পুলিশের জলকামানের সামনে কর্মীরা, লালবাজারে বসে ‘খোশগল্প’ শুভেন্দুদের, বাড়ছে ক্ষোভ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ হাসছেন। কেউ চেয়ারে হেলান দিয়ে আয়েশে গা এলিয়ে বসে রয়েছেন। কেউ চুমুক দিচ্ছেন চায়ের কাপে। কারও হাতে আবার ঠান্ডা পানীয়ের বোতল। মঙ্গলবার নবান্ন অভিযানে বিজেপির নিচুতলার কর্মীরা যখন পুলিশের জলকামানের সামনে দাঁড়িয়ে ইট ছুঁড়ছেন, তখন দলের শীর্ষনেতারা এভাবেই খোশমেজাজে সময় কাটিয়েছেন। এমনই কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ বাড়ছে।
বস্তুত, বিজেপির রাজ্য নেতৃত্বের আন্দোলন করার সদিচ্ছা, এবং মাঠে নেমে ঘাম ঝরানোর মানসিকতা নিয়ে বহু আগে থেকেই প্রশ্ন তুলে আসছে তৃণমূল (TMC)। মঙ্গলবারের নবান্ন অভিযানেও বিজেপি নেতাদের লড়াই করার মানসিকতার অভাব স্পষ্ট হয়ে গিয়েছে। দলের কর্মী এবং নিচুতলার নেতারা যেখানে বিনা যুদ্ধে ময়দান ছাড়তে রাজি হননি, সেখানে অধিকাংশ নেতাই স্রেফ নাম কা ওয়াস্তে পথে নেমে কার্যত স্বেচ্ছায় গ্রেপ্তারি বরণ করেছেন। শুভেন্দু অধিকারী (Suvendhu Adhikari) তো মিছিল পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশের হাতে ধরা দেন। দিলীপ ঘোষকেও সেভাবে পুলিশের ব্যারিকেডের সামনে গিয়ে লড়াই করতে দেখা যায়নি। রাহুল সিনহা (Rahul Sinha), লকেট চট্টোপাধ্যায়রা পথে নামলেও লড়াইয়ের ময়দানে ছিলেন না কেউই।
[আরও পড়ুন: ‘মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ’, ‘আলুভাতে’র পর শুভেন্দুকে নয়া কটাক্ষ কুণালের]
এসব নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিলই। এবার সেই ক্ষোভে ঘৃতাহুতির কাজ করল লালবাজারের অন্দর থেকে প্রকাশ্যে আসা কয়েকটি ছবি। যাতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়রা (Locket Chatterjee) রীতিমতো খোশমেজাজে আড্ডা দিচ্ছেন। অনেকটা অবসর সময়ে বন্ধুদের আড্ডার মতো চা, ঠান্ডা পানীয় সহযোগে খোশগল্প চলছে। আর এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। নিচুতলা থেকে প্রশ্ন ওঠা শুরু হয়েছে, সাধারণ কর্মীরা যখন জঙ্গি আন্দোলন করছেন, তখন নেতারা এত নিশ্চিন্তে বসে থাকেন কী করে? যদিও নেতাদের অনুপস্থিতি বিজেপির নিচুতলার কর্মীদের গুন্ডামি থেকে বিরত রাখতে পারেনি। তাঁরা পূর্বনির্দেশ মতো ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন লাগানোর মতো কাণ্ড ঘটিয়েছেন।
[আরও পড়ুন: ‘পুলিশই চেয়েছিল গাড়ি জ্বলুক’, নবান্ন অভিযানে অশান্তি নিয়ে মন্তব্য দিলীপের, পালটা তোপ শান্তনুর]

এর পরেও ওদের মুখে পুলিশের সমালোচনা সাজে?
শুরুতে নিজেই হেঁটে হেঁটে বিনা বাধায় পুলিশের গাড়িতে উঠে গ্রেপ্তার।
তারপর লালবাজারে হাসি, আড্ডা, ফেস বুক লাইভ, এমনকি চা-ও।
যত ডায়লগ ময়দানের বাইরে, মিডিয়ার সামনে।
এরা বিরোধী দল? সেই ডেডিকেশন কোথায়? কর্মীদের বোকা বানিয়ে কাগুজে নেতা। pic.twitter.com/KIaCBZw3sa
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 14, 2022

