নন্দন দত্ত, সিউড়ি: ‘বন্ধুত্ব’ (Friendship) এক অদ্ভুত, মিশ্র সম্পর্কের রসায়ন। কে কেন কতটা কার কাছের বন্ধু হতে পারে আর কে বন্ধু হতেই পারে না – এই নির্বাচনের কোনও স্থির নিয়মকানুন নেই, মানুষের মনই একমাত্র এর বিচার করতে পারে। তাই তো কখনও বন্ধুর জন্য বন্ধু প্রাণও দিতে পারেন, আবার কখনই সেই বন্ধুই হয়ে ওঠে হত্যাকারী। তেমনই দুই পরস্পরবিরোধী বন্ধুত্বের সাক্ষী বীরভূম (Birbhum)। গত সপ্তাহে এখানে বন্ধুকে ডেকে খুনের অভিযোগ উঠেছিল বন্ধুরই বিরুদ্ধে। আর এবারের ঘটনা উলটো। বন্ধু আত্মঘাতী হয়েছে শুনে নিজেকে শেষ করে দিল আরেক অভিন্নহৃদয় বন্ধু। ঘটনা ঘটেছে মহম্মদবাজারের দেউচা এলাকায়। জোড়া মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ।
আত্মঘাতী স্টিফেন হেমব্রম।
দেউচার বাসিন্দা বছর ষোলর কিশোর স্টিফেন হেমব্রম। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্টিফেন বাবার কাছে একটি মোটর বাইক চেয়েছিল। কিন্তু বাবা সেই বায়না রাখেননি। বাইক না পেয়ে আত্মঘাতী হয় স্টিফেন। সোমবার দুপুরে স্টিফেনের আত্মঘাতী (Suicide) হওয়ার খবর পায় তার বন্ধু চ্যাম্পিয়ন মুর্মু। তা শুনেই সে নিজেকে আর ঠিক রাখতে পারেনি সে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, বারবার চ্যাম্পিয়ন হতাশার সুরে বলছিল, প্রিয় বন্ধুই নেই, সে আর বেঁচে থেকে কী করবে? সেও বন্ধুর মতো নিজেকে শেষ করে দেবে। প্রসঙ্গত চ্যাম্পিয়ন কিন্তু দেউচার বাসিন্দা ছিল না। তার আসল বাড়ি কুরমিথায়। কিন্তু মায়ের মৃত্যুর পর সে দেউচায় মামার বাড়িতেই থাকে। সেই পাড়ার বন্ধু ছিল স্টিফেন।
[আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা, খাদে বাস পড়ে নিহত অন্তত ১১]
সোমবার রাতে খবর মেলে, চ্যাম্পিয়নকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। সকলে ছুটে যান ঘটনাস্থলে। দেখতে পান, একটি গাছে গলায় দড়ি দিয়েছে সে। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এত কম সময়ের মধ্যে সমবয়সি দুই বন্ধুর আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা গ্রামকে। এলাকার বাসিন্দা শিবলাল সরেনের কথায়, ”স্টিফেনের মৃত্যুর পর থেকেই বারবার চ্যাম্পিয়ন বলছিল, আমার আর বেঁচে থেকে কী হবে? আমিও মরে যাব। ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু কোনও লাভ হল না।” গ্রামবাসীদের আরেকাংশের অবশ্য দাবি, বন্ধুর শোকে আত্মঘাতী নয়, মামার বকা খেয়েছিল চ্যাম্পিয়ন। সেই দুঃখে আত্মহত্যা করেছে। জোড়া মৃত্যুর তদন্তে নেমেছে মহম্মদবাজার থানার পুলিশ।
[আরও পড়ুন: ফের নিম্নচাপের আশঙ্কা রাজ্যে, আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা, বিঘ্নিত হতে পারে পুজোর প্রস্তুতি]
Source: Sangbad Pratidin