দুর্গাপুজোয় হামলার আশঙ্কা, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে আসরে মহিলা পরিষদ

সুকুমার সরকার, ঢাকা: দুর্গাপুজোয় মৌলবাদীদের হামলার আশঙ্কা! সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আসরে নেমেছে বাংলাদেশের মহিলা পরিষদ। তাদের দাবি, সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, পুলিশ-প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহির ব্যবস্থা করতে হবে সরকারকে।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে মহিলা পরিষদ। সেখানে সংগঠনটির সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন।” হাসিনা সরকারের প্রতি তাঁর অনুরোধ, “অন্তত ২০২২ সালের দুর্গাপুজোয় (Durga Puja) দেখিয়ে দিন যে, আপনারা অসাম্প্রদায়িকতার ঝাণ্ডা তুলে ধরেছেন, কোনও মন্দিরে কোনও গন্ডগোল হয়নি। এ জন্য জনপ্রতিনিধিদের মাঠে নামান। তাঁদের বলুন, যাঁর এলাকায় এ ধরনের ঘটনা ঘটবে, তাঁকে সংসদে জবাবদিহি করতে হবে। পুলিশ-প্রশাসনকে বলুন, যাঁর দায়িত্বে থাকা এলাকায় এ রকম ঘটনা ঘটবে, তাঁকে জবাবদিহি করতে হবে। তাহলে এ ঘটনার সমাধান করা যাবে।”
[আরও পড়ুন: আরও রসেবশে শারদোৎসব, পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ]
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, “সাম্প্রদায়িক উসকানিতে দেশে সহিংসতার ঘটনা ঘটছে। গতবছর ও তারও আগে এমন দুঃসহ অভিজ্ঞতা সংখ্যালঘুদের হয়েছে। দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের উদাসীনতা রয়েছে। রাজনৈতিক প্রভাবশালী মহল এর সঙ্গে যুক্ত থাকে। কিন্তু তাদের আইনের আওতায় আনা হয় না। বিচারের ঊর্ধ্বে থাকার কারণে তারা উৎসাহিত হচ্ছে। এসব ঘটনা প্রতিহত করতে হবে।”
উল্লেখ্য, গত বছর বাংলাদেশ (Bangladesh) দুর্গাপুজোর মণ্ডপে একের পর এক হামলা চালায় মৌলবাদীরা। তারপর দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে নিরাপত্তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন আগেও ঢাকায় হাসিনা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওই তিনি বলেছিলেন, “আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে আমি এটাই বলব আপনারা এদেশের মানুষ। কাজেই নিজেদেরকে সংখ্যালঘু মনে না করে, মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক। তাই সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেইভাবে আপনাদেরকে দেখতে চাই।”
[আরও পড়ুন: মোমেনের পাশেই ভারত, বাংলাদেশের বিদেশমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জয়শংকরের]

Source: Sangbad Pratidin

Related News
শিয়ালদহ শাখায় বাড়ছে ট্রেনের গতি, আরও কম সময়ে পৌঁছনো যাবে নামখানা-লালগোলায়
শিয়ালদহ শাখায় বাড়ছে ট্রেনের গতি, আরও কম সময়ে পৌঁছনো যাবে নামখানা-লালগোলায়

সুব্রত বিশ্বাস: শিয়ালদহ থেকে নামখানা পৌঁছতে এখন যা সময় লাগে, তার থেকে প্রায় পঁচিশ মিনিট কম সময়ে পৌঁছে যাবে ট্রেন। Read more

হাওড়ার সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের, হাসপাতালে আরও এক
হাওড়ার সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের, হাসপাতালে আরও এক

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: ঢালাই হওয়া সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি আরও Read more

সিঙ্গুরে কারখানার জন্য প্রস্তাবিত জমিতে মাছ চাষের উদ্যোগ, তৈরি হচ্ছে ভেড়ি
সিঙ্গুরে কারখানার জন্য প্রস্তাবিত জমিতে মাছ চাষের উদ্যোগ, তৈরি হচ্ছে ভেড়ি

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মোটরগাড়ি তৈরির কারখানার জন্য ২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করেছিল প্রায় হাজার একর চাষের জমি। বহুফসলি Read more

Dilip Ghosh: ‘ইডিই সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি’, সিবিআইয়ের প্রতি অনাস্থা প্রকাশ করে নিজের বক্তব্যে অনড় দিলীপ
Dilip Ghosh: ‘ইডিই সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি’, সিবিআইয়ের প্রতি অনাস্থা প্রকাশ করে নিজের বক্তব্যে অনড় দিলীপ

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সিবিআইয়ের (CBI)সঙ্গে রাজ্য সরকারের ‘সেটিং’ তত্ত্ব খাঁড়া করে নয়া বিতর্কের জন্ম দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ Read more

Shesh Pata Review: নারী-পুরুষের সম্পর্ক, সংশয় আর তৃষ্ণার গল্প ‘শেষ পাতা’, ছবিতে অকল্পনীয় প্রসেনজিৎ
Shesh Pata Review: নারী-পুরুষের সম্পর্ক, সংশয় আর তৃষ্ণার গল্প ‘শেষ পাতা’, ছবিতে অকল্পনীয় প্রসেনজিৎ

রঞ্জন বন্দ‌্যোপাধ‌্যায়: অতনু ঘোষ পরিচালিত সদ‌্যমুক্ত ‘শেষ পাতা’-র নায়িকা মেধার চরিত্রে গার্গী-র নিজের কণ্ঠে রবীন্দ্রনাথের ‘আমার জ্বলেনি আলো…’ গানটি অব‌্যর্থ Read more

বন্ধুদের সাহায্যে অন্য স্কুলে ঢুকে নাবালিকাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার নাবালক
বন্ধুদের সাহায্যে অন্য স্কুলে ঢুকে নাবালিকাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার নাবালক

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: স্কুলে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণ। কাঠগড়ায় এক নাবালক। ন্যক্কারজনক ঘটনার সাক্ষী দার্জিলিংয়ের মিরিক মহকুমার একটি স্কুলে। প্রায় Read more