
হাত-পা বাঁধা, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হল বৃদ্ধার দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

অর্ণব দাস, বারাসত: বুধবার দুপুরে বৃদ্ধার হাত-পা বাঁধা অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ (Dead body) উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দত্তপুকুর থানা Read more

কীসের তিক্ততা! নিজের প্রিয় ব্যাটিং সঙ্গী হিসেবে ‘শত্রু’কেই বেছে নিলেন গম্ভীর
কীসের তিক্ততা! নিজের প্রিয় ব্যাটিং সঙ্গী হিসেবে ‘শত্রু’কেই বেছে নিলেন গম্ভীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সেই পার্টনারশিপের কথা Read more