‘ধর্ষণের পর বিয়ে করতে বলেছিল ওরা, তাই খুন করেছি’, জেরায় কবুল লখিমপুরের অভিযুক্তদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ধর্ষণের (Rape) কারণে শিরোনামে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) দুই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন করে গাছে ঝুলিয়ে দেয় ধর্ষকরা। গোটা দেশ শিউরে উঠেছে এই দৃশ্যে। ইতিমধ্যেই ধরা পড়েছে অভিযুক্তরা। জেরায় তারা জানিয়েছে, নির্যাতিতারা তাদের বিয়ে করার জন্য জোর করছিল। সেই কারণেই গলা টিপে দুই কিশোরীকে খুন করে তারা।
জেলার পুলিশ সুপার সঞ্জীব সুমন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ”অভিযুক্তদের সঙ্গে নির্যাতিতাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেটাকে কাজে লাগিয়েই তাদের ধর্ষণ করা হয়। ধর্ষণের পরে নির্যাতিতারা বলতে থাকে, ধর্ষকরা যেন তাদের বিয়ে করে নেয়। এরপরই তাদের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করে অভিযুক্তরা। পরে তারা আরও দুই বন্ধুকে ডাকে। তাদের সাহায্যেই গাছে ঝুলিয়ে দেওয়া হয় মৃতাদের। যাতে সকলে মনে করে এটা আত্মহত্যা।” জানা গিয়েছে, মূল অভিযুক্ত ছোটুই বাকি তিনজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ওই কিশোরীদের। কিন্তু ঘটনার সময় সে সেখানে ছিল না।
[আরও পড়ুন: এসএসসি দু্র্নীতি মামলায় গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়]
এদিকে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাপে পড়েছে যোগী সরকার। ইতিমধ্যেই মৃতাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তাদের আত্মীয়দের একটি পাকা বাড়ি ও কৃষিজমির পাট্টাও দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করে এক মাসের মধ্যে সাজা ঘোষণা করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন যোগী।
এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তিনি হিন্দিতে টুইট করেন, “লখিমপুরে দুই বোন হত্যার ঘটনা হৃদয় বিদারক। স্বজনরা বলছেন, মেয়েদের দিনের আলোতে অপহরণ করা হয়েছে। প্রতিদিন সংবাদপত্র ও টিভিতে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আইনশৃঙ্খলার উন্নতি হয় না। উত্তরপ্রদেশে নারীর বিরুদ্ধে জঘন্য অপরাধ বাড়ছে কেন?” ভয়ংকর ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস টুইট করেছে, “যোগী আদিত্যনাথের নজরদারিতে উত্তরপ্রদেশ অপরাধের রাজধানীতে পরিণত হচ্ছে। প্রশাসন এবং পুলিশের নীরবতা জনগণকে এই জঙ্গলরাজের বিরুদ্ধে লড়াই করতে রাস্তায় আসতে বাধ্য করেছে।”
[আরও পড়ুন: চাকরিতে বঞ্চনার অভিযোগ, হাই কোর্টে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার পাওয়া বিশেষভাবে সক্ষম সাঁতারু]

Source: Sangbad Pratidin

Related News
গীতার পালটা চণ্ডী! বিজেপিকে বিঁধতে শুভেন্দু গড়েই ‘ধর্মের আসর’?
গীতার পালটা চণ্ডী! বিজেপিকে বিঁধতে শুভেন্দু গড়েই ‘ধর্মের আসর’?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের প্রাক্কালে কলকাতায় বসছে গীতাপাঠের আসর। আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে Read more

লক্ষ্য আরও বিদেশি পর্যটক টানা, স্পোকেন ইংলিশ শিখছেন সুন্দরবনের গাইডরা
লক্ষ্য আরও বিদেশি পর্যটক টানা, স্পোকেন ইংলিশ শিখছেন সুন্দরবনের গাইডরা

দেবব্রত মণ্ডল, বারুইপুর: জল-জঙ্গল বাঘ, কুমীরের দেশের টান কিন্তু অন্যরকম। একটা সময়ে শুধুই পরিবেশের অক্সিজেন ভাণ্ডার হিসেবেই সুন্দরবনের (Sunderban) ম্যানগ্রোভ Read more

Gangubai Kathiawadi Review: মেজাজটাই আসল, নিজেকে ছাপিয়ে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ হয়ে উঠলেন আলিয়া
Gangubai Kathiawadi Review: মেজাজটাই আসল, নিজেকে ছাপিয়ে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ হয়ে উঠলেন আলিয়া

সুপর্ণা মজুমদার: নায়িকা হতে এসেছিলেন, হয়ে গেলেন আস্ত সিনেমা। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। এই নামেই সিনেমা তৈরি করেছেন সঞ্জয় লীলা Read more

সিগারেট মুখে জাতীয় সংগীতকে অপমান! ভিডিও ভাইরাল হতেই বিপাকে ২ স্কুলছাত্রী
সিগারেট মুখে জাতীয় সংগীতকে অপমান! ভিডিও ভাইরাল হতেই বিপাকে ২ স্কুলছাত্রী

অভিরূপ দাস: হাসতে হাসতে গড়িয়ে পড়া, সঙ্গে মুখের বিচিত্র অঙ্গভঙ্গি। চটুল ঠাট্টা তামাশার অনুপান-সহ সুর তাল লয়ের তোয়াক্কা না রেখে Read more

লকআপে পুনম পাণ্ডে! ভিডিও সামনে আসতেই বলিউডে শোরগোল
লকআপে পুনম পাণ্ডে! ভিডিও সামনে আসতেই বলিউডে শোরগোল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুনম পাণ্ডে যেন বিতর্কের আরেক নাম। খবরে থাকতে মাঝে মধ্যে নিজেই গুঞ্জনের আগুনে বারুদ ঢালেন তিনি। Read more

থরে থরে পড়ে নিথর দেহ! কচিকাচাদের ক্লাসরুম যেন লাশঘর
থরে থরে পড়ে নিথর দেহ! কচিকাচাদের ক্লাসরুম যেন লাশঘর

নব্যেন্দু হাজরা, বালেশ্বর: থরে থরে পড়ে দেহ। কেউ বাঙালি। কেউ বা বিহারী। কারও বাড়ি ওড়িশা বা তামিলনাড়ুতে। শাপগ্রস্ত করমণ্ডল (Coromandel Read more