Durga Puja 2022: দুর্গাপুজোয় জলসার সঙ্গে চলে ডান্ডিয়া নাচও, বর্ধমানের এই পুজোর দেবী পটেশ্বরী

অর্ক দে, বর্ধমান: রাজ আমলে ৫২ রকম পদ দিয়ে ১০ দিন ধরে চলত রাজ পরিবারের শারদীয়া উৎসব। দুর্গাপুজোর (Durga Puja) জন্য আলাদা দালান ছিল। রাজ আমল চলে যাওয়ার পর বর্ধমানের লক্ষ্মী-নারায়ণ জিউ মন্দিরেই পূজিত হন পটেশ্বরী দেবী। রাজা মাহাতাব চাঁদের আমলে চালু হওয়া বর্ধমান রাজ পরিবারের প্রায় ৩৫০ বছরের পুরনো দুর্গাপুজো জৌলুস হারালেও এই পুজো ঘিরে আজও মানুষের উন্মাদনার শেষ নেই।
এখন যেখানে বর্ধমান (Burdwan) উদয়চাঁদ মহিলা কলেজ, সেখানেই ছিল রাজ পরিবারের দুর্গা দালান। প্রতিপদ থেকে দশমী পর্যন্ত ১০ দিন ধরে চলত পুজো। অষ্টমী, নবমী ও দশমীর দিন ছোলা, হালুয়া ও পুরী খাওয়ানো হত। মোট ৫২ রকমের পদ দিয়ে দেবীর ভোগ দেওয়া হত। রুপোর বাসনপত্রে ভোগ সাজিয়ে নিবেদন করা হত। পুজোর দিনগুলোয় রামায়ণ গান, চণ্ডীপাঠ, হোম-যজ্ঞের আয়োজন করা হত। শারদ উৎসবকে ঘিরে চলত জলসা।

 
প্রথম থেকে চণ্ডীরূপী দেবী দুর্গার পট পুজো হয়ে আসছে এখানে। রাজ আমলে প্রতি বছর পট রং করা হত। দশমীর দিন রানি সায়রে বিসর্জন দেওয়া হত এই পটের দুর্গা। পুজো প্রাঙ্গণ ঘিরে আলোকসজ্জা। নবমীর দিন সুপারি বলির চল ছিল। একমাস আগে থেকে সুপারি এনে চলত বলি দেওয়ার অনুশীলন। হাত পাকা হলে তবেই বলি দেওয়ার অনুমতি মিলত। দূরদূরান্ত থেকে মানুষ রাজ পরিবারের পুজো দেখতে ভিড় জমাতেন।
[আরও পড়ুন: এসএসসি দু্র্নীতি মামলায় গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়]
মন্দিরের প্রধান পুরোহিত উত্তম মিশ্র বলেন, “রাজ পরিবারের বর্তমান সদস্য প্রণয় চাঁদ মাহাতাব ও নন্দিনী মাহাতাব এই মন্দিরের বর্তমান সেবায়েত। আগের মতোই প্রতিপদের দিনে ঘট স্থাপন করা হয়। ১২ বছর পরপর পট আঁকা বা নতুন করে রং করা হয়। চারদিন ধরে পুজো চলে। এখনও ভোগে ছোলা, হালুয়া ও পুরী নিবেদন করার চল রয়েছে। তবে, রাজ পরিবারের অবসানের পর জৌলুস অনেকটাই কমে গিয়েছে। ৫২ রকম ভোগের আয়োজন এখন আর হয় না। মন্দিরের ভিতরেই পুজোর আয়োজন করা হয়। চণ্ডীপাঠের মাধ্যমে দেবীর পুজো করা হয়। নবমীর দিন কুমারী পুজো হয়। তবে ঢাকের আওয়াজ ও আলোর ঝলকানি এখন আর নেই। পুজোর পর বিসর্জন না দিতে পটচিত্র রেখে দেওয়া হয়।”
[আরও পড়ুন: ‘চা ভরতি কেটলি-কাপ, ঝালমুড়ি নিয়ে বেরিয়ে পুজোয় বিক্রি করুন’, পরামর্শ মুখ্যমন্ত্রীর]
সময়ের সঙ্গে পুজোর আয়োজনেও বদল এসেছে। বলি প্রথা, আলোকসজ্জা, ঢাকের আয়োজন এখন আর নেই। তবে রাজ পরিবারের কাছে এখনও এই পুজোর গুরুত্ব রয়েছে। প্রতিবার পুজোর দিনে রাজ পরিবারের সদস্যরা নিয়ম মেনে হাজির থাকেন। শারদীয়া উৎসবে জলসার সঙ্গে ডান্ডিয়া নাচের আয়োজনও হয়। নবরাত্রি (Navratri) ও শারদীয়া উৎসব মিলে গিয়েছে বর্ধমানের রাজ পরিবারের দুর্গোৎসবে।

Source: Sangbad Pratidin

Related News
বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান, দুবাই যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল বাবরদের
বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান, দুবাই যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল বাবরদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান। ভারতে যাওয়ার আগে টিম বন্ডিং বাড়ানোর জন্য দুবাইয়ে গোটা দলকে Read more

চিত্রনাট্য ছাপিয়ে গেল বিদ্য়া ও শেফালির দারুণ অভিনয়! কতটা জমল ‘জলসা’?
চিত্রনাট্য ছাপিয়ে গেল বিদ্য়া ও শেফালির দারুণ অভিনয়! কতটা জমল ‘জলসা’?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্য়া বালান (Vidya Balan) ও শেফালি শাহ (Shefali Shah)। এই দুটো নামই ছবি দেখার জন্য যথেষ্ট। Read more

অপারেশন থিয়েটারে ঢোকার আগে বয়ফ্রেন্ডের সঙ্গে নেচে উঠলেন রাখি! ভিডিও ভাইরাল
অপারেশন থিয়েটারে ঢোকার আগে বয়ফ্রেন্ডের সঙ্গে নেচে উঠলেন রাখি! ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি সাওয়ান্তের কাণ্ড দেখুন। কে বলবে, যে একটু পরে অপারেশন থিয়েটারে রওনা হবেন! হাতে স্যালাইনের চ্যানেল Read more

দু’বার দেশের প্রধানমন্ত্রী হলেও এখনই বিশ্রাম নেবেন না, জানিয়ে দিলেন মোদি
দু’বার দেশের প্রধানমন্ত্রী হলেও এখনই বিশ্রাম নেবেন না, জানিয়ে দিলেন মোদি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালেও প্রধানমন্ত্রী হিসেবে তিনিই দেশকে নেতৃত্ব দিতে চান। এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Read more

খলিস্তানি দাবিকে ‘সমর্থন’ ট্রুডোর, কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় শীর্ষ কূটনীতিক
খলিস্তানি দাবিকে ‘সমর্থন’ ট্রুডোর, কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় শীর্ষ কূটনীতিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানিদের (Khalistan) দাবিতে সায় দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। সেদেশের খলিস্তানিদের অভিযোগে কার্যত সিলমোহর Read more

শরিফ সরকারের রোষানলে ইমরান ঘনিষ্ঠ চ্যানেল! ‘দেশবিরোধী’ তকমায় বন্ধ সম্প্রচার
শরিফ সরকারের রোষানলে ইমরান ঘনিষ্ঠ চ্যানেল! ‘দেশবিরোধী’ তকমায় বন্ধ সম্প্রচার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক (Pakistan) সরকারের সমালোচনার ‘অপরাধ’। বন্ধ করে দেওয়া হল পাকিস্তানের অন্যতম বড় বেসরকারি টিভি চ্যানেল এআরওয়াই Read more