স্কুলের মিড ডে মিলের খাবার চুরি! কাঠগড়ায় টিচার ইনচার্জ, জেলাশাসকের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

রাহুল রায়: স্কুলের মিড-ডে মিলের (Mid Day Meal) খাবার চুরির মতো চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা হাই কোর্টে। খোদ স্কুলেরই টিচার-ইন-চার্জের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছেন এক শিক্ষিকা। আদালতে তৃপ্তি প্রামাণিক নামে ওই শিক্ষিকার আরও চাঞ্চল্যকর অভিযোগ, সঠিক নিয়মে পড়ুয়াদের খাবার দেওয়া তো দুরস্ত, নিয়মিত পঠনপাঠনও হয় না স্কুলে। মামলায় দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে মুখবন্ধ খামে ডিএমকে এই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
মামলাকারি তৃপ্তি প্রামানিকের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান, বদলি হয়ে ২০১৭ সাল থেকে দক্ষিণ ২৪ পরগনার কামারপোল এফপি স্কুলে শিক্ষকতা শুরু করেন শিক্ষিকা তৃপ্তি। সেই থেকেই দেখে আসছেন এই অনিয়মের ঘটনা। টিচার ইনচার্জ চন্দন ভান্ডারী নিয়মিত সময়ে কোনওদিন স্কুলে আসেন না। কোনও এক সময় এসে রেজিস্টার খাতায় সই করে চলে যান।
[আরও পড়ুন: Pushpanjali #ChantBangla: এবার পুজোয় বিশ্বজুড়ে বাঙালি অষ্টমীর অঞ্জলি দেবে বাংলায়]

আরও অভিযোগ, এ নিয়ে ব্লক প্রশাসনের কাছে স্কুলের যে মাথাপিছু পড়ুয়ার সংখ্যা রয়েছে, সেখানে পড়ুয়াদের হাজিরাও বেশি করে দেখানো হয়েছে। ওই অতিরিক্ত সংখ্যক পড়ুয়ার খাবার এবং মাথাপিছু খরচ টিচার ইনচার্জ নিজের পকেটে ভরেন বলে অভিযোগ শিক্ষিকার। পঠনপাঠনে অনিয়ম-সহ বাচ্চাদের মিড-ডে মিলে অনিয়ম নিয়ে সরব হওয়ায় হুমকির শিকার হয়েছেন তিনি।
[আরও পড়ুন: বেশভূষা বদলেও শেষরক্ষা হল না, নবান্ন অভিযানে ACP’কে মারধরে গ্রেপ্তার আরও ২]

আইনজীবী আরও জানান, এ নিয়ে বৈঠকে ওই শিক্ষকের দোষ স্বীকার করে নেন সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO)। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি তিনি। পরে জেলা স্তরেও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান তৃপ্তি প্রামাণিক। কিন্তু স্কুল কর্তৃপক্ষ, স্কুল পরিদর্শক এবং জেলাশাসককে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি।

Source: Sangbad Pratidin

Related News
উপচে পড়া ভিড়ের জের, জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পূণ্যার্থীদের প্রবেশে জারি নিষেধাজ্ঞা
উপচে পড়া ভিড়ের জের, জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পূণ্যার্থীদের প্রবেশে জারি নিষেধাজ্ঞা

শান্তনু কর, জলপাইগুড়ি: জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না পূণ্যার্থীরা। ভিড় এড়াতেই এবার এমন নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই Read more

পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে শাহ, সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগের শঙ্কায় ক্ষুব্ধ তৃণমূল
পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে শাহ, সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগের শঙ্কায় ক্ষুব্ধ তৃণমূল

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলা নববর্ষে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া পুণ‌্যার্থীরা আটকে পড়তে পারেন স্বরাষ্ট্রমন্ত্রকের নিরাপত্তার বজ্র আঁটুনিতে। দুর্ভোগে পড়তে পারেন Read more

সঙ্গে চার্জশিটের কপি ও আইনের বই, জেল মুক্তির পথ খুঁজতে দিনরাত সেলে ‘পড়াশোনা’য় মগ্ন মানিক
সঙ্গে চার্জশিটের কপি ও আইনের বই, জেল মুক্তির পথ খুঁজতে দিনরাত সেলে ‘পড়াশোনা’য় মগ্ন মানিক

অর্ণব আইচ: হাতে চার্জশিটের কপি। কম্বলের বিছানার পাশে ছড়ানো ছেটানো আইনের বই। আইনের প্যাঁচ থেকে নিজেকে আর পরিবারের লোকেদের ছাড়াতে Read more

‘ব্যাটম্যান ফরএভার’, ‘কোঁকড়া চুলের ঈশ্বরে’ আজও মগ্ন অনিন্দ্য চট্টোপাধ্যায়
‘ব্যাটম্যান ফরএভার’, ‘কোঁকড়া চুলের ঈশ্বরে’ আজও মগ্ন অনিন্দ্য চট্টোপাধ্যায়

অনিন্দ্য চট্টোপাধ্যায়: এক বহুজাতিক পানীয়র বিজ্ঞাপন মনে পড়ছে। দেশোয়ালি ঠাটে গান গাইছেন রঘুবীর যাদব, আর গ্রামের সব ছেলেছোকরা জড়ো হয়েছে Read more

টানা ৩০ ঘণ্টা জেরায় ক্লান্ত রাহুল! নিজেই ইডির কাছে চাইলেন ‘বিরতি’
টানা ৩০ ঘণ্টা জেরায় ক্লান্ত রাহুল! নিজেই ইডির কাছে চাইলেন ‘বিরতি’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিনদিন জেরা। সব মিলিয়ে ৩০ ঘণ্টা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির প্রশ্নবাণে জর্জরিত রাহুল গান্ধী (Rahul Read more

এভারেস্ট জয়ের ৭০ তম বর্ষপূর্তিতে ট্রেকারদের জন্য খুলল রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা
এভারেস্ট জয়ের ৭০ তম বর্ষপূর্তিতে ট্রেকারদের জন্য খুলল রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: জন্মদিনেই সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেন শেরপা তেনজিং নোরগে। ১৯৫৩ সালের ২৯ মে ওই Read more