এবার আইসিসির পথে সৌরভ, বোর্ডের মসনদে জয় শাহ? সুপ্রিম রায়ের পরই শুরু জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও তিন বছর তাঁর বোর্ড সভাপতি থাকায় কোনও বাধা নেই। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কি আরও তিন বছর বিসিসিআইয়ের শীর্ষপদেই থাকবেন? নাকি চলে যাবেন আইসিসিতে, বিশ্ব ক্রিকেটের সর্বময় কর্তা হয়ে? বুধবার বিসিসিআইয়ের কুলিং অফ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু হয়ে গিয়েছে জল্পনা।
সুপ্রিম (Supreme Court) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৫ পর্যন্ত বোর্ড মসনদে থাকতে পারবেন তিনি। এখনই তাঁকে কুলিং অফে যেতে হবে না। যেমন হবে না, বোর্ড সচিব জয় শাহকে। তিনিও বিসিসিআইয়ের পদে থাকতে পারবেন ২০২৫ পর্যন্ত। লোধা সংস্কার অনুযায়ী বোর্ড গঠনতন্ত্র অনুযায়ী, চলতি বছরই বোর্ড প্রশাসনে মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল সৌরভ-জয়ের। কিন্তু সুপ্রিম কোর্টের সংস্কার বিসিসিআইয়ের (BCCI) দুই শীর্ষকরতাকেই তিন বছরের লাইফলাইন দিয়ে গেল। তারপরই ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে, সৌরভ এবার সসম্মানে চলে যেতে পারেন আইসিসির পথে। আর বিসিসিআইতে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন বোর্ড সচিব জয় শাহ।

[আরও পড়ুন: কাশ্মীরে বাংলার শ্রমিককে লক্ষ্য করে গুলি, হামলাকারী দুই জেহাদিকে নিকেশ করল সেনা]

এ দিনের সুপ্রিম কোর্ট রায়ের পর সিএবিতে (CAB) যান সৌরভ। সিএবির বিভিন্ন সদস‌্যরা তাঁকে অভিনন্দনও জানিয়ে যান। কিন্তু সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু বলতে চাননি বোর্ড প্রেসিডেন্ট। সংক্ষেপে তাঁর উত্তর, “এটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আমি এই বিষয় কোনও মন্তব্য করব না। সুপ্রিম কোর্ট যেটা ভাল মনে করেছে সেটাই জানিয়েছে।” কিন্তু যে জল্পনাটা তাঁকে নিয়ে এত দিন চলছিল জাতীয় সার্কিটে, সেটা এ দিনও চলল ভাল রকম। তা হল সৌরভ গঙ্গোপাধ‌্যায় কি বোর্ড মসনদেই থাকছেন? নাকি তাঁর উত্তরণ ঘটছে আরও? তিনি এবার যাচ্ছেন আইসিসিতে (ICC)?
যে জল্পনাটা বুধবার সুপ্রিম কোর্ট রায় পরবর্তী বৃহত্তর জল্পনার গুরুত্বপূর্ণ অংশবিশেষ। আসলে এ দিন রাত থেকে একাধিক প্রশ্ন ঘুরছে ভারতীয় ক্রিকেটমহলে। এক) সুপ্রিম কোর্ট বুধবারের রায়ে সৌরভ-জয়দের আরও একটা টার্ম থাকার অধিকার দিয়ে নির্বাচনে দাঁড়ানোর অনুমতি দিয়েছে। তা হলে কি নির্বাচন হবে বোর্ডে? চোরা জল্পনা কিন্তু একটা আছে। দুই) সৌরভ কি বোর্ড প্রেসিডেন্টই থাকবেন? নাকি আইসিসি চলে যাবেন? তিন) জয় শাহকে কি সেক্ষেত্রে দেখা যাবে বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে? নাকি উঠে এসবেন রাজীব শুক্লার মতো কেউ? খুচরো জল্পনা আরও আছে। যেমন বলাবলি চলছে, রাজ‌্য ক্রিকেট সংস্থায় ছ’বছর মেয়াদ পূর্ণ করার পর যেহেতু কুলিং-অফে যেতে আর হচ্ছে না, তাই বাংলার আরও এক ক্রিকেট প্রশাসককে বোর্ডের কোনও পদ বা কমিটিতে দেখা যাবে কি না? সংবাদসংস্থা আবার খবর করেছে, আইসিসিতে সত্তরোর্ধ্বদের প্রতিনিধিত্ব করার ছাড়পত্রও এসে গিয়েছে। যার পর আইসিসিতে বোর্ড প্রতিনিধি হিসেবে নারায়ণস্বামী শ্রীনিবাসনের নাম ভাসতে শুরু করেছে। সঙ্গে বলাবলি চলছে, ১০ অক্টোবরের মধ‌্যে নির্বাচন হয়ে যাবে বোর্ডে। তার গায়ে গায়ে সিএবি-সহ বাকি রাজ‌্য ক্রিকেট সংস্থায়।
[আরও পড়ুন: পূর্ব লাদাখে ভারতের জমি দখল করেছে চিন! চাঞ্চল্যকর দাবি এলাকার কাউন্সিলরের]

ওয়াকিবহাল মহলের অভিমত হল, রায়ের কপি সবাই পেলে আগামীতে কী হবে, তা নিয়ে স্বচ্ছ্বতা বাড়বে। তবে কেউ কেউ বললেন, আরও তিন বছর মেয়াদ বেড়ে যাওয়ায় সৌরভের সুবিধে হল। তিনি যদি এরপর আইসিসি যাওয়ার কথা ভাবেন, যাবেন বোর্ড প্রেসিডেন্টের রাজবেশ ছেড়ে, রাজকীয়ভাবে। কুলিং অফে চলে যেতে হলে যেটা সম্ভব হত না। অনেক ‘প্রতিরোধের’ সম্মুখীনও তখন তাঁকে হতে হত। অতঃকিম? কী হবে? দুর্গাপুজোর পর, শীতের নভেম্বরে বঙ্গসন্তানকে নিয়ে নতুন সুখবর পাবে বাঙালি? আপাতত শুধু বলে রাখা যাক। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) ফাইনাল আর আইসিসির মহাবৈঠক দু’টো একই দিনে। আগামী ১৩ নভেম্বর। এবং কোনও এক সৌরভ গঙ্গোপাধ‌্যায় সেই সময় মেলবোর্নেই থাকছেন!

Source: Sangbad Pratidin

Related News
ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন! সত্যিটা জানালেন রানি নিজেই
ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন! সত্যিটা জানালেন রানি নিজেই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখকে দেখলেই ‘কুছ কুছ হোতা হ্য়ায়’। তাই তো শাহরুখকে ‘কভি অলবিদা না কহেনা’! ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত Read more

মাঝ আকাশে গুরুতর অসুস্থ যাত্রী, পাকিস্তানে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের
মাঝ আকাশে গুরুতর অসুস্থ যাত্রী, পাকিস্তানে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই পাকিস্তানে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। জানা গিয়েছে,  দিল্লি থেকে দোহাগামী বিমানে আচমকাই অসুস্থ হয়ে Read more

উঠল নিষেধাজ্ঞা, নাগাল্যান্ডে এবার পাওয়া যাবে কুকুরের মাংস
উঠল নিষেধাজ্ঞা, নাগাল্যান্ডে এবার পাওয়া যাবে কুকুরের মাংস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগাল্যান্ডে (Nagaland) গত তিন বছর ধরেই নিষিদ্ধ কুকুরের মাংসের বিক্রি ও রপ্তানি। বুধবার সেই নিষেধাজ্ঞা খারিজ Read more

‘বিচারপতিদের আরও প্রশিক্ষণ নিতে হবে’, হঠাৎ কেন এমন বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়?
‘বিচারপতিদের আরও প্রশিক্ষণ নিতে হবে’, হঠাৎ কেন এমন বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের কার্যবিবরণীর লাইভ স্ট্রিমিং বিচারপতিদের আরও কঠোর পরীক্ষার সামনে ফেলে দিয়েছে। বিচারকের আসনে যিনি বসে আছেন, Read more

ফের দিল্লির ব্যস্ত রাস্তায় শুটআউট, চলল ১০ রাউন্ড গুলি, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা
ফের দিল্লির ব্যস্ত রাস্তায় শুটআউট, চলল ১০ রাউন্ড গুলি, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানীতে শুটআউট (Shoot Out)। ভর সন্ধেয় দিল্লির (Delhi) ব্যস্ত রাস্তায় চলল গুলি। ১০ রাউন্ড গুলিতে Read more

বাংলা-সহ ১৩টি আঞ্চলিক ভাষায় হবে কেন্দ্রীয় পুলিশের পরীক্ষা, ঐতিহাসিক সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের
বাংলা-সহ ১৩টি আঞ্চলিক ভাষায় হবে কেন্দ্রীয় পুলিশের পরীক্ষা, ঐতিহাসিক সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের দাবি মেনে নিল কেন্দ্র। এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পুলিশের পরীক্ষা দেওয়া যাবে বাংলা-সহ ১৩টি Read more