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারীদের ‘কাগুজে’ নেতা বলে কটাক্ষ করেছেন তিনি। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, “এর পরেও ওদের মুখে পুলিশের সমালোচনা সাজে? শুরুতে নিজেই হেঁটে হেঁটে বিনা বাধায় পুলিশের গাড়িতে উঠে গ্রেপ্তার। তারপর লালবাজারে হাসি, আড্ডা, ফেসবুক লাইভ, এমনকি চা-ও। যত ডায়লগ ময়দানের বাইরে, মিডিয়ার সামনে। এরা বিরোধী দল? সেই ডেডিকেশন কোথায়?”

Source: Sangbad Pratidin

Related News
RRR-এর পর ফের রাজামৌলির ছবিতে আলিয়া! কোন দক্ষিণী তারকার বিপরীতে নায়িকা?
RRR-এর পর ফের রাজামৌলির ছবিতে আলিয়া! কোন দক্ষিণী তারকার বিপরীতে নায়িকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিস্ক নিয়েছিলেন। তার ফল হাতেনাতে পাচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। একশো কোটির বেশি ব্যবসা করেছে ‘গাঙ্গুবাই Read more

নজরে অস্ত্র চুক্তি? পুতিনের সঙ্গে বৈঠক করতে সশস্ত্র ট্রেনে রাশিয়া পৌঁছলেন কিম
নজরে অস্ত্র চুক্তি? পুতিনের সঙ্গে বৈঠক করতে সশস্ত্র ট্রেনে রাশিয়া পৌঁছলেন কিম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা আগেই ছিল। এবার আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া পৌঁছলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং Read more

The Kashmir Files: গণহত্যা নিয়ে হবে মিউজিয়াম, ঘোষণা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালকের
The Kashmir Files: গণহত্যা নিয়ে হবে মিউজিয়াম, ঘোষণা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণহত্যা নিয়ে তৈরি হবে মিউজিয়াম। ঘোষণা করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির পরিচালক বিবেক Read more

‘সলমন খুন হবেই’, বলিউডের ভাইজানকে ফের হুমকি গ্যাংস্টার গোল্ডির
‘সলমন খুন হবেই’, বলিউডের ভাইজানকে ফের হুমকি গ্যাংস্টার গোল্ডির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই নিরাপত্তারক্ষী রাখুন না কেন, সলমনকে খুন করবই! ইন্ডিয়া টুডেকে দেওয়া এক এক্সক্লিউজিভ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে Read more

‘বুল্লি বাই’য়ের মতোই মুসলিম মহিলাদের নিলামে তুলত ‘সুল্লি ডিলস’, মধ্যপ্রদেশে গ্রেপ্তার মূলচক্রী
‘বুল্লি বাই’য়ের মতোই মুসলিম মহিলাদের নিলামে তুলত ‘সুল্লি ডিলস’, মধ্যপ্রদেশে গ্রেপ্তার মূলচক্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে মুসলিম মহিলাদের ছবি আপলোড করে তাঁদের নিলামে তোলার চক্রান্তকারী ‘বুল্লি বাই’ (Bulli Bai) অ্যাপের নির্মাতা Read more

লন্ডনে সাংবাদিকতার পাঠ সেরেই বাংলা সিনেমায়, জিতের বিপরীতে ডেবিউ মিষ্টিমুখের লহমার
লন্ডনে সাংবাদিকতার পাঠ সেরেই বাংলা সিনেমায়, জিতের বিপরীতে ডেবিউ মিষ্টিমুখের লহমার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে সাংবাদিকতার পাঠ নিয়েছেন। কলকাতায় ফিরে সংবাদমাধ্যমেই কাজ করছিলেন। পাশাপাশি নিচ্ছিলেন অভিনয়ের পাঠ। এর মাঝেই সুপারস্টার Read more