নেই হাসি-করমর্দন, মঞ্চ ভাগ করলেও মুখ ফিরিয়েই থাকলেন মোদি ও জিনপিং

সংবাদ প্রতিদদিন ডিজিটাল ডেস্ক: লাদাখ সীমান্তের উত্তাপ এসসিও মঞ্চে। হাসি-করমর্দন দূরের কথা, সৌজন্য বিনিময় করতেও দেখা গেল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। ফলে এসসিও সম্মেলনে সম্পর্কের বরফ গলার যে ক্ষীণ আশা দেখা দিয়েছিল, কার্যত তাও মিলিয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে শুরু হয় দু’দিনের ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’-এর সম্মেলন। শুক্রবার সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। কুটনীতিকদের একাংশ আশা করেছিলেন, চমক দিয়ে আলোচনার টেবিলে বসতে পারেন মোদি ও জিনপিং। কিন্তু তেমনটা হয়নি। বিশ্লেষকদের মতে, লাদাখে সীমান্ত সমস্যার সমাধানে বেজিংয়ের থেকে কোনও স্থায়ী রফাসূত্র মেলেনি। তাই জিনপিংয়ের (Jinping) সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেননি মোদি। তবে দুই দেশের সম্পর্কে বরফ যে আরও জমাট বেঁধেছে তা দুই রাষ্ট্রপ্রধানের শরীরী ভাষায় স্পষ্ট হয়ে উঠেছে।
[আরও পড়ুন: দ্বিপাক্ষিক বৈঠকে কেন মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন না পুতিন?]
এদিন, সম্মেলনের প্রথা মেনে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন মোদি ও জিনপিং। কিন্তু, পাশাপাশি দাঁড়ালেও তাঁদের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ই পরিস্থিতির জটিলতা তুলে ধরে। হাসি-করমর্দন দূরের কথা, সৌজন্যের খাতিরে দু’জনকে হাসি মুখেও দেখা গেল না। তাৎপর্যপূর্ণ ভাবে, অতীতে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন থেকে পুতিনের মতো রাষ্ট্রনেতাদের আলিঙ্গন করতে দেখা গিয়েছে মোদিকে। এ যেন ‘নমো কূটনীতির’ এক অঙ্গ। কিন্তু জিনপিংয়কে যেভাবে ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে গেলেন মোদি তাতে বেজিংয়ের কাছে বার্তা স্পষ্ট।
উল্লেখ্য, ২০১৯ সালে মামাল্লাপুরমে মোদি ও জিনপিংয়ের ‘ইনফর্মাল সামিট’ নয়া দিগন্তের সূচনা করেছিল। দুই তরাষ্ট্রপ্রধানের সম্পর্কের ‘রসায়ন’ নিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছিল চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। তার আগে ২০১৮ সালে ইউহানে (পরবর্তী কালে করোনার উৎসস্থল) দেখা করেন দুই পড়শি দেশের প্রধান। কিন্তু ২০২০ সালে গালওয়ানে আগ্রাসন চালিয়ে নিজের আসল চেহারা ফের প্রকাশ করে বেজিং। আর তা যে কোনওভাবে মেনে নেওয়া হবে না সেই বার্তাই দিয়ে এলেন মোদি।
[আরও পড়ুন: আমেরিকার আবিষ্কর্তা কলম্বাস ছিলেন নৃশংস, অত্যাচারী! এই ঘৃণ্য ইতিহাস জানেন?]

Source: Sangbad Pratidin

Related News
বীরভূমে দলের কাজ চলবে আগের মতোই, কেষ্টর আসন ফাঁকা রেখে সিদ্ধান্ত তৃণমূলের
বীরভূমে দলের কাজ চলবে আগের মতোই, কেষ্টর আসন ফাঁকা রেখে সিদ্ধান্ত তৃণমূলের

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর Read more

‘আমায় কাজ দিন!’, ফেসবুক পোস্টে অনুরোধ অনিন্দ্যর, হঠাৎ কী হল অভিনেতার?
‘আমায় কাজ দিন!’, ফেসবুক পোস্টে অনুরোধ অনিন্দ্যর, হঠাৎ কী হল অভিনেতার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দায় দারুণ জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত গাঁটছড়ার টিআরপি তো রোজই বাড়ছে। অন্য়দিকে, সদ্য মুক্তি Read more

বাড়ির দুই পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়ে নিখোঁজ কিশোর, ঘরে ফিরল ৮ বছর পর!
বাড়ির দুই পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়ে নিখোঁজ কিশোর, ঘরে ফিরল ৮ বছর পর!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির দুই পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হয় ১৭ বছরের কিশোর। পরিবার হাজার খোঁজাখুঁজি করেও না Read more

Panchayat Election 2023: ভাতারে ভোটের লড়াইয়ে দুই জা, একজনের প্রতীক ঘাসফুল, অন্যজন লড়ছেন হাত শিবিরের হয়ে
Panchayat Election 2023: ভাতারে ভোটের লড়াইয়ে দুই জা, একজনের প্রতীক ঘাসফুল, অন্যজন লড়ছেন হাত শিবিরের হয়ে

ধীমান রায়, ভাতার: পাশাপাশি বাড়ি। হেঁসেল আলাদা হয়ে গেলেও দুই পরিবারের মধ্যে সদ্ভাব এখনও অটুট। ভালমন্দ রান্না হলে জা’র ঘরে Read more

ককপিটে কোবরা! মাঝ আকাশে হুলুস্থুল, ঠান্ডা মাথায় জরুরি অবতরণ পাইলটের
ককপিটে কোবরা! মাঝ আকাশে হুলুস্থুল, ঠান্ডা মাথায় জরুরি অবতরণ পাইলটের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার কারণে বিমানে গোলমাল হতে পারে। শুধু যান্ত্রিক গোলোযোগ নয়, ইঞ্জিনে পাখির ধাক্কায় ভয়ংকর কাণ্ড ঘটার Read more

নতুন রহস্যের সমাধানে ফের আসছে সোনাদা, প্রকাশ্যে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবির পোস্টার
নতুন রহস্যের সমাধানে ফের আসছে সোনাদা, প্রকাশ্যে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবির পোস্টার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর ছিল আগেই যে চলতি বছরেই নতুন রহস্য ও তার সমাধান নিয়ে আসতে চলেছে সোনাদা, আবির Read more