বিজেপির কর্মসূচিতে ব্যাপক যানজট, অসুস্থ যুবককে হেঁটে পেরতে হল বিদ্যাসাগর সেতু!

গৌতম ব্রহ্ম: রাজনৈতিক কর্মসূচি মাত্রই জনগণের যন্ত্রণা। সে ডান, বাম – যে কোনও রাজনৈতিক দলেরই হোক। রাস্তা বন্ধ, ঘুরপথে যাওয়া, পুলিশি প্রহরা – সবমিলিয়ে আসল ভোগান্তি হয় রাস্তায় বেরনো আমজনতার। রেহাই পান না বিপন্ন রোগীরাও। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের (Nabanna Abhijan) দিনও সেই পরিস্থিতির ব্যতিক্রম হল না। দুর্নীতির বিরুদ্ধে বঙ্গের গেরুয়া শিবিরের রাজ্যের প্রশাসনিক ঘেরাও কর্মসূচির মাঝে পড়ে নাকাল হলেন রোগীরাও। তাঁদের একজন দেউলটির প্রসেনজিৎ দাস। নবান্ন অভিযানের নানা টুকরো ছবির মধ্যে ‘সংবাদ প্রতিদিন’-এ চোখে পড়লেন তিনি।
যুবক প্রসেনজিৎ দাস দেউলটির (Deulti) বাসিন্দা। জটিল এক রোগে আক্রান্ত তিনি। তাঁর প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ হয়। সেই সংক্রান্ত চিকিৎসা করানোর জন্য তাঁকে নিয়মিত আসতে হয় গার্ডেনরিচের রেল হাসপাতালে। ১৩ তারিখ অর্থাৎ আজ, মঙ্গলবার প্রসেনজিতের মেডিক্যাল চেকআপের কথা ছিল। সেইমতো ভোরবেলা দেউলটি থেকে বেরিয়ে তিনি ট্রেনে করে আসেন সাঁতরাগাছি। এরপর সড়কপথে গার্ডেনরিচ পৌঁছনোর কথা ছিল তাঁর। প্রতিবার যেভাবে আসেন, সেভাবেই এবারও হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রসেনজিৎ। সঙ্গে ছিলেন বন্ধু চন্দন বেরা। তাঁর সূত্রেই গার্ডেনরিচের রেল হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন প্রসেনজিৎ।
প্রসেনজিতের বন্ধু চন্দন
কিন্তু আজকের দিনটা তো অন্য দিনগুলোর মতো নয়। এদিন দুর্নীতির প্রতিবাদে বিজেপির নবান্ন অভিযান। সকাল থেকেই হাওড়া, কলকাতা সংযোগকারী রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ, পুলিশি প্রহরা এবং সর্বাপেক্ষা বিক্ষোভকারীদের ভিড়। সাঁতরাগাছি থেকে প্রসেনজিৎ যে অটোয় উঠেছিলেন, তা টোল প্লাজার বহু আগেই তাঁকে নামিয়ে দিয়ে চলে যায়। কারণ, তার বেশি যাওয়ার অনুমতি নেই অটোর। নেমে তো গেলেন। কিন্তু এরপর যাবেন কীভাবে? টোল প্লাজা যে হু হু ফাঁকা। কোনও যানই চোখে পড়ে না।

[আরও পড়ুন: শান্তিপূর্ণ মিছিলে বাঁশ-ইট-লাঠি নিয়ে হাজির BJP কর্মীরা, জলকামানে প্রতিরোধ পুলিশের]
প্রসেনজিৎ তবু ফিরে যাওয়ার পাত্র নন। ডাক্তার তো দেখাতেই হবে। সঙ্গে মেডিক্যাল রিপোর্ট, সঙ্গী চন্দন। এই নিয়েই হাঁটতে শুরু করেন প্রসেনজিৎ। গোটা দ্বিতীয় হুগলি সেতু পেরলেন হাঁটতে হাঁটতেই। তারপর রেলিং টপকে নামলেন রাস্তায়। মিছিলের পথ, অলিগলি পেরিয়ে তবেই তিনি পৌঁছন গার্ডেনরিচে। অসুস্থ প্রসেনজিতের এই রক্ত-ঘাম ভেজা পরিশ্রমের কাহিনি কি জানেন শুভেন্দু-দিলীপরা?
[আরও পড়ুন: নবান্ন অভিযান: মাঠে নামার আগেই ‘বোল্ড’ শুভেন্দু, দিলীপের দৌড় হাওড়া ব্রিজ! প্রতিরোধে শুধু সুকান্ত]

Source: Sangbad Pratidin

Related News
শিখ-বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ, কংগ্রেস নেতার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল CBI
শিখ-বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ, কংগ্রেস নেতার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল CBI

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় (anti-Sikh riot) অভিযুক্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল Read more

‘একটা লোকই গোটা সংস্থাকে দুর্নীতিতে ভরিয়ে দেয়’, এশিয়া কাপের মাঝে কাকে নিশানা প্রসাদের?
‘একটা লোকই গোটা সংস্থাকে দুর্নীতিতে ভরিয়ে দেয়’, এশিয়া কাপের মাঝে কাকে নিশানা প্রসাদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের মাঝেই আবারও শিরোনামে ভেঙ্কটেশ প্রসাদ। শনিবার ‘ক্রিকেট দুর্নীতি’ নিয়ে একটি টুইট করেও পরে তা Read more

মহিলা কর্মীদের মাসে তিন দিন ঋতুকালীন ছুটি দেবে স্পেন, ভারতে কী নিয়ম?
মহিলা কর্মীদের মাসে তিন দিন ঋতুকালীন ছুটি দেবে স্পেন, ভারতে কী নিয়ম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের ঋতুকালীন ছুটি (Menstrual leave) পাওয়া উচিত? উত্তর এখনও স্পষ্ট নয়। এই নিয়ে বিতর্ক তোলেন মহিলারাই। Read more

ফের জাতীয় স্তরে সেরার শিরোপা, পুরস্কৃত ‘দুয়ারে সরকার’-সহ বাংলার ৪ প্রকল্প
ফের জাতীয় স্তরে সেরার শিরোপা, পুরস্কৃত ‘দুয়ারে সরকার’-সহ বাংলার ৪ প্রকল্প

গৌতম ব্রহ্ম: নাগরিক পরিষেবা মসৃণ থেকে আরও মসৃণ করতে রাজ্য সরকারের বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগ প্রশংসিত Read more

Mohammedan Sporting: প্রয়াত সাদা-কালো সমর্থক শেখ সিরাজের ছেলেকে সাময়িক ভাবে চাকরি দিল এআইএফএফ
Mohammedan Sporting: প্রয়াত সাদা-কালো সমর্থক শেখ সিরাজের ছেলেকে সাময়িক ভাবে চাকরি দিল এআইএফএফ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting) সমর্থক শেখ সিরাজউদ্দিনের (SK Sirajuddin) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল ময়দানে। গত Read more

খুন নাকি অন্য কিছু? হিন্দমোটরের বন্ধ কারখানা চত্বর থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য
খুন নাকি অন্য কিছু? হিন্দমোটরের বন্ধ কারখানা চত্বর থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

সুমন করাতি, হুগলি: হিন্দমোটরের বন্ধ কারখানা চত্বর থেকে উদ্ধার যুবকের দেহ। প্রাতঃভবনে বেরিয়ে স্থানীয়রা নর্দমায় দেহটি পড়ে থাকতে দেখেন। উত্তরপাড়া Read more