‘আপনার জায়গায় আমি থাকলে মাথায় গুলি করতাম’, আহত পুলিশকর্তাকে বললেন অভিষেক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির নবান্ন অভিযান নিয়ে ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের দাবি, নবান্ন অভিযানের নামে আসলে বর্বরতা করেছে বিজেপি। গুন্ডামি, ভণ্ডামি হয়েছে। এটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ যে সংবেদনশীলতার পরিচয় দিয়েছে, সেটা স্যালুট জানানোর মতো।
এদিন এসএসকেএমে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে যান তিনি। গতকাল বিজেপি কর্মীদের মারে গুরুতর আহত হন দেবজিৎবাবু। হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”আমি দেবজিতবাবুর সঙ্গে দেখা করে ওনার দ্রুত সুস্থতা কামনা করলাম। দেবজিতবাবুকে বলে এলাম, আপনার সংবেদনশীলতাকে স্যালুট জানাই। আপনার জায়গায় আমি থাকলে মাথায় গুলি করতাম।” অভিষেকের প্রশ্ন, “একজন পুলিশ (Kolkata Police) আধিকারিককে একা পেয়ে যেভাবে ২০-২৫ মিলে মেরেছে, তাতে পুলিশ কি গুলি চালাতে পারত না? সেটাই তো পুলিশের জন্য সবচেয়ে সহজ উপায় ছিল। কিন্তু তা না করে যারা আন্দোলনে শামিল হতে এসেছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। নিমেষের মধ্যে সব ঠান্ডা করা যেত, কিন্তু তাতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারত। যেভাবে পুলিশের উপর পরিকল্পিতভাবে পাথর, ইট ছুঁড়েছে, সেটা বর্বরতা। লোহার রড দিয়ে পুলিশের উপর আক্রমণ হয়েছে। লোহার রডে টেপ লাগিয়ে তাতে পতাকা লাগিয়ে এনেছিল। পরে পতাকা খুলে ফেলে সেই রড দিয়ে পুলিশের উপর চড়াও হয়েছে।”
[আরও পড়ুন: বিদ্যুৎ দপ্তরের অফিসেই লোডশেডিং! পরিদর্শনে অন্ধকারেই বসে রইলেন মন্ত্রী, নৈরাজ্য যোগীরাজ্যে]

এরপরই অভিষেক বলেন,’আমি কলকাতা পুলিশের সংবেদনশীলতাকে স্যালুট জানাই। যেভাবে আপনারা মাথা ঠান্ডা রেখেছেন। আপনার জায়গায় আমি থাকলে, আমার সামনে যদি কেউ পুলিশ আধিকারিককে এভাবে মারত, পুলিশের গাড়ি ভাঙচুর করত, তাহলে আমি তাঁর মাথায় গুলি করতাম।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপিকে (BJP) সরাসরি আক্রমণ করে বলেন, “আমি স্যালুট জানাই পুলিশ আধিকারিকদের। তাঁরা সংবেদনশীলতা, ধৈর্য, সংযমের পরিচয় দিয়েছে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। পুলিশের সাহসিকতার জন্যই আজ দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা।”
[আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন রাষ্ট্রপতি, শনিবার লন্ডন যাচ্ছেন দ্রৌপদী মুর্মু]

অভিষেকের অভিযোগ, সুপরিকল্পিতভাবেই নবান্ন অভিযানের নামে অশান্তি পাকিয়েছে বিজেপি। ডায়মন্ডহারবারের সাংসদের অভিযোগ, ‘কাল যে ইস্যু নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, সেটা নিয়ে একটা পোস্টার, একটা লেখা, বা একটা স্লোগানও বিজেপির মুখ থেকে শোনা যায়নি। কী করে শান্ত বাংলাকে অশান্ত করা যায়, কী করে বাংলার শান্তি শৃঙ্খলা, সম্প্রীতিকে নষ্ট করা যায় সেই চেষ্টা করেছে বিজেপি। এর বিরুদ্ধে কথা বলার মতো কোনও ভাষা আমার কাছে নেই।’  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, বিজেপি নেতারা শুধু বলছেন যে তৃণমূল তাঁদের যেতে দেয়নি। তৃণমূলের পুলিশ বাঁধা দিয়েছে। তাঁদের যদি বাধাপ্রাপ্তই হতে হয়, তাহলে পুলিশের গাড়িতে আগুন লাগাল কারা? পুলিশের উপর চড়াও হল কারা? “

Source: Sangbad Pratidin

Related News
AI-এর মাধ্যমে ভাষা শিক্ষা বিস্তারে একযোগে কাজ, মাদ্রিদে গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের প্রতিনিধিদের
AI-এর মাধ্যমে ভাষা শিক্ষা বিস্তারে একযোগে কাজ, মাদ্রিদে গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের প্রতিনিধিদের

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: ১২ দিনের সফরে স্পেনে (Spain) মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রতিনিধিদল। বুধবার মাদ্রিদে পৌঁছনোর পর বৃহস্পতিবার থেকেই Read more

এগরা বিস্ফোরণে মৃত্যুমিছিলের নেপথ্যে ১০০ দিনের কাজ না পাওয়া! বিজেপিকে তোপ তৃণমূলের
এগরা বিস্ফোরণে মৃত্যুমিছিলের নেপথ্যে ১০০ দিনের কাজ না পাওয়া! বিজেপিকে তোপ তৃণমূলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথম নয়। এগরায় (Egra Blast) ভানু বাগের কারখানায় এর আগেও বার দুই বিস্ফোরণ ঘটেছে। ভানুর Read more

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলির দিনক্ষণ ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলির দিনক্ষণ ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

দীপঙ্কর মণ্ডল: ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করতে হবে। কোনও ভুল থাকলে ৪ মার্চের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে। Read more

জেতা ম‌্যাচ হেরে কমনওয়েলথ ক্রিকেটে সোনা হাতছাড়া হরমনপ্রীতদের
জেতা ম‌্যাচ হেরে কমনওয়েলথ ক্রিকেটে সোনা হাতছাড়া হরমনপ্রীতদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত অধিনায়কই টিমকে টেনে তুললেন বিপদ থেকে। ভারত (India) অধিনায়কই আবার টিমকে বিপদের মুখে ঠেলে দিলেন! Read more

Panchayat Vote 2023: টাকার বিনিময়ে দলীয় টিকিট ‘বিক্রি’, জেলা বিজেপি কার্যালয়ে ধুন্ধুমার
Panchayat Vote 2023: টাকার বিনিময়ে দলীয় টিকিট ‘বিক্রি’, জেলা বিজেপি কার্যালয়ে ধুন্ধুমার

নন্দন দত্ত, বীরভূম: টাকা নিয়ে দলীয় টিকিট বিক্রি করা হয়েছে, অভিযোগে বিজেপির জেলা দলীয় কার্যালয়ে ধুন্ধুমার। বিজেপি প্রার্থী গোরাচাঁদ দাস Read more

বারাণসীতে মমতাকে কালো পতাকা বিজেপির, ‘ব্যবহারই বলে দিচ্ছে আপনারা হারছেন’ পালটা তৃণমূল নেত্রীর
বারাণসীতে মমতাকে কালো পতাকা বিজেপির, ‘ব্যবহারই বলে দিচ্ছে আপনারা হারছেন’ পালটা তৃণমূল নেত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারাণসীতে পা রাখতেই বিজেপি শিবিরে আতঙ্ক? নাহলে সামান্য সময়ের ব্যবধানে মমতাকে কালো Read more