শুরুতেই ফেডারেশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বাইচুংয়ের পত্রবোমা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারশেনর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কল্যাণ চৌবে। এআইএফএফ-এর এক্সিকিউটিভ কাউন্সিল শাজি প্রভাকরণকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ করেছে। দেশের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এক্সিকিউটিভ কমিটির এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সরাসরি চিঠি দিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতিকে। কী লিখলেন বাইচুং চিঠিতে? দেখে নিন তা। 

ডিয়ার স্যর, 
১২.০৯.২০২২ সেপ্টেম্বর সাজি প্রভাকরণের যে চিঠি (AIFF/EXCO Meet- 19th Sept/2022/492) পেয়েছি, তাতে ৩.৯.২০২২ তারিখে অনুষ্ঠিত একজিকিউটিভ কমিটির মিটিংয়ের ড্রাফট উল্লিখিত আছে এবং ১৯.০৯.২০২২ অনুষ্ঠিত হতে চলা একজিকিউটিভ মিটিংয়ের অ্যাজেন্ডাও লেখা আছে।
ব্যক্তিগত কারণে আমি আগের মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি। পরবর্তী মিটিংয়ে আমি উপস্থিত থাকব।
৩ সেপ্টেম্বরের মিটিংয়ের যে ড্রাফট আমি দেখেছি, তাতে বেশ কিছু অসঙ্গতি আমার নজরে এসেছে।
দেখা যাচ্ছে, রোল কলে সাজি প্রভাকরণের উপস্থিতি নথিভুক্ত করা নেই। কিন্তু ড্রাফটে দেখতে পাচ্ছি যে একজিকিউটিভ কমিটির সদস্য না হয়েও তিনি গোটা বৈঠকেই উপস্থিত ছিলেন।
আপনার অনুমোদনের প্রেক্ষিতেই এক্সিকিউটিভ কমিটি ডক্টর প্রভাকরণকে তাঁরই উপস্থিতিতে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ করে। 
[আরও পড়ুন: ‘রিহ্যাবের জন্য পকেটের টাকা খরচ করে লন্ডনে গিয়েছিল শাহিন’, পিসিবিকে তোপ শাহিদ আফ্রিদির]
এটা অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় বলেই আমার মনে হয়। এর ফলে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, এমনকী তা পক্ষপাতদুষ্ট বলেই মনে হয়। এটা নির্বাচন প্রক্রিয়া ও ফেডারেশন চালানোর পন্থার পক্ষে মোটেও ভাল লক্ষণ নয়।
এই প্রেক্ষিতে আমার প্রস্তাব এক্সিকিউটিভ কমিটি পরবর্তী মিটিংয়ে সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করুক। ফেডারেশেনর জেনারেল সেক্রেটারি পদটা সর্বক্ষণের। সেই কারণে আইনসম্মত চুক্তির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত। নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত স্বচ্ছ। সেই কারণে চাকরির সম্পূর্ণ শর্ত উল্লেখ করে বিজ্ঞাপন দেওয়া উচিত। এই বিজ্ঞাপনে বেতন এবং নিয়োগ প্রক্রিয়ার উল্লেখ থাকা উচিত। এক্সিকিউটিভ কমিটি অনুমোদন দিলে উল্লিখিত পদের জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া উচিত।
এদিকে ফেডারেশনের দৈননন্দিন কাজ যাতে বিঘ্নিত না হয় সেই দিকটাও দেখা দরকার। আই লিগের সিইও হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন শ্রী সুনন্দ ধর। ভারতীয় ফুটবল চালানোর ভাল অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই কারণে কার্যনির্বাহী সচিব হিসেবে কাজ করার জন্য সুনন্দর ধরকে পুনর্বহাল করা হোক। যতদিন না নতুন সেক্রেটারি জেনারেল নিয়োগ করা হোক।
উপরোক্ত এই বিষয়গুলি নিয়ে যাতে পরবর্তী মিটিংয়ে আলোচনা হয়, সেই অনুরোধ আমি জানাচ্ছি।
ধন্যবাদান্তে
বাইচুং ভুটিয়া 
[আরও পড়ুন: ‘এশিয়া কাপে ভাল না করলেও, বিশ্বকাপে ভারতই ফেভারিট’, বললেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার পানেসর]

Source: Sangbad Pratidin

Related News
গণহত্যার শাস্তি না কি প্রতিহিংসার রাজনীতি? সুইডিশ নাগরিককে ফাঁসিতে ঝোলাল ইরান
গণহত্যার শাস্তি না কি প্রতিহিংসার রাজনীতি? সুইডিশ নাগরিককে ফাঁসিতে ঝোলাল ইরান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে সেনার উপর হামলায় ২৫ জনকে খতম করার অভিযোগ। অবশেষে ৫ বছর পর অভিযুক্ত ইরান-সুইডিশ Read more

সাতসকালে হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
সাতসকালে হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় মুড়েছে এলাকা। দমকলের ১৫ টি ইঞ্জিনের সাহায্যে যুদ্ধকালীন Read more

এবার প্রত্যক্ষ রাজনীতিতে রবার্ট বঢরাও! আগামী লোকসভায় লড়তে চান গান্ধী পরিবারের জামাই
এবার প্রত্যক্ষ রাজনীতিতে রবার্ট বঢরাও! আগামী লোকসভায় লড়তে চান গান্ধী পরিবারের জামাই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) এখন সক্রিয়ভাবে রাজনীতি করছেন। গত প্রায় বছর দু’য়েক উত্তরপ্রদেশের মাটি কামড়ে পড়ে Read more

ফের বাবা হলেন মুকেশপুত্র আকাশ, আম্বানি পরিবারে নতুন সদস্যের আগমন
ফের বাবা হলেন মুকেশপুত্র আকাশ, আম্বানি পরিবারে নতুন সদস্যের আগমন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হলেন মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানি। বুধবার বিকেলে আকাশের স্ত্রী শ্লোকা মেহেতা জন্মদিলেন ফুটফুটে Read more

‘ফ্যাটি হার্ট’ই ডেকে আনল কেকে’র মৃত্যু! কেন হয় এই সমস্যা?
‘ফ্যাটি হার্ট’ই ডেকে আনল কেকে’র মৃত্যু! কেন হয় এই সমস্যা?

অর্ণব আইচ: মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন কেকে (Singer KK)। এখনও তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করে জানানো হয়নি। তবে Read more

রোহিঙ্গাদের পুনর্বাসনে তৎপরতা, রাখাইনের পরিস্থিতি দেখতে গেল বাংলাদেশের প্রতিনিধিদল
রোহিঙ্গাদের পুনর্বাসনে তৎপরতা, রাখাইনের পরিস্থিতি দেখতে গেল বাংলাদেশের প্রতিনিধিদল

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গাদের (Rohingya) পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পরিবেশ, পরিস্থিতি খতিয়ে দেখতে মায়ানমারের রাখাইন প্রদেশে গেল বাংলাদেশে (Bangladesh) আশ্রিত Read more