সিংহাসনে বসেই বহু কর্মচারীকে ছাঁটাই রাজা চার্লসের, প্রতিবাদে সরব কর্মী সংগঠন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিংহাসনে বসার পরেই জনসাধারণের রোষের মুখে পড়েছেন রাজা তৃতীয় চার্লস (King Charles III)। তারপরেই নতুন রাজার বিরুদ্ধে অভিযোগ উঠল, অন্তত ১০০ জনকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে চাইছেন তিনি। ইতিমধ্যেই ওই একশোজনকে নোটিস দিয়ে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিতে হবে তাঁদের। দেশ জুড়ে শোকের আবহের মধ্যে রাজার এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ব্রিটেনের কর্মী সংগঠনগুলি।
জানা গিয়েছে, খুব তাড়াতাড়িই নিজেদের পুরনো বাসস্থান ছেড়ে বাকিংহ্যাম প্যালেসে চলে যাবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেই কারণেই তাঁদের পুরনো বাসস্থান ক্ল্যারেন্স হাউস থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজপরিবারের তরফে জানানো হয়েছে, “নতুন রাজা ও রানির বাড়ির সমস্ত কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। আমাদের কর্মচারীরা বিশ্বস্তভাবে কাজ করেছেন। কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। তবে অবিলম্বে ছাঁটাই হওয়া কর্মীদের পুনরায় কাজে বহাল করার চেষ্টা চলছে।”
[আরও পড়ুন: যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি]

রাজপরিবারের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই ক্ষুব্ধ হয়েছে কর্মচারী সংগঠন পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন। ওই সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক সেরওয়াটকা জানিয়েছেন, “আমরা জানতাম যে রাজপরিবারের কার্যপদ্ধতিতে বেশ কিছু বদল করা হবে। কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে ঘোষণা করে দেওয়া, অত্যন্ত কঠোর সিদ্ধান্ত।” আরও জানা গিয়েছে, এই সিদ্ধান্ত শুনে কর্মচারীরা সকলে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত, রানির মৃত্যুর পরেই চার্লসকে ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। সেই ঘোষণার অনুষ্ঠানেও দেখা গিয়েছিল, এক কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করছেন ব্রিটেনের রাজা। সামান্য পেন রাখা নিয়ে স্থানীয় কর্মচারীদের উপরে অহেতুক মেজাজ হারিয়ে ফেলছিলেন চার্লস। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে চার্লস আদৌ সিংহাসনে বসার যোগ্য কিনা, তা নিয়ে নিরন্তর কাটাছেঁড়া চালাচ্ছে ব্রিটিশ মিডিয়া। সিংহাসনে বসার পরেই যেভাবে তিনি সাধারণ কর্মচারীদের সঙ্গে ব্যবহার করছেন, তা নিয়েও বেশ সমালোচিত হচ্ছেন চার্লস।
[আরও পড়ুন:‘নিজেদের স্বার্থে জঙ্গিদের নিষিদ্ধ করতে দেয় না’, নাম না করে চিনকে খোঁচা জয়শংকরের]

Source: Sangbad Pratidin

Related News
প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল, আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনায় রাজ্য
প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল, আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনায় রাজ্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর নির্দেশে বাতিল ৩৬ হাজার Read more

‘হর ঘর তেরঙ্গা’র ফলে দেশে ৫০০ কোটি টাকার ব্যবসা, কর্মসংস্থান অন্তত দশ লক্ষ মানুষের
‘হর ঘর তেরঙ্গা’র ফলে দেশে ৫০০ কোটি টাকার ব্যবসা, কর্মসংস্থান অন্তত দশ লক্ষ মানুষের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হর ঘর তেরঙ্গা (Har Ghar Tiranga) কর্মসূচির ফলে প্রায় ৫০০ কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হয়েছে, এমনটাই Read more

চুল পড়ছে? খুশকি বেড়েই চলেছে? কারি পাতায় ফিরবে চুলের স্বাস্থ্য
চুল পড়ছে? খুশকি বেড়েই চলেছে? কারি পাতায় ফিরবে চুলের স্বাস্থ্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাত্মক রোদের তেজ। গরম বাড়ছে রোজ। চুলের দশা একেবারে যাচ্ছে তাই। তার উপর চুল পড়া, খুশকি, Read more

বিজেপি বিরোধী জোটের স্তম্ভ মমতাই, বার্তা মনু সিংভির
বিজেপি বিরোধী জোটের স্তম্ভ মমতাই, বার্তা মনু সিংভির

নন্দিতা রায়, নয়াদিল্লি: বিজেপির (BJP) বিরুদ্ধে বিরোধীদের একত্রিত করার কাজ করতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী Read more

কাশীপুর রহস্যমৃত্যু: খুন নয়, ইঙ্গিত ঠোঁটের লালায়, বলছেন বিশেষজ্ঞরা
কাশীপুর রহস্যমৃত্যু: খুন নয়, ইঙ্গিত ঠোঁটের লালায়, বলছেন বিশেষজ্ঞরা

অজয় গুপ্ত (ফরেনসিক বিশেষজ্ঞ): গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ও মেরে ঝুলিয়ে দেওয়া দেহের মধ্যে ফারাক স্পষ্ট বোঝা যায় বিশেষজ্ঞদের সামান‌্য Read more

‘ক্যাপ্টেনদের ক্যাপ্টেন ধোনি স্যর, ওঁর হাতেই উঠবে ট্রফি’, স্বপ্নে বিভোর মাহির সুপারফ্যান রাম বাবু
‘ক্যাপ্টেনদের ক্যাপ্টেন ধোনি স্যর, ওঁর হাতেই উঠবে ট্রফি’, স্বপ্নে বিভোর মাহির সুপারফ্যান রাম বাবু

কৃশানু মজুমদার: শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) ‘সুপারফ্যান’ সুধীর গৌতম। তেমনই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বড় ভক্ত রাম বাবু (Ram Read more