লাদাখের রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবার মোদি-জিনপিং বৈঠক? ক্রমেই বাড়ছে ধন্দ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথম মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ও শি জিনপিং (Xi Jinping)? এসসিও বৈঠকের (SCO summit) মঞ্চে দু’জনের দেখা কথা থাকলেও দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রনেতা বসবেন কিনা তা নিয়ে ধন্দ ক্রমেই বাড়ছে।
বৃহস্পতিবার রাতে উজবেকিস্তানে মোদির যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তাতে জিনপিং-মোদির বৈঠকের কথা নেই। তবে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, ঘটনাপ্রবাহ অনুযায়ী বাকি বৈঠকগুলির কথা জানানো হবে। ফলে জিনপিং-মোদি বৈঠক নিয়ে সংশয় থাকলেও তা যে হবে না সেটা এখনই বলা যাচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বৃহস্পতিবার রাতে মোদি পৌঁছেছেন সমরখন্দে। নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতেই সেখানে গিয়েছেন তিনি। যার ফলে প্রাক বৈঠক অনুষ্ঠান কিংবা নৈশভোজ, কোনওটাতেই অংশ নেওয়া হয়নি তাঁর। প্রশ্ন উঠছে, জিনপিং ও শাহবাজকে এড়াতেই কি এই কৌশল? এসসিও বৈঠকে যোগ দেওয়ার আগে টুইট করে তিনি জানিয়েছেন, “এসসিও বৈঠকে যোগ দেওয়ার জন্য রওয়ানা হচ্ছি। এই সম্মেলনে আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হবে। আঞ্চলিক বিষয়গুলি নিয়েও মত বিনিময় হবে রাষ্ট্রপ্রধানদের মধ্যে।”
[আরও পড়ুন: নবান্ন অভিযানের পর লাগাতার বিজেপি কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ, হাই কোর্টে দায়ের মামলা]
এদিন বেলায় এসসিও বৈঠকে অংশ নেওয়ার কথা মোদির। পরে বিকেলে একে একে রুশ প্রেসিডেন্ট পুতিন, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইওইয়েভ, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে পুতিনের সঙ্গে মোদির বৈঠকের দিকে নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
তবে নিঃসন্দেহে জিনপিংয়ের সঙ্গে পুতিন ও মোদির আলাদা বৈঠক হয় কিনা সেই বিষয়েই সকলের কৌতূহল তুঙ্গে। জিনপিংও পুতিনের সঙ্গে নৈশভোজ এড়িয়েছেন বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন কিনা সেদিকেও নজর থাকবে। কোভিড অতিমারীর পরে এই প্রথমবার চিনের বাইরে কোনও বৈঠকে অংশ নিতে চলেছেন জিনপিং।
[আরও পড়ুন: Pushpanjali #ChantBangla: এবার পুজোয় বিশ্বজুড়ে বাঙালি অষ্টমীর অঞ্জলি দেবে বাংলায়]

Source: Sangbad Pratidin

Related News
হরিণ পাচারকারীদের গুলিতে মধ্যপ্রদেশে নিহত ৩ পুলিশকর্মী, আর্থিক সাহায্য ঘোষণা মু্খ্যমন্ত্রীর
হরিণ পাচারকারীদের গুলিতে মধ্যপ্রদেশে নিহত ৩ পুলিশকর্মী, আর্থিক সাহায্য ঘোষণা মু্খ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দায়িত্বপালন করতে গিয়ে বিপত্তি। হরিণ শিকারকারীদের ছোঁড়া গুলিতে শহিদ তিন পুলিশকর্মী। মধ্যপ্রদেশের গুনার ঘটনায় উর্দিধারীদেরই নিরাপত্তা Read more

Saraswati Puja 2022: দলের অন্দরের কোন্দল সামলাতে সরস্বতীর শরণাপন্ন রাজ্য বিজেপি!
Saraswati Puja 2022: দলের অন্দরের কোন্দল সামলাতে সরস্বতীর শরণাপন্ন রাজ্য বিজেপি!

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কোন্দল রুখতে মেলবন্ধনের বার্তা দিতে পদ্মের ভরসা এবার সরস্বতী (Saraswati Puja 2022)! দূরে সরে থাকা মনখারাপের মানুষগুলোকে কাছে Read more

এবার সিলেবাস থেকে ‘সারে জাঁহা সে আচ্ছা’র গীতিকারকে সরানোর প্রস্তাব! বাড়ছে বিতর্ক
এবার সিলেবাস থেকে ‘সারে জাঁহা সে আচ্ছা’র গীতিকারকে সরানোর প্রস্তাব! বাড়ছে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুঘল যুগের ইতিহাস, গান্ধী হত্যা থেকে আম্বেদকরের অবদান কিংবা আরএসএসের নিষিদ্ধ হওয়া। পাঠক্রম থেকে একের পর Read more

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বড় চমক, সিনেমার উৎসবে এবার নতুন ভূমিকায় প্রসেনজিৎ
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বড় চমক, সিনেমার উৎসবে এবার নতুন ভূমিকায় প্রসেনজিৎ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক চমক। এবার সিনেমার উৎসবে নতুন ভূমিকায় প্রসেনজিৎ Read more

এবার মোদিরাজ্যে বুরারি কাণ্ডের ছায়া, একই পরিবারের ৭ সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
এবার মোদিরাজ্যে বুরারি কাণ্ডের ছায়া, একই পরিবারের ৭ সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দিল্লির বুরারি কাণ্ডের ছায়া গুজরাটের (Gujarat) সুরাট শহরে। একই পরিবারের তিন শিশু-সহ ৭ জনের মৃত্যু Read more

উফফ! ফিল্মি কায়দায় প্রেমিকাকে প্রপোজ, বলি হিরোদেরও হার মানাবেন আরমান মালিক
উফফ! ফিল্মি কায়দায় প্রেমিকাকে প্রপোজ, বলি হিরোদেরও হার মানাবেন আরমান মালিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তু আতি হ্যায় সিনে মে…’ থেকে ‘প্যায়ার মাঙ্গা হ্যায়’, এমনই গানে এতদিন শ্রোতাদের মন জয় করেছেন Read more