নতুন ব্যবসায় হাত দেওয়ার আগে ভেঙ্কটেশ্বর স্মরণে আম্বানি, মন্দিরে দেড় কোটি দান ধনকুবেরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দেবভক্তি সর্বজনবিদিত। ভেঙ্কটেশ্বরের আরাধনা করতে মাঝেমধ্যেই ছুটে যান তিরুমালায়। সেখানে দানধ্যানও নেহাত কম করেন না। এবার তিরুমালার মন্দির কর্তৃপক্ষের হাতে দেড় কোটি টাকার চেক তুলে দিলেন ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)।
শুক্রবার তিরুমালার কাছে ভেঙ্কটশ্বরের মন্দিরে দেবদর্শনে গিয়েছিলেন মুকেশ আম্বানি। সঙ্গে ছিলেন এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে পুজোর্চনার পাশাপাশি মোটা অঙ্কের অনুদানও মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার।
[আরও পড়ুন: ভারতে চিতার পুনরাবির্ভাব, নামিবিয়াকে ধন্যবাদ জানিয়ে কুনো অভয়ারণ্যে ৮ চিতা ছাড়লেন মোদি]
তিরুমালার মন্দিরে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন আম্বানি। সেই ছবি নেটদুনিয়ায় আসতেই চাঞ্চল্য ছড়ায়। প্রার্থনার পর টিটিডি অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার এ ভেঙ্কট ধরমা রেড্ডির হাতে দেড় কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। পুজোআচ্চার পর পাহাড়ের গেস্ট হাউসে আধঘণ্টা মতো ছিলেন তাঁরা। তারপর আরও একটি ধর্মীয় আচরণে অংশ নেন তাঁরা। মন্দিরের গর্ভগৃহে দীর্ঘক্ষণ ধরে চলে সেই প্রার্থনা পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণে সম্পন্ন হয় পুজোর্চনা। সেখান থেকে ফিরে আসার আগে মন্দিরের হাতিদেরও খাওয়ান মুকেশ আম্বানি।
উল্লেখ্য, নতুন ব্যবসায় হাত দিতে চলেছে আম্বানিরা। তার আদে তিরুমালার মন্দিরে প্রার্থনা এবং দানধ্যান করলেন তিনি। সেই প্রার্থনার প্রভাব ব্যবসায় কতটা পড়ে, সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, গত জুন মাসে বড় রদবদল হয় রিলায়েন্স জিওতে (Reliance Jio)। চেয়ারম্যান পদ ছাড়েন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ওই পদে বসেন মুকেশ-পুত্র আকাশ আম্বানি (Akash Ambani)। তখনই জানা গিয়েছিল রিলায়েন্স রিটেলের (Reliance Retail) চেয়ারম্যান হতে পারেন মুকেশ কন্যা ইশা আম্বানি (Isha Ambani)। বাস্তবে তাই ঘটল। এবার থেকে রিলায়েন্স রিটেলের নেতৃত্ব দেবেন মেয়ে ইশা, ঘোষণা করেন মুকেশ আম্বানি।
[আরও পড়ুন: বাগুইআটি জোড়া খুন: দিল্লি থেকে ধৃত হত্যাকারী কানহাইয়া কুমার]
গত এক বছরে স্পষ্ট হয়ে যায় রিলায়েন্স গ্রুপের ব্যাটন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন দেশের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি। সেই সূত্রেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৫ তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের পরে ইশা আম্বানিকে আনুষ্ঠানিক ভাবে রিলায়েন্স রিটেলের (Reliance Retail) চেয়ারম্যান ঘোষণা করেন মুকেশ।

Source: Sangbad Pratidin

Related News
ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের জেরে আরও বিপাকে! রণবীরের বাড়িতে মুম্বই পুলিশ
ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের জেরে আরও বিপাকে! রণবীরের বাড়িতে মুম্বই পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পেপার’ ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের বিড়ম্বনা কিছুতেই রণবীর সিংয়ের (Ranveer Singh) পিছু ছাড়ছে না। এবার অভিনেতার Read more

বিশ্বজুড়ে বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক, সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশিকা দিল WHO
বিশ্বজুড়ে বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক, সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশিকা দিল WHO

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড (Covid) তো ছিলই। সম্প্রতি ভারতে মাঙ্কিপক্স (Monkey Pox) সংক্রমণের আশঙ্কাও দেখা দিয়েছে। নিশ্চিত না হলেও Read more

ফিরিয়েছেন আবাস যোজনা, ভাঙা বাড়িতে থেকে পঞ্চায়েতে প্রার্থী কেশপুরে অভিষেকের মঞ্চে থাকা ২ জন
ফিরিয়েছেন আবাস যোজনা, ভাঙা বাড়িতে থেকে পঞ্চায়েতে প্রার্থী কেশপুরে অভিষেকের মঞ্চে থাকা ২ জন

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মাস কয়েক আগেই ‘স্বচ্ছ’ মুখ হিসেবে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Read more

WB Panchayat Poll: পুলিশি ‘চক্রান্ত’, বাসন্তী পৌঁছেও নিহত TMC কর্মীর পরিবারের সঙ্গে দেখা হল না বোসের
WB Panchayat Poll: পুলিশি ‘চক্রান্ত’, বাসন্তী পৌঁছেও নিহত TMC কর্মীর পরিবারের সঙ্গে দেখা হল না বোসের

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কোচবিহার থেকে ফিরেই বাসন্তীর উদ্দেশে রওনা দেন। গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরেন। তা সত্ত্বেও নিহত তৃণমূল কর্মী জিয়ারুল Read more

মেলেনি পূর্বাভাস, চাকরি খোয়াতে হল দুই আবহাওয়া বিশেষজ্ঞকে!
মেলেনি পূর্বাভাস, চাকরি খোয়াতে হল দুই আবহাওয়া বিশেষজ্ঞকে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল: একটা প্রচলিত রসিকতা রয়েছে, হাওয়া অফিস যেদিন বৃষ্টির পূর্বাভাস (Weather forecast) দেয় সেদিন দিব্যি ছাতা ছাড়াই বেরনো Read more

চোখ-মুখ শুকিয়ে একেবারে কাঠ, নতুন ছবিতে চেনা দায় আদনান শামিকে!
চোখ-মুখ শুকিয়ে একেবারে কাঠ, নতুন ছবিতে চেনা দায় আদনান শামিকে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন ছিলেন, আর কেমন হলেন! শক্তপোক্ত ডায়েটে একেবারে নিজেকে বদলে ফেললেন জনপ্রিয় গায়ক আদনান শামি। এতটাই Read more