আইএসএলে এখনই নয় অবনমন! ভারতীয় ফুটবলে দু’বছর পিছিয়ে যেতে পারে AFC’র দেওয়া রোডম্যাপ

দুলাল দে: ভারতীয় ফুটবল নিয়ে এএফসি (AFC) যে রোডম্যাপ করেছিল, তাতে পরের মরশুম থেকেই আই-লিগ চ্যাম্পিয়ন দলের সরাসরি খেলার কথা আইএসএলে। আর দু’মরশুম পর থেকে আইএসএলের একটি দলের অবনমন হয়ে নেমে যাওয়ার কথা আই-লিগে। কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে এখন যা অবস্থা, তাতে খুব সম্ভবত, আগামী দু’বছর ভারতীয় ফুটবলে এএফসির রোডম্যাপ মেনে চলার সম্ভাবনা নেই। আরও দু’বছর পর আই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি আইএসএলে খেলার সুযোগ পেলে, আইএসএলের (ISL) দলের অবনমন হবে আরও দু’বছর পর।
ভারতীয় ফুটবলে কান পাতলে যা শোনা যাচ্ছে, তাতে সামনের মরশুম থেকে এফএসডিএলে (FSDL) আর মালিকানা থাকছে না স্টার কর্তৃপক্ষর। আইএমজি (IMG) বিদায় নেওয়ার পর এই মুহূর্তে এফএসডিএলে রিলায়েন্সের শেয়ার রয়েছে ৬৫ শতাংশ। স্টার কর্তৃপক্ষর ৩৫ শতাংশ। স্টার মালিকানায় থাকায়, টিভি সম্প্রচার বাবদ কোনও অর্থই পায় না এফএসডিএল। ফলে আইপিএলের (IPL) দলগুলি যেরকম টিভি সম্প্রচার থেকে একটা লভ্যাংশ পেয়ে থাকে, আইএসএলের ক্ষেত্রে সেরকমটা হয় না। আপাতত যা ঠিক হয়েছে, তাতে সামনের মরশুম থেকে স্টার (Star India) সম্ভবত এফএসডিএলের মালিকানা ছেড়ে দিচ্ছে। যার ফলস্বরূপ এফএসডিএলের ১০০ শতাংশ মালিকানা চলে আসবে রিলায়েন্সের হাতে। আর এখানেই একটা প্রশ্ন উঠছে, তাহলে সামনের মরশুম থেকে আইএসএল সম্প্রচারিত হবে কোন চ্যানেলে?
[আরও পড়ুন: এবার আইসিসির পথে সৌরভ, বোর্ডের মসনদে জয় শাহ? সুপ্রিম রায়ের পরই শুরু জল্পনা]

স্টার সরে গেলেও, ম্যাচ সম্প্রচার নিয়ে অবশ্য কোনও সমস্যাই নেই এফএসডিএলের। কারণ, ঘরের চ্যানেল ‘স্পোর্টস ১৮’ আছে। কিন্তু এফএসডিএল কর্তারা চাইছেন, স্টার সরে গেলে, আইএসএলের ম্যাচ সম্প্রচার নিয়ে বিডের আয়োজন করতে। আর এ ব্যাপারে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে, সামনের মরশুমের আইএসএল সম্প্রচার করার জন্য ইতিমধ্যেই ‘সোনি’ (Sony) আগ্রহ দেখিয়েছে। সোনিকে ম্যাচ সম্প্রচারের চ্যানেল হিসেবে পাওযা গেলে, টেলিকাস্ট রাইটস থেকে আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও আর্থিকভাবে লাভবান হবে।
[আরও পড়ুন: নাম জড়িয়েছিল ম্যাচ গড়াপেটায়, রুজিরুটির জন্য বেচতেন জুতো, প্রয়াত সেই পাক আম্পায়ার]

