সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধনীটা আরও একবার প্রয়োগ করা যায় রজার ফেডেরারের জন্য। তিনি এলেন, তিনি দেখলেন আর জয় করে নিলেন।
টেনিস ব়্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন রজার ফেডেরার। এদিন তিনি জানিয়ে দিলেন, ৪১ বছর বয়সে টেনিসকে বিদায় জানানোর সময়ে এসে গিয়েছে। লন্ডনে পরের সপ্তাহ থেকে শুরু হতে চলেছে লাভের কাপ। আর সেটাই ফেডেরারের শেষ এটিপি ইভেন্ট। এর পরেও তিনি অবশ্য টেনিস খেলবেন। টেনিসের সঙ্গে সম্পর্ক তাঁর থাকবে। কিন্তু গ্র্যান্ড স্লামে আর দেখা যাবে না ফেড-এক্সকে।
pic.twitter.com/YxtVWrlXIF
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin