রাম রাজনীতিতে আরও জোর! এবার রামলীলায় অভিনয় করবেন কেন্দ্রীয় মন্ত্রীরাও

নন্দিতা রায়, নয়াদিল্লি: মন্ত্রকের কাজ, দলের কাজ, ভোটপ্রচার, সবকিছু থেকে বিরতি! এবার মঞ্চে উঠে রামলীলায় (Ram Leela) অভিনয় করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। জানা গিয়েছে, এবছর নবরাত্রিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা যাবে রামলীলায় অভিনয় করতে। এদের মধ্যে নাম রয়েছে অর্জুন রাম মেঘওয়াল, অশ্বিনীকুমার চৌবে, ফগন সিং কুলস্তেদের।
এমনিতে বিজেপিতে বেশ কিছু সাংসদ রয়েছেন, যারা অভিনেতাও বটে। এর আগেও এই অভিনেতা সাংসদরা রামলীলায় অভিনয় করছেন। বিশেষ করে দুই ভোজপুরী সুপারস্টার সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari) এবং রবি কিষানকে (Ravi Kishan) দেখা গিয়েছে মঞ্চে উঠে রামলীলায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। এর আগে ২০২০ সালে দিল্লিতে এক রামলীলায় মনোজ তিওয়ারি অভিনয় করেছিলেন অঙ্গদের ভূমিকায়। ২০২১ সালে অযোধ্যায় যোগী আয়োজিত রামলীলাতেও দেখা গিয়েছে তাঁকে। গত বছর অযোধ্যায় সেই রামলীলায় অভিনয় করেছেন আরেক ভোজপুরী তারকা রবি কিষানও। এবারেও বিজেপির এই অভিনেতা সাংসদরা বিভিন্ন রামলীলায় অভিনয় করবেন।
[আরও পড়ুন: ভারতীয় শিল্পপতিদের সঙ্গে হনুমানের তুলনা, শিল্প সম্মেলনে এ কী বললেন নির্মলা!]
কিন্তু এঁদের সঙ্গে এবার যোগ হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। এর মধ্যে যে নামটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শোনা গিয়েছে, দিল্লির কোনও এক রামলীলায় অভিনয় করতে পারেন তিনি। আরেক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীকুমার চৌবেও দিল্লির কোনও এক রামলীলায় অভিনয় করতে পারেন। দিল্লির কোনও এক রামলীলায় মহর্ষি বশিষ্ঠের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। কেন্দ্রীয় মন্ত্রীদের এই নয়া অবতার দেখতে মুখিয়ে অনুরাগীরা।
[আরও পড়ুন: জামিন পেয়েও মিলল না মুক্তি, আপাতত জেলেই সাংবাদিক সিদ্দিক কাপ্পান]
যদিও কেন্দ্রীয় মন্ত্রীদের এভাবে কাজ ফেলে রামলীলায় অভিনয় করাটা নেহাৎ শুধু অভিনয় প্রীতি নয়। এর পিছনে রাজনীতির হিসাব রয়েছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। আসলে সদ্যই বিহারে জোট সঙ্গী হারিয়েছে গেরুয়া শিবির। আগামী বছর রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলিতে হিন্দুত্ববাদী রাজনীতি এর আগে বহুবার সাফল্যের মুখ দেখিয়েছে বিজেপিকে (BJP)। তাই এই কেন্দ্রীয় মন্ত্রীরা এবার নিজেরাই মঞ্চে নেমে রাম ভক্তির বার্তা দিচ্ছেন।

Source: Sangbad Pratidin

Related News
মেডিক্যাল ইনসিওরেন্স: ক্লেম খারিজ হলে কী করবেন?
মেডিক্যাল ইনসিওরেন্স: ক্লেম খারিজ হলে কী করবেন?

কোভিডের প্রত্যাবর্তন নিয়ে ক্ষীণ আশঙ্কা আছেই। তবে লগ্নিকারী বসে না থেকে, প্যানডেমিক থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই হেলথ ইনসিওরেন্সের ব্যাপারে সজাগ। Read more

মদ রুখতে এবার ‘অস্ত্র’ লঙ্কার গুঁড়ো, বিহার সরকারের নয়া অপরেশন 
মদ রুখতে এবার ‘অস্ত্র’ লঙ্কার গুঁড়ো, বিহার সরকারের নয়া অপরেশন 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ৭০০ বোতল লঙ্কার গুঁড়োর স্প্রে কিনল বিহার (Bihar) সরকার। ‘হাতিয়ার’ হিসেবেই ব্যবহার হবে এই চিলি Read more

শীঘ্রই Facebook থেকে বাদ পড়তে চলেছে বেশ কয়েকটি ফিচার, জেনে নিন খুঁটিনাটি
শীঘ্রই Facebook থেকে বাদ পড়তে চলেছে বেশ কয়েকটি ফিচার, জেনে নিন খুঁটিনাটি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের সুবিধার্থে ক্রমাগত বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক (Facebook)। যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। বাদ Read more

৩ গেমিং অ্যাপের টাকা লেনদেন চলত ১৯৭টি অ্যাকাউন্টে! গার্ডেনরিচ কাণ্ডে প্রকাশ্যে নয়া তথ্য
৩ গেমিং অ্যাপের টাকা লেনদেন চলত ১৯৭টি অ্যাকাউন্টে! গার্ডেনরিচ কাণ্ডে প্রকাশ্যে নয়া তথ্য

অর্ণব আইচ: ‘ই-নাগেটস’ ছাড়াও আরও দু’টি গেমিং অ‌্যাপের মাধ‌্যমে হাতানো হয়েছিল কোটি টাকা। গার্ডেনরিচ কাণ্ডের তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল‌্যকর Read more

বাবা হচ্ছেন সুনীল ছেত্রী, গোল করে স্পেশ্যাল সেলিব্রেশন, চুমু ছুঁড়লেন স্ত্রী সোনমকে
বাবা হচ্ছেন সুনীল ছেত্রী, গোল করে স্পেশ্যাল সেলিব্রেশন, চুমু ছুঁড়লেন স্ত্রী সোনমকে

দুলাল দে: বাবা হচ্ছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সোমবার ভানুয়াতুর বিরুদ্ধে গোল করেই নিজের সেলিব্রেশনের মধ্যে দিয়েই বুঝিয়ে Read more

Pushpanjali #ChantBangala: এবার পুজোয় বিশ্বজুড়ে বাঙালি অষ্টমীর অঞ্জলি দেবে বাংলায়
Pushpanjali #ChantBangala: এবার পুজোয় বিশ্বজুড়ে বাঙালি অষ্টমীর অঞ্জলি দেবে বাংলায়

স্টাফ রিপোর্টার: মুচিবাজার থেকে মিসিসিপি। কলেজ স্ট্রিট থেকে কানাডা। অষ্টমী জুড়বে বাঙালিকে। পুষ্পাঞ্জলির মন্ত্রোচ্চারণে। মায়ের পুজো নাকি এবার মাতৃভাষায়! কথার Read more