সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগুইআটিতে দুই ছাত্রকে অপহরণের পর খুনের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল শহরে। পুলিশের ভূমিকা নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। তার জেরেই এবার বিধাননগর পুলিশ কমিশনারের (CP, Bidhannagar) পদ থেকে অপসারিত হতে হল আইপিএস সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। এছাড়া আরও চার জায়গায় পুলিশ কর্তাদের পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও প্রশাসনের তরফে একে রুটিন বদলি বলেই উল্লেখ করা হয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin