নব্যেন্দু হাজরা: পুজো কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। চলছে কেনাকাটি। তেমনই আবার পুজোর প্ল্যানিংয়েও ব্যস্ত উৎসবপ্রিয়রা। এদিক সেদিক ঘুরে বেড়ানোর পরিকল্পনা করার আগে জেনে নিন কবে কোন সময়ে শুরু এবং শেষ হবে মেট্রো পরিষেবা।
পঞ্চমী ও ষষ্ঠী:
পঞ্চমী এবং ষষ্ঠীতে আপ ও ডাউন লাইনে ১৪৪টি করে মোট ২৮৮টি মেট্রো চলবে।
সকাল ৮টা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
সকাল ৮টা: দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।
সকাল৮.০৫ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
সকাল ৮.১০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো
এই দু’দিন রাতে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ছে।
রাত ১০.৩০মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো।
[আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার ৫ দিনের সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়]
সপ্তমী, অষ্টমী ও নবমী:
সপ্তমী থেকে নবমী পর্যন্ত আপ এবং ডাউনে ১২৪টি করে ২৪৮টি মেট্রো চলবে।
এই তিনদিন দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টায়।
সপ্তমী-নবমী পর্যন্ত ভোর চারটে পর্যন্ত পাওয়া যাবে শেষ মেট্রো।
রাত ৩টে ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ৩টে ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো।
দশমী
দশমী আপ এবং ডাউন লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে।
দুপুর ১টায় শুরু হবে দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।
এদিন প্রায় সবকটি প্রান্তিক স্টেশন থেকে রাত ১০টায় ছাড়বে মেট্রো।
রাত ৯টা ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ মেট্রো
রাত ৯টা ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো
রাত ১০টায় দমদম-কবি সুভাষগামী এবং কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে।
একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ এবং ডাউনে ১১৭ জোড়া করে মোট ২৩৪টি মেট্রো চলবে।
[আরও পড়ুন: দৈর্ঘ্য ও প্রস্থে মাত্র ১ ফুট, আমেরিকা পাড়ি দিচ্ছে নদিয়ার শিল্পীর হাতে তৈরি দুর্গা]
Source: Sangbad Pratidin