আর এখানে এসেই মূল সমস্যা দেখা দিয়েছে। সোনি কিংবা অন্য কোনও চ্যানেলকে আইএসএলের টেলিকাস্ট রাইটস তুলে দিতে গিয়ে এখনই আইএসএলের দলগুলির ওঠানামা নিয়ে কথা বলতে চাইছে না এফএসডিএল। এর একটাই কারণ, কোভিড (COVID-19) পরিস্থিতিতে গত দু’বছরে আইএসএল নিয়ে আর্থিকভাবে খুবই খারাপ জায়গায় রয়েছে এফএসডিএল। এই অবস্থায় আই লিগের চ্যাম্পিয়ন দলকে আইএসএলে নিলে সেই দলের ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়া যাবে না। পর পর দু’বছর দুটি দল উঠে মোট দল সংস্থা হবে ১৩। ফলে খেলাও বাড়বে। আর তাতে সম্প্রচার থেকে খরচ সব কিছুই বাড়বে। অথচ অন্য দলগুলি ফ্র্যাঞ্চাইজি ফি দিলেও আই লিগের দুটি দল দেবে না। একই সঙ্গে অবনমন চালু হলে টিভি চ্যানেলের সমস্যা। এখনও পর্যন্ত কেরালা আর বাংলাতেই সবচেয়ে বেশি টিভির দর্শক। এই দুটো রাজ্যের কোনও দল আইএসএল থেকে নেমে গেলে, সমস্যায় পড়ে যাবে প্রচুর অর্থ দিয়ে টিভি রাইটস পাওয়া চ্যানেল। ফলে এএফসির রোড ম্যাপ মেনে এফএসডিএল যদি এখনই আইএসএলের ওঠা-নামা নিয়ে প্রজেক্ট তৈরি করে, তাহলে টিভি চ্যানেল পেতে সমস্যা হতে পারে। ফলে আর্থিক ভাবে ঠিক জায়গায় আসার জন্য এএফসির রোড ম্যাপ আরও অন্তত দুটো বছর পিছিয়ে দিতে পারে এফএসডিএল।

Source: Sangbad Pratidin

Related News
‘বাংলার গল্পও বলব!’ ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল নিয়েও মুখ খুললেন পরিচালক
‘বাংলার গল্পও বলব!’ ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল নিয়েও মুখ খুললেন পরিচালক

আকাশ মিশ্র: বিতর্ককে সঙ্গে নিয়ে বক্স অফিসে ঝড় তুলছে ‘দ্য কেরালা স্টোরি।’ ইতিমধ্য়েই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে বাঙালি পরিচালক Read more

WB Panchayat Poll: মনোনয়নে যুদ্ধক্ষেত্র ভাঙড়! বোমার ঘায়ে পিছু হটল পুলিশ
WB Panchayat Poll: মনোনয়নে যুদ্ধক্ষেত্র ভাঙড়! বোমার ঘায়ে পিছু হটল পুলিশ

দেবব্রত মণ্ডল, বারুইপুর: মনোনয়নপত্র জমার চতুর্থ দিনে উত্তপ্ত ভাঙড় (Bhangar)। অভিযোগ, ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিডিও কার্যালয়ের অদূরে লাগাতার বোমাবাজি। Read more

ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফোস্কা? নতুন জুতো পরার আগে মাথায় রাখুন এই ৫ বিষয়
ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফোস্কা? নতুন জুতো পরার আগে মাথায় রাখুন এই ৫ বিষয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমদিন ঠাকুর দেখতে বেরিয়েই নতুন জুতোর কারণে পায়ে ফোস্কা। এক পা হাঁটতে গিয়ে চরম ব্যথা। ভাবছেন Read more

এবার অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের ফ্ল্যাটে হানা ইডি’র, মিলবে আরও সম্পত্তি?
এবার অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের ফ্ল্যাটে হানা ইডি’র, মিলবে আরও সম্পত্তি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জ, বেলঘরিয়ার পর এবার চিনার পার্ক। বৃহস্পতিবার বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের নপাড়া আটঘড়া এলাকার ফ্ল্যাটে Read more

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েও চমক ঋষি সুনকের, বিতর্কে হারালেন ট্রাসকে
ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েও চমক ঋষি সুনকের, বিতর্কে হারালেন ট্রাসকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে তিনি হেরে যাবেন, সম্প্রতি নিজেই এমনটা জানিয়েছিলেন ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক (Rishi Sunak)। Read more

ODI World Cup 2023: ইউটিউবে ভিউয়ার বাড়ানোর ‘লোভ’, ইডেনে মিলারের সঙ্গে সেলফি তোলার চেষ্টায় ধৃত যুবক
ODI World Cup 2023: ইউটিউবে ভিউয়ার বাড়ানোর ‘লোভ’, ইডেনে মিলারের সঙ্গে সেলফি তোলার চেষ্টায় ধৃত যুবক

অর্ণব আইচ: ইডেন যুদ্ধ জিতে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। চিরকালের চোকার্স বদনাম আর ঘুচল না দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টানটান Read more