দৈর্ঘ্য ও প্রস্থে মাত্র ১ ফুট, আমেরিকা পাড়ি দিচ্ছে নদিয়ার শিল্পীর হাতে তৈরি দুর্গা

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: উচ্চতা এবং চওড়া মাত্র এক ফুট করে। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুলপট্টির বিখ্যাত মৃৎশিল্পী সুবীর পালের হাতে তৈরি এই দুর্গা (Durga Puja 2022) প্রতিমা এবার যাচ্ছে আমেরিকা।
জানা গিয়েছে, আমেরিকায় থাকা প্রবাসী বাঙালি একটি পরিবার ভারতে এসেছিলেন মাস তিনেক আগে। সেই সময় কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুলপট্টির বিখ্যাত মৃৎশিল্পী সুবীর পালের কাছ থেকে একটি ফাইবারের দেড় ফুট উচ্চতার রাধাকৃষ্ণ এবং মা লক্ষ্মীর মূর্তির অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডার দিতে এসে সুবীর পালের কারখানায় থাকা দুর্গাপ্রতিমার প্রতি উৎসাহ তৈরি হয়। রাধাকৃষ্ণ, মা লক্ষ্মীর সঙ্গে তারা মা দুর্গাকেও নিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন। এরপরই তুলো-মাটি ও তার দিয়ে প্রবাসী বাঙ্গালী পরিবারের জন্য দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করেন মৃৎশিল্পী। সুবীর পাল জানিয়েছেন, “আমি নিজের হাতে সেই প্রতিমা তৈরি করছি। আগে আমেরিকায় বসবাসকারী ওই পরিবারের লোকজন আমার এখানে এসে প্রায় দেড় ফুট উচ্চতার ফাইবারের রাধাকৃষ্ণ ও মা লক্ষ্মী মূর্তি অর্ডার দিয়ে গিয়েছিলেন। সেই মূর্তি তৈরির কাজ প্রায় শেষ। কিন্তু কিছুদিন আগে তাদের দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার ইচ্ছে হয়েছে। সেই মতো তারা দুর্গা প্রতিমা তৈরির অর্ডার দিয়ে যান।”
[আরও পড়ুন: ৩০ টাকার লটারি কাটতেই ভাগ্যবদল, কোটি টাকা পুরস্কার জিতে ‘হিরো’ ভাতারের রাজমিস্ত্রি]
ইউনেস্কো দুর্গোৎসবকে হেরিটেজ সম্মান দেওয়ার পর থেকে ছোট দুর্গা প্রতিমার চাহিদা ভীষণ বেড়েছে। বিদেশ থেকে আসছে ছোট আকারের দুর্গাপ্রতিমার অর্ডার। কেউ পুজো করার জন্য, কেউ আবার শুধুমাত্র দুর্গাপ্রতিমাকে ঘরে সাজিয়ে রাখার জন্যই নিচ্ছেন। সুবীর পালের কথায়, “আমি যে প্রতিমাটি তৈরি করছি, সেটি মহালয়ার দিন অথবা তারপরের দিন নিয়ে যাবেন প্রবাসী বাঙালি ওই পরিবারের লোকজন। বর্তমানে মাটির কাজ চলছে। এরপরই শুরু হবে রংয়ের কাজ।”
বর্তমানে ৫২ বছর বয়স হলেও সেই ছোট্ট বয়স থেকেই মৃৎ শিল্পের কাজ করে যাচ্ছেন সুবীর পাল। মাত্র ১২ বছর বয়সে ১৯৮২ সালে লন্ডনে ইন্ডিয়া ফেস্টিভ্যালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৮৫ সালে আমেরিকায় ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন। এছাড়া জার্মানি ও স্পেনে অনুষ্ঠিত ইন্ডিয়া ফেস্টিভ্যালেও তিনি যোগ দিয়েছিলেন। ১৯৯১ সালে মাত্র ১৮ বছর বয়সে পেয়েছেন জাতীয় পুরস্কার। মৃৎশিল্পের ইতিহাসে প্রথম তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন আলপস ইউনিভার্সিটি থেকে। এছাড়াও সুবীর পালের নাম রয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডসে। তাই স্বাভাবিকভাবেই বিদেশের প্রবাসী বাঙ্গালীদের কাছে সুবীর পাল একজন পরিচিত নাম। সেই সূত্র ধরেই সুবীর পালের কাছে এসেছে বিদেশ থেকে এবার দুর্গা প্রতিমার অর্ডার। সেই প্রতিমা তৈরিতে এখন সুবীর পাল ভীষণ ব্যস্ত।
[আরও পড়ুন: খিদের তাগিদে ওপার বাংলা থেকে ভারতে রয়্যাল বেঙ্গল টাইগার, হু হু করে সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা]

