সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বরাবরই বিজেপি ঘনিষ্ঠ। এ ব্যাপারে তাঁর কোনও লুকোছাপা নেই। বরাবরই গেরুয়া শিবিরের হয়ে গর্জন করেন তিনি। তবে শুধু বিজেপি দল নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভক্ত তিনি। আর তাই তো প্রধানমন্ত্রীর জন্মদিনে যে একটু স্পেশাল কিছু করবেন কঙ্গনা, তা তো স্বাভাবিকই। সেই কারণেই, শনিবার সকালই সকালই ইনস্টাগ্রামে মোদিকে নিজের স্টাইলে শুভেচ্ছা জানালেন কঙ্গনা (Kangana Ranaut)। শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা লিখলেন, ‘রাম, কৃষ্ণ ও গান্ধীর মতো আপনিও অমর হয়ে থাকবেন!’
কঙ্গনা লিখলেন, ”চা বিক্রেতা থেকে দেশের সবচেয়ে ক্ষমতবান মানুষ। কী দারুণ তাঁর জীবনযাত্রা। শুভেচ্ছা জানাই আপনি যেন দীর্ঘ জীবন পান। রাম, কৃষ্ণ, গান্ধীর মতো অমর আপনি। যতদিন এই পৃথিবী থাকবে, দেশ থাকবে, আপনার পরম্পরা বজায় থাকবে। আপনার ভাবমূর্তি কখনই মুছে যাবে না। আপনি এদেশের অবতার। আপনার মতো নেতা ও প্রধানমন্ত্রী পেয়ে আমরা ধন্য।”
প্রসঙ্গত, বিতর্ক একপাশে থাকুক। অভিনয়ে যে কঙ্গনা এখনও বাজিমাত করতে পারেন তাঁর সমসাময়িকদের, তা ফের প্রমাণ করলেন কঙ্গনা । নতুন ছবি ‘এমার্জেন্সি’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত (Kanagana Ranaut)। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুকে কঙ্গনা সবার নজর কেড়ে নিলেন। মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এই ‘এমার্জেন্সি’র পরিচালক।
[আরও পড়ুন: ‘পুষ্পা’ ছবির ‘স্বামী স্বামী’ গানে নেচে তাক লাগাল খুদে, নাচ দেখে হতবাক রশ্মিকাও, দেখুন ভিডিও]
এরকমটি কঙ্গনা আগেও ঘটিয়েছেন। তাঁর প্রযোজনা সংস্থায় তৈরি ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির শুটিং কিছু এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন ছবি তৈরির। ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা জানান, ‘পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।’
[আরও পড়ুন: ‘এক প্যায়ার কা নগমা হ্যায়…’, রানু মণ্ডলের বায়োপিকের ফার্স্টলুকে ফিরল ভাইরাল গানের স্মৃতি ]
Source: Sangbad Pratidin