পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের ক্যানসার, সংসারের কী হবে? আশঙ্কায় আত্মঘাতী মা-ছেলে

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের ক্যানসার। এবার কী হবে? ভবিষ্যৎ বলে তো আর কিছুই থাকবে না। এই আশঙ্কায় আত্মঘাতী ৭০ বছরের ক্যানসার আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও ছেলে। এমনই অভিযোগ উঠেছে নদিয়ার কল্যাণী বি- ব্লকের ১০/১ নম্বর বাড়িতে।
ক্যানসার আক্রান্ত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ মণ্ডল। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মঞ্জু মণ্ডল (৬০) এবং ছেলে শুভদীপ মণ্ডলের (৩৪)। বিশ্বনাথবাবুর পরিবার সূত্রে ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে, বিশ্বনাথ মণ্ডল কল্যাণীর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। কয়েক বছর আগেই অবসর নেন। স্ত্রী মঞ্জু ও একমাত্র ছেলে শুভদীপকে নিয়ে তাঁর সুখের সংসার ছিল। কল্যাণীর বি-ব্লকের মেন রাস্তার পাশেই অনেকটা জায়গা নিয়ে তাঁদের বড় বাড়ি। যদিও বিশ্বনাথবাবুর ছেলে শুভদীপ বিশেষ কোন কাজকর্ম করতেন না। ফলে মঞ্জুদেবী এবং তাঁর ছেলে সম্পূর্ণভাবে বিশ্বনাথবাবুর পেনশনের ওপরেই নির্ভরশীল ছিলেন।
[আরও পড়ুন: লাইনের কাজে তিনদিন বাতিল হাওড়া-বর্ধমান লাইনের বহু ট্রেন, জেনে নিন বিস্তারিত]
অভিযোগ, সম্প্রতি বিশ্বনাথ মণ্ডলের কোলন ক্যান্সার ধরা পড়ে। তাঁর চিকিৎসার জন্য একটা বড় অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছিল। তাই ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন মঞ্জুদেবী এবং তাঁর ছেলে। যদিও তা নিয়ে পারিবারিক কোন অশান্তির খবর কিন্তু প্রতিবেশীরা জানেন না।
কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা মুখোপাধ্যায় জানান, বিশ্বনাথবাবুর পেনশনের ওপরে ওই পরিবার যেহেতু নির্ভরশীল ছিল, তাই তাঁর কোলন ক্যান্সার ধরা পড়ার পর সম্ভবত আগামী দিনে মা ও ছেলে কীভাবে বাঁচবেন তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছিলেন। সেই কারণেই বোধহয় তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর জেরেই মঞ্জুদেবী ও শুভদীপ আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করছেন কাউন্সিলর।
পুলিশ জেনেছে, এদিন সকাল দশটার আগেই বিশ্বনাথ মণ্ডল ব্যাংকে কিছু কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে তখন ছিলেন মঞ্জুদেবী এবং শুভদীপ। বাড়ির বারান্দায় একই দড়িতে ফাঁস লাগানো অবস্থায় দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিশ্বনাথবাবু বাড়িতে ফিরে সেই দৃশ্য দেখতে পান। প্রতিবেশীদের চিৎকার করে ডাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একইসঙ্গে স্ত্রী ও একমাত্র ছেলেকে হরিয়ে শোকবিহ্বল সত্তর বছরের বৃদ্ধ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
[আরও পড়ুন: Durga Puja 2022: অষ্ঠমীতেও হয় পাঁঠা বলি, ভোগে থাকে মাংস, জানেন জঙ্গিপুরের নায়েব বাড়ির এই প্রথার ইতিহাস?]

Source: Sangbad Pratidin

Related News
ঝাড়খণ্ডে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল বাস, মৃত্যু কমপক্ষে ৭ জনের
ঝাড়খণ্ডে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল বাস, মৃত্যু কমপক্ষে ৭ জনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল যাত্রীবাহি বাস। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগে (Hazaribagh) ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে Read more

সঙ্গম করতে গিয়ে চোট, কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরও এক চিতার মৃত্যু
সঙ্গম করতে গিয়ে চোট, কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরও এক চিতার মৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশা ও উদয়ের পর দক্ষ। ৪০ দিনের মধ্যে কুনো জাতীয় উদ্যানে তৃতীয় চিতার মৃত্যু হল। যে Read more

‘তালিবান মনে করে আমার শরীরটাও ওদের’, বিস্ফোরক দাবি একমাত্র আফগান পর্ন তারকার
‘তালিবান মনে করে আমার শরীরটাও ওদের’, বিস্ফোরক দাবি একমাত্র আফগান পর্ন তারকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে আর আফগানিস্তানে (Afghanistan) থাকেন না তিনি। বসবাস করেন ব্রিটেনে (UK)। কিন্তু তালিবান (Taliban)জমানার প্রথম পর্যায়ে Read more

অনবদ্য বোলিং, এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
অনবদ্য বোলিং, এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে সেভাবে বেগ দিতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে কেএল রাহুলের ভারতকে ভালমতোই বেগ দিল জিম্বাবোয়ে। Read more

নদী পেরিয়ে জঙ্গল থেকে ১০ কিলোমিটার দূরে বাঘের হানা! আহত ১, আতঙ্কে স্থানীয়রা
নদী পেরিয়ে জঙ্গল থেকে ১০ কিলোমিটার দূরে বাঘের হানা!  আহত ১, আতঙ্কে স্থানীয়রা

দেবব্রত মণ্ডল, বারুইপুর: জঙ্গল থেকে বেরিয়ে ১০ কিলোমিটার দূরের লোকালয়ে হাজির হল বাঘ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালির Read more

Russia-Ukrain War: আচমকাই ইউক্রেনে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন! জেলেনস্কির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Russia-Ukrain War: আচমকাই ইউক্রেনে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন! জেলেনস্কির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আচমকাই ‘সারপ্রাইজ ভিজিটে’ মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন (Jill Biden)! রবিবার তিনি ইউক্রেনের উঝহর্ডে Read more