Source: Sangbad Pratidin

Related News
Probashe Durga Puja: ভিক্টোরিয়ান স্থাপত্য, নিও-গথিক ছাঁচ, দুবাইয়ের পুজোয় যেন কলকাতার ‘রেনেসাঁ’
Probashe Durga Puja: ভিক্টোরিয়ান স্থাপত্য, নিও-গথিক ছাঁচ, দুবাইয়ের পুজোয় যেন কলকাতার ‘রেনেসাঁ’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদোৎসবের আনন্দ কি শুধু বাংলায়? মোটেই না। বাংলার বাইরে ভরপুর বাঙালিয়ানা নিয়ে স্বমহিমায় ধরা দেয় শারদীয়ার Read more

Goa Election: অভিষেকের সফরের মধ্যেই গোয়ার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, ঘোষিত রাজ্য কমিটিও
Goa Election: অভিষেকের সফরের মধ্যেই গোয়ার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, ঘোষিত রাজ্য কমিটিও

স্টাফ রিপোর্টার: গোয়ার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও চার্চিল আলেমাওকে টিকিট দিয়ে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল Read more

ট্যাংরার অগ্নিকাণ্ডে প্রবল ধোঁয়ায় অসুস্থ বেশ কয়েকজন, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
ট্যাংরার অগ্নিকাণ্ডে প্রবল ধোঁয়ায় অসুস্থ বেশ কয়েকজন, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চামড়া, রেক্সিন, রাসায়নিক পদার্থ – সবই দাহ্য। ফলে ট্যাংরার (Tangra) মেহের আলি লেনে চামড়ার গুদামের অগ্নিকাণ্ড Read more

পঞ্চায়েতে কোথাও প্রার্থী না দিলে কৌশলগত অবস্থান! সুকান্তের মন্তব্যে রাম-বাম জোটের জল্পনা
পঞ্চায়েতে কোথাও প্রার্থী না দিলে কৌশলগত অবস্থান! সুকান্তের মন্তব্যে রাম-বাম জোটের জল্পনা

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত নির্বাচনে যে সব আসনে প্রার্থী দিতে পারবে না, সেখানে মহাজোটের পথেই হাঁটতে চলেছে বিজেপি! নিচুতলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে Read more

India vs South Africa: দক্ষিণ আফ্রিকা সিরিজে টিম ইন্ডিয়ার প্রাপ্তি একমাত্র অনাবশ্যক বিতর্ক
India vs South Africa: দক্ষিণ আফ্রিকা সিরিজে টিম ইন্ডিয়ার প্রাপ্তি একমাত্র অনাবশ্যক বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ শুরুর আগে কমবেশি সব ক্রিকেট বোদ্ধাই টিম ইন্ডিয়ার (Team India) নামের পাশে ফেভরিট তকমাটা সাঁটিয়ে Read more

U-19 World Cup: স্বপ্নপূরণের মাঝে কেবল ইংল্যান্ড, ফাইনালের আগে ধুলদের কী টিপস দিলেন বিরাট?
U-19 World Cup: স্বপ্নপূরণের মাঝে কেবল ইংল্যান্ড, ফাইনালের আগে ধুলদের কী টিপস দিলেন বিরাট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U-19 World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জিতে ওঠার চব্বিশ ঘণ্টার মধ্যে এরকম কিছু Read more