কেন্দ্রে ক্ষমতায় এলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে ‘বিশেষ মর্যাদা’, বড় ঘোষণা নীতীশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগেই রদ হয়েছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা। আর তা নিয়ে এখনও সরগরম জাতীয় রাজনীতি। এহেন পরিস্থিতিতে বড়সড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর প্রতিশ্রুতি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যদি বিরোধী জোট জয়ী হয় তাহলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়া হবে।
বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ (Nitish Kumar) বলেন, “যদি আমরা (কেন্দ্রে) সরকার গড়ার সুযোগ পাই, তাহলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে নিশ্চিতভাবে বিশেষ মর্যাদা দেওয়া হবে। আমায় শুধু বিহারের কথা বলছি না, অন্য রাজ্যগুলি যারা বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য তাদের কথাও বলাছি।” তাৎপর্যপূর্ণ ভাবে, সম্প্রতি দিল্লি গিয়ে বিরোধী দলগুলির প্রধানদের সঙ্গে দেখা করেন জেডিইউ সুপ্রিমো। উদ্দেশ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট গড়ে তোলা। তিনদিনের শরদ পওয়ার, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মুলয়ম সিং যাদব, অখিলেশ যাদব-সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন তিনি।
[আরও পড়ুন: বিবাদে ইতি! ২০২৪ লোকসভার আগে ফের একসঙ্গে নীতীশ-পিকে, দীর্ঘ বৈঠক ঘিরে জল্পনা]
বিশ্লেষকদের মতে, এনসিপি প্রধান শরদ পওয়ারের নেতৃত্বে বিজেপি বিরোধী জোট গড়ে তোলার প্রচেষ্টা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চব্বিশের নির্বাচনে ‘বিজেপি হঠাও’ ডাক দিয়েছেন। কিন্তু, এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির সম্পর্ক তেমন ভাল নয়। আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) কংগ্রেসের নেতৃত্ব কতটা মেনে নেবে তা নিয়ে সংশয় রয়েছে। আবার, কংগ্রেস ছাড়া বিরোধী জোট কার্যত নিধিরাম সর্দারে পরিণত হবে বলেও ধারণা রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বিহারে (Bihar) বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন নীতীশ। তবে কংগ্রেস, আরজেডি-র সঙ্গে মহাজোট গঠন করে মুখ্যমন্ত্রী পদ নিজের দখলে রেখেছেন তিনি। এবার জাতীয় স্তরে বিজেপিকে টক্কর দিতে চাইছেন জেডিইউ সুপ্রিমো। রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রধানমন্ত্রী পদের প্রতি নীতীশ কুমারের মোহ অজানা নয়। এবং কংগ্রেস দুর্বল হয়ে যাওয়ায় রাহুল গান্ধীকে সরাসরি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করার সামর্থ্য নেই শতাব্দী প্রাচীন দলটির। নিজের অনীহা আগেই প্রকাশ করেছেন শরদ পওয়ার। ফলে তৈরি হওয়া ‘ভ্যাকুম’ ভরাট করতে বিরোধ ঐক্যের মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন নীতীশ।
[আরও পড়ুন: ‘নিজেদের স্বার্থে জঙ্গিদের নিষিদ্ধ করতে দেয় না’, নাম না করে চিনকে খোঁচা জয়শংকরের]

Source: Sangbad Pratidin

Related News
‘কেষ্টা বেটাই চোর’, জন্মাষ্টমীতে ভাইরাল আমূলের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, কী বলছে তৃণমূল?
‘কেষ্টা বেটাই চোর’, জন্মাষ্টমীতে ভাইরাল আমূলের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, কী বলছে তৃণমূল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একনজরে দেখলে সাধারণ বিজ্ঞাপন ভিন্ন কিছুই নয়। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাতে আধখাওয়া মাখন বিজ্ঞাপনে ব্যবহার করেছে আমূল। Read more

হবু বউয়ের সঙ্গে সঙ্গমে মত্ত প্রিয় বন্ধু! বিয়ের আসরেই সেই ছবি বিলোলেন যুবক
হবু বউয়ের সঙ্গে সঙ্গমে মত্ত প্রিয় বন্ধু! বিয়ের আসরেই সেই ছবি বিলোলেন যুবক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কী কাণ্ড! শেষমেশ প্রিয় বন্ধুই সুযোগ নিল। অন্যদিকে, যাকে বিশ্বাস করে বিয়ের জন্য রাজি হওয়া, Read more

‘৭৫টা আছে,আরও ৫০টা সেঞ্চুরি করবে বিরাট’, প্রাক্তন সতীর্থকে দরাজ সার্টিফিকেট হরভজনের
‘৭৫টা আছে,আরও ৫০টা সেঞ্চুরি করবে বিরাট’, প্রাক্তন সতীর্থকে দরাজ সার্টিফিকেট হরভজনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে তিন বছর পরে আবার টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। লাল বলের ক্রিকেটে ২৮তম শতরান হাঁকানোর পরে বিরাট Read more

ওবিসি মুসলিমদের সংরক্ষণ বাতিল করে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কর্ণাটকের বিজেপি সরকার
ওবিসি মুসলিমদের সংরক্ষণ বাতিল করে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কর্ণাটকের বিজেপি সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওবিসি মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল কর্ণাটকের (Karnataka) বিজেপি (BJP) Read more

Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের দলের প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক বিলি, বিতর্কে বিজেপি
Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের দলের প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক বিলি, বিতর্কে বিজেপি

নন্দন দত্ত, সিউড়ি: মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Examination 2022) দলের প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক বিলি করে বিতর্কে বিজেপি (BJP)। বীরভূমের সিউড়ির Read more

Mamata Banerjee: উদযাপন হলেও আজ নয় মুখ্যমন্ত্রীর জন্মদিন, জানেন কবে জন্মেছিলেন মমতা?
Mamata Banerjee: উদযাপন হলেও আজ নয় মুখ্যমন্ত্রীর জন্মদিন, জানেন কবে জন্মেছিলেন মমতা?

বিশেষ সংবাদদাতা: তিনি সংগ্রামের প্রতীক। তিনি মানে আন্দোলন। তিনি মানে পরাজিত হয়েও আবার ফিরে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংগ্রামী Read more