নাম জড়িয়েছিল ম্যাচ গড়াপেটায়, রুজিরুটির জন্য বেচতেন জুতো, প্রয়াত সেই পাক আম্পায়ার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ (Asad Rauf)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়া সত্বেও ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়েন তিনি। ২০১৩ সালের পর থেকে তাঁর আম্পায়ারিং কেরিয়ারে দাঁড়ি পড়ে যায়।  গত বছর আসাদের জুতো বিক্রি করার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল।
প্রথম জীবনে পাকিস্তানের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন আসাদ। মিডল অর্ডার ব্যাটার হিসাবে খেলোয়াড় জীবন শেষ করে আম্পায়ার হিসাবে কেরিয়ার শুরু করেন আসাদ। আম্পায়ার হিসাবে জীবনের প্রথম ম্যাচ পরিচালনা করেন ২০০০ সালে। প্রথম টেস্ট ম্যাচের আম্পায়ারিং করেন ২০০৫ সালে। এর পরে ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন আসাদ।
[আরও পড়ুন: এবার আইসিসির পথে সৌরভ, বোর্ডের মসনদে জয় শাহ? সুপ্রিম রায়ের পরই শুরু জল্পনা]

দীর্ঘ দশ বছরের আম্পায়ারিং জীবনে মোট ৬৪টি টেস্ট খেলিয়েছেন পাক আম্পায়ার। ১৩৯টি ওডিআই এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলিয়েছেন তিনি। ২০১৩ সালের আইপিএল চলাকালীন তাঁর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ ওঠে। টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে যেতে হয় আসাদকে। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও সরে দাঁড়াতে হয় তাঁকে। আইসিসির এলিট প্যানেল থেকেও বাদ দিয়ে দেওয়া হয় আসাদকে। ২০১৫ সালে বিসিসিআইয়ের তরফে ম্যাচ গড়াপেটা ও যৌন কেলেঙ্কারির জন্য তাঁকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হয়।
গত বছর ফের খবরের শিরোনামে উঠে আসেন আসাদ। পাকিস্তানের একটি বাজারে তাঁর জুতো বিক্রি করার ভিডিও ভাইরাল হয়ে যায়। আসাদ বলেন, “দশ বছর ধরে আম্পায়ারিং করার পরে আর ক্রিকেটের প্রতি কোনও আকর্ষণ নেই। আমি এখন নতুন কাজটাই ভাল করে করতে চাই। আমার নিজের জন্য নয়, অন্যান্য কর্মচারীরা যেন সঠিক ভাবে বেতন পান, সেই দিকে লক্ষ্য রেখেই এই কাজটা করি। সারাজীবনের জন্য ক্রিকেট ছেড়ে দিয়েছি আমি।”  
রউফের মৃত্যুর (Asad Rauf Death) খবরে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রিকেটমহলের অনেকেই। সেদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রামিজ রাজা টুইট করে বলেছেন, “আসাদ রউফের প্রয়াণের খবরে আমি খুব শোকাহত। শুধুমাত্র ভাল আম্পায়ারই নন, যথেষ্ট রসবোধও ছিল তাঁর মধ্যে। তাঁর শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা রইল।” প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমলও সমবেদনা জানিয়েছেন রউফের পরিবারকে। 
[আরও পড়ুন: কানাডার মন্দিরের দেওয়ালে ফুটে উঠল খলিস্তানি স্লোগান, শোনা গেল ভারত-বিরোধী ধ্বনিও]

Source: Sangbad Pratidin

Related News
ইদে একফ্রেমে সৃজিত-মিথিলা, বিচ্ছেদের গুঞ্জনে ইতি টেনে পার্কস্ট্রিটের রেস্তঁরায় দম্পতি
ইদে একফ্রেমে সৃজিত-মিথিলা, বিচ্ছেদের গুঞ্জনে ইতি টেনে পার্কস্ট্রিটের রেস্তঁরায় দম্পতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নো ব্রেকআপ, নো বিচ্ছেদ! পার্কস্ট্রিটের রেস্তরাঁয় বসে যেন এমনটাই জানিয়ে দিলেন সৃজিত-মিথিলা। নিন্দুকদের মুখে ছাই ফেলে Read more

কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত সংগীতশিল্পী কেকে
কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত সংগীতশিল্পী কেকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী  কেকে। কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানে গাইতে এসেছিলেন তিনি।  আচমকাই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে Read more

‘পাশে আছি’, ওয়েইসির গাড়িতে গুলি কাণ্ডে অভিযুক্তের বাড়িতে গিয়ে আশ্বাস যোগীর মন্ত্রীর
‘পাশে আছি’, ওয়েইসির গাড়িতে গুলি কাণ্ডে অভিযুক্তের বাড়িতে গিয়ে আশ্বাস যোগীর মন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী (UP election 2022) প্রচার সেরে ফেরার সময় হামলার মুখে পড়েছিল এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসির (Asaduddin Read more

বাড়ির ভিতরে কোটি কোটি টাকার অবৈধ সোনা, BSF-রেভিনিউ ইনটেলিজেন্সের জালে ২
বাড়ির ভিতরে কোটি কোটি টাকার অবৈধ সোনা, BSF-রেভিনিউ ইনটেলিজেন্সের জালে ২

সঞ্জিত ঘোষ, নদিয়া: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সোনা পাচার রুখল বিএসএফ। সঙ্গে ছিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের (ডি আর আই) টিম। Read more

মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে কর্ণাটকে প্রতিশ্রুতি কংগ্রেসের, পরিবারতন্ত্র নিয়ে তোপ শাহর
মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে কর্ণাটকে প্রতিশ্রুতি কংগ্রেসের, পরিবারতন্ত্র নিয়ে তোপ শাহর

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও যুবশ্রীর অনুকরণে কর্ণাটকে (Karnataka) গৃহলক্ষ্মী ও Read more

রান্নায় ‘নুন বেশি’, মারধর করে স্ত্রীর মাথা কামিয়ে দিল স্বামী!
রান্নায় ‘নুন বেশি’, মারধর করে স্ত্রীর মাথা কামিয়ে দিল স্বামী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর বানানো খাবারের স্বাদ ভাল লাগেনি স্বামীর। তরকারিতে নাকি অতিরিক্ত নুন (Salt) হয়ে গিয়েছিল। রান্না খারাপ Read more