পূর্ব লাদাখে ভারতের জমি দখল করেছে চিন! চাঞ্চল্যকর দাবি এলাকার কাউন্সিলরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব লাদাখের (East Ladakh) গোগরা ও হট স্প্রিং এলাকা (Gogra-Hot Springs) থেকে সেনা সরানোর প্রক্রিয়া সদ্যই সম্পন্ন করেছে ভারত ও চিন (China)। কিন্তু এরপরই লাদাখের স্থানীয় কাউন্সিলর অভিযোগ করেছেন, এর ফলে রাতারাতি ‘বাফার জোনে’ পরিণত হয়েছে ভারতীয় ভূখণ্ড। এর ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি লাদাখের এই অঞ্চলে চিনের কাছে জমি হারাল ভারত?
কোনচক স্ট্যানজিন নামের ওই কাউন্সিলর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”আমাদের সেনা কেবল পিপি-১৫ (পেট্রোলিং পয়েন্ট অর্থাৎ টহলদারির এলাকা) থেকেই সরেনি। পিপি-১৬ থেকেও সরে গিয়েছে। এই অঞ্চলগুলি অন্তত ৫০ বছর বা তারও বেশি সময় ধরে আমাদেরই ছিল। এটা একটা বড় ধাক্কা। আমাদের নিজেদের ভূখণ্ডই এখন হয়ে উঠেছে বাফার জোন।” উল্লেখ্য, এই পিপি-১৫ অংশটিই হল গোগরা ও হট স্প্রিং এলাকা। একই অভিযোগ তুলতে দেখা গিয়েছে বিজেপি নেতা সুব্রহ্মণ্যমকেও। তাঁর অভিযোগ, চিনের চাপে নিজেদের এলাকা থেকে পিছু হটেছে ভারত। স্বাভাবিক ভাবেই বিতর্ক ঘনিয়েছে এই অভিযোগকে ঘিরে।
[আরও পড়ুন: ‘মহিলাদের অপছন্দ করেন, পুরুষ পছন্দ করেন শুভেন্দু’, বললেন অভিষেক]
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, এই এলাকায় তৈরি করা অস্থায়ী সেনা ছাউনি ও অন্যান্য সামরিক পরিকাঠামো সরানো হবে। সংঘাতের (গালওয়ান লড়াই) আগের অবস্থানে ফিরে যাবে দুই দেশের সেনা।
এদিকে বৃহস্পতিবারই এসসিও (SCO) সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। দু’দিনের এই বৈঠকের ফাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা মোদির। এরই পাশাপাশি চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন তিনি, এই সম্ভাবনা রয়েছে। ২০১৯-এর ১৩ নভেম্বরের পর দুই নেতার মধ্যে সরাসরি দেখা হয়নি। যদি শেষ পর্যন্ত দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হয় তাহলে লাদাখ প্রসঙ্গে কী আলোচনা হয়, সেদিকেই লক্ষ থাকবে ওয়াকিবহাল মহলের।
[আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্য সুখবর, পুজোর আগে বাড়ছে না মদের দাম, খবর আবগারি দপ্তর সূত্রে]

Source: Sangbad Pratidin

Related News
মোদির অনুকরণ! জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে থালা-ঘণ্টা বাজাবে কংগ্রেস
মোদির অনুকরণ! জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে থালা-ঘণ্টা বাজাবে কংগ্রেস

সোমনাথ রায়, নয়াদিল্লি: করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে আত্মবিশ্বাস জোগানো এবং একত্রিত করার লক্ষ্যে থালা বাজানোর নিদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

ভেবেচিন্তেই ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ রিলিজ করছেন শাহরুখ, কতটা লাভবান হবেন?
ভেবেচিন্তেই ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ রিলিজ করছেন শাহরুখ, কতটা লাভবান হবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের বারবেলায় আচমকাই শাহরুখ খান জানিয়ে দিলেন ‘জওয়ান’ (Jawan) সিনেমার নতুন মুক্তির তারিখ। জুন মাসের ২ Read more

আপনি উপসর্গহীন? গুরুতর অসুস্থ নন? কোভিড পরীক্ষার প্রয়োজন নেই, বলল কেন্দ্র
আপনি উপসর্গহীন? গুরুতর অসুস্থ নন? কোভিড পরীক্ষার প্রয়োজন নেই, বলল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি কোভিড (Covid)  রোগীর সংস্পর্শে এসেছেন? যদি তারপরেও গুরুতর অসুস্থ না হন, তবে আপনার কোভিড Read more

জাতীয় সংগীতের মতোই দাঁড়িয়ে গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জাতীয় সংগীতের মতোই দাঁড়িয়ে গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কৃষ্ণকুমার দাস: জাতীয় সংগীতের মতো এবার রাজ্য সংগীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Read more

প্রতিবেশীর সঙ্গে পরকীয়া মায়ের! ‘বাড়াবাড়ি’ সইতে না পেরে চরম সিদ্ধান্ত যুবকের
প্রতিবেশীর সঙ্গে পরকীয়া মায়ের! ‘বাড়াবাড়ি’ সইতে না পেরে চরম সিদ্ধান্ত যুবকের

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মা। তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না ছেলে। তা নিয়ে অশান্তিও হয়েছে। সেই অশান্তির Read more

বিধানসভায় নিয়োগ ‘দুর্নীতি’তে সরব বিজেপি, পালটা জবাব স্পিকারের
বিধানসভায় নিয়োগ ‘দুর্নীতি’তে সরব বিজেপি, পালটা জবাব স্পিকারের

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় নিয়োগেও দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি পরিষদীয় দলের Read more