Mamata Banerjee: রাজ্যে ফের বিনিয়োগ টাটার, খড়গপুরে ছশো কোটির ইউনিটের ফিতে কাটলেন মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী দলনেত্রী থাকাকালীন সিঙ্গুরে টাটাগোষ্ঠীর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। করেছিলেন অনশনও। যার দরুণ রাজ্য ছেড়েছিল টাটাগোষ্ঠী। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখ্যমন্ত্রিত্বকালেই এবার বাংলায় বিপুল বিনিয়োগ করল টাটাগোষ্ঠী। বৃহস্পতিবার খড়গপুরে টাটা মেটালিক্সের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থানের আশাও রাখলেন তিনি।
চারদিনের জেলা সফরে খড়গপুরের টাটা মেটালিক্সের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই সম্প্রসারণে প্রায় ৬০০ কোটি টাকার বিনিয়োগ করেছে টাটাগোষ্ঠী। ফলে এখানে স্থানীয় শতাধিক ছেলেমেয়ে চাকরি পাবেন বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রথম টাটাগোষ্ঠীর কোনও শিল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, খড়গপুরে টাটা মেটালিক্সের ইউনিটটি ছিল আগেই। ২০১৯ সাল থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগে সেই ইউনিটের সম্প্রসারণ শুরু হয়। এদিন সেই ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। 
[আরও পড়ুন: ‘পুরুষ দেহরক্ষীকে যৌননিগ্রহ, জানাজানির ভয়ে খুন’, নাম না করে ফের শুভেন্দুকে নিশানা তৃণমূলের

খড়গপুরের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান,”কর্মসংস্থান আমাদের লক্ষ্য। দেশে কর্মসংস্থান কমছে। আর আমাদের রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।” রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহৎ শিল্প গড়ে উঠছে বলেও জানান মমতা। মুখ্যমন্ত্রীর এদিনে ভাষণে উঠে আসে দেউচা পাঁচামি, আসানসোলের সেলগ্যাস তৈরির মতো প্রকল্পের কথা। তিনি জানান, “বীরভূমের দেউচা পাঁচামি প্রকল্পে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে। আসানসোলেও সেলগ্যাস উত্তোলন হবে। সেখানেও চাকরি পাবে বহু মানুষ। প্রচুর বিনিয়োগ হচ্ছে রাজ্যে। এরাজ্যের ছেলেমেয়েদের চাকরির অভাব হবে না।”
প্রসঙ্গত, বাম আমলে সিঙ্গুরে টাটাগোষ্ঠী ন্যানো গাড়ির উৎপাদন ইউনিট তৈরি করতে চেয়েছিল। জমি অধিগ্রহণ করে কারখানা বানিয়েও ফেলে তারা। অভিযোগ ছিল, জোর করে কৃষকদের চাষের জমির অধিগ্রহণ করেছিল বাম সরকার। কিন্তু তৎকালীন বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আন্দোলনের জেরে রাজ্য ছাড়ে টাটাগোেষ্ঠী। এরাজ্যে আর ন্যানো কারখানা হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইসময় আন্দোলনের জেরেই ২০১১ সালে গদিচ্যুত হয় বাম সরকার, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। এবার সেই টাটাগোষ্ঠীর প্রকল্পের লালফিতে কাটলেন মুখ্যমন্ত্রী। 
[আরও পড়ুন: ‘দিলীপের নখের যোগ্য নয় কেউ’, শুভেন্দু-সুকান্তর পারফরম্যান্স নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের]

Source: Sangbad Pratidin

Related News
দিব্যজ্যোতি প্রেম প্রস্তাব দিলে কী করবেন? উত্তর দিলেন দিতিপ্রিয়া
দিব্যজ্যোতি প্রেম প্রস্তাব দিলে কী করবেন? উত্তর দিলেন দিতিপ্রিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা সহ-অভিনেতা দিব্যজ্যোতি দত্ত যদি প্রেম প্রস্তাব দেন কী করবেন? ‘দেখেছি রূপসাগরে’ মিউজিক ভিডিওর টেলিফোনিক সাক্ষাৎকারে Read more

জন্মদিনে অনুরাগীদের চমক, ‘বেদা’র ফার্স্ট লুক শেয়ার করলেন হৃত্বিক
জন্মদিনে অনুরাগীদের চমক, ‘বেদা’র ফার্স্ট লুক শেয়ার করলেন হৃত্বিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে অনুরাগীদের চমক দিলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। প্রকাশ্যে তাঁর আগামী ছবি ‘বেদা’র ফার্স্ট লুক। সুপারহিট Read more

‘হিন্দুদের কণ্ঠ রোধ করা হচ্ছে’, অক্সফোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিবেক অগ্নিহোত্রী
‘হিন্দুদের কণ্ঠ রোধ করা হচ্ছে’, অক্সফোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিবেক অগ্নিহোত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বিতর্কিত বিষয় নিয়েই ছবি বানাতে পছন্দ করেন। ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘বুদ্ধ ইন Read more

Panchayat Poll: ‘এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করা উচিত’, নির্বাচনের আগে অশান্তিতে ক্ষুব্ধ হাই কোর্ট
Panchayat Poll: ‘এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করা উচিত’, নির্বাচনের আগে অশান্তিতে ক্ষুব্ধ হাই কোর্ট

গোবিন্দ রায়: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি। আর তাতে ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। এত হিংসা হলে ভোট বন্ধ Read more

‘জাতীয় ঐক্য বজায় রাখতে হিন্দি ভাষার গুরুত্ব অপরিসীম’, জানালেন শিক্ষামন্ত্রী
‘জাতীয় ঐক্য বজায় রাখতে হিন্দি ভাষার গুরুত্ব অপরিসীম’, জানালেন শিক্ষামন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ঐক্যকে ধরে রাখতে হিন্দি ভাষার গুরুত্ব অপরিসীম। বুধবার হিন্দি দিবসে এমন কথাই বলতে শোনা গেল Read more

যুগে যুগে স্বর্ণলোভীদের চোখে ধাঁধা লাগিয়েছে সোনায় মোড়া এল ডোরাডো! কোথায় এই শহর?
যুগে যুগে স্বর্ণলোভীদের চোখে ধাঁধা লাগিয়েছে সোনায় মোড়া এল ডোরাডো! কোথায় এই শহর?

বিশ্বদীপ দে: ‘…ইন সার্চ অফ এল ডোরাডো’। এডগার অ্যালেন পো তাঁর ‘এল ডোরাডো’ কবিতায় যে ছবি এঁকে গিয়েছেন তা পাঠকের Read more