অর্ণব দাস, বারাকপুর: ফের বিদ্যুৎ কাড়ল প্রাণ। এবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাইক লাগাতে গিয়ে বিপত্তি। মৃত্যু হল উত্তর ২৪ পরগনার নৈহাটির দোগাছিয়ার কিশোরের। তাঁর মৃত্যুতে ম্লান পুজোর আনন্দ। শোকে ভাসছেন কিশোরের পরিবারের লোকজন।
মাত্র ১৭ বছরের ওই কিশোরের নাম অভীক রাম। উত্তর ২৪ পরগনার শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া অঞ্চলের বাসিন্দা সে। স্থানীয় রঞ্জিত পণ্ডিত নামে এক ইলেকট্রিশিয়ানের কাছে প্রায় এক বছর ধরে কাজ করত অভীক। শনিবার বিশ্বকর্মা পুজো। তাই এলাকারই একটি পুজো মণ্ডপে কাজ করতে গিয়েছিল। সেই সময় হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয় সে।
[আরও পড়ুন: ফের আদালতে কাঁদলেন পার্থ, এসএসসি দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রীই, দাবি সিবিআইয়ের]
তৎক্ষণাৎ অভীককে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। অভীকের মৃত্যুতে শোকে ভাসছে কিশোরের পরিবার, বন্ধুবান্ধবরা। বাড়ির ছেলের মৃত্যু মানতে পারছেন না কেউ।
কিশোরের প্রাণহানিতে হাজারও প্রশ্নের ভিড়। কেন একজন কিশোরকে দিয়ে বিদ্যুতের কাজ করানো হচ্ছিল, সে প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই। তবে এই ঘটনার পর থেকে অভীকের মালিক রঞ্জিত পণ্ডিতের খোঁজ পাওয়া যাচ্ছে না। শুরু হয়েছে তার খোঁজখবর।
[আরও পড়ুন: মেলেনি চূড়ান্ত রিপোর্ট, টালা ব্রিজ উদ্বোধনে সময় পিছিয়ে দেওয়ার ঘোষণা ফিরহাদ হাকিমের]
Source: Sangbad Pratidin