সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রাখঢাক নয়। এবার সরাসরি কংগ্রেসকে আক্রমণ করা শুরু করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির ন্যাশনাল কