সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিল সিবিআই (CBI)। তিনি জেল হেফাজতে ছিলেন। মামলার তদন্তের স্বার্থে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। এরপরই নির্দেশ দেন, আগামী ২১ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chattopadhyay)সিবিআই হেফাজতে রাখা হোক। পাশাপাশি, একই মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধেবেলা গ্রেপ্তার করেছিল সিবিআই। এদিন তাঁকে আদালতে পেশ করা হলে ২১ তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin