নবান্ন অভিযানে মিনাদেবী পুরোহিতকে নিগ্রহ পুরুষ পুলিশ কর্মীর! সিপির কাছে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্ন অভিযানে (Nabanna Avijan) গুরুতর জখম হয়েছেন বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত (Meena Devi Purohit)। সেই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি পাঠালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন তিনি।
নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দাবিতে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। পূর্ব অনুযায়ী, তিনদিক থেকে নবান্নর উদ্দেশ্যে রওনা হয় মিছিল। বড়বাজার থেকে শুরু হওয়া মিছিলেন সামনেই ছিলেন বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত। পুলিশ মিছিলে বাধা দিতেই তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। মাথা ফাটে কাউন্সিলর মিনাদেবী পুরোহিতের। কয়েকঘণ্টার মধ্যেই এ নিয়ে টুইট করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।
[আরও পড়ুন: লাইনের কাজে তিনদিন বাতিল হাওড়া-বর্ধমান লাইনের বহু ট্রেন, জেনে নিন বিস্তারিত]
গতকালই এই ঘটনা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি পাঠান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ঘটনার রিপোর্ট তলবের পাশাপাশি তিনি জানিয়েছেন, একটি টুইটের মাধ্যমের ঘটনাটি জানতে পেরেছেন। পুরুষ পুলিশ কর্মী বিজেপি নেত্রীকে মারধর করেছেন বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারা অনুযায়ী, শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্যে মহিলাদের উপর হামলা, অপরাধমূলক বলপ্রয়োগ, ৩২৩ নম্বর ধারা অনুযায়ী ইচ্ছাকৃত আঘাত, ও ১৬৬ নম্বর ধারা অনুযায়ী মামলার আরজি জানিয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হাওড়া-সাঁতরাগাছি চত্বরে। পুলিশের সঙ্গে চলে খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একসঙ্গে নামানো হয় রাজ্য পুলিশ , কলকাতা পুলিশ ও র়্যাফ। বারাকপুর থেকে নিয়ে যাওয়া হয় বাহিনী। গ্রেপ্তার করা হয় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। এদিকে কলকাতায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া ও কলকাতার একাংশ।
[আরও পড়ুন: পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের ক্যানসার, সংসারের কী হবে? আশঙ্কায় আত্মঘাতী মা-ছেলে]

Source: Sangbad Pratidin

Related News
Mamata Banerjee: ‘রাজনীতি করতে আসিনি’, এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা করে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: ‘রাজনীতি করতে আসিনি’, এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা করে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিস্ফোরণের এগারো দিন পর এগরার খাদিকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরণ কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। Read more

প্রায় ৬০ কোটি টাকা হাতানোর অভিযোগ, ইডির হাতে গ্রেপ্তার চিটফান্ড কর্তা
প্রায় ৬০ কোটি টাকা হাতানোর অভিযোগ, ইডির হাতে গ্রেপ্তার চিটফান্ড কর্তা

অর্ণব আইচ: আমানতকারীদের বিপুল টাকা হাতানোর অভিযোগ। চক্র গ্রুপের কর্তা পার্থ চক্রবর্তীকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ওই চিটফান্ড সংস্থার Read more

মারাকানায় মারমারি ইস্যুতে ফিফার তদন্ত শুরু, বড় শাস্তির মুখে ব্রাজিল-আর্জেন্টিনা
মারাকানায় মারমারি ইস্যুতে ফিফার তদন্ত শুরু, বড় শাস্তির মুখে ব্রাজিল-আর্জেন্টিনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup Qualifier) যোগ্যতার ম্যাচে ব্রাজিল (Brazil) বনাম আর্জেন্টিনার (Argentina) সমর্থকদের মারামারির ঘটনার তদন্ত Read more

Kali Puja 2023: নরবলি থেকে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি, জানুন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীর ইতিহাস
Kali Puja 2023: নরবলি থেকে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি, জানুন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীর ইতিহাস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় এই মন্দিরে এসে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ‘ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তোদের যা Read more

Mamata Banerjee on 21 July: একুশের মঞ্চে মমতাকে বস্তাভরতি মুড়ি এগিয়ে দিয়ে রাতারাতি ‘হিরো’ বর্ধমানের যুবক
Mamata Banerjee on 21 July: একুশের মঞ্চে মমতাকে বস্তাভরতি মুড়ি এগিয়ে দিয়ে রাতারাতি ‘হিরো’ বর্ধমানের যুবক

ধীমান রায়, কাটোয়া: একটা সামান্য মুড়ি, আর সেটাই একুশে জুলাই তৃণমূলের শহিদ মঞ্চে বড় ভূমিকা নিয়ে ফেলল। প্রতিবাদের প্রতীক হিসেবে Read more

জেহাদি নেটওয়ার্কে বড় ধাক্কা, কাশ্মীরে গ্রেপ্তার ৩ লস্কর জঙ্গি
জেহাদি নেটওয়ার্কে বড় ধাক্কা, কাশ্মীরে গ্রেপ্তার ৩ লস্কর জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমনে বড় সাফল্য। জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার লস্কর-ই-তইবার তিন জঙ্গি। এর ফলে উপত্যকায় পাকিস্তানের মদতপুষ্ট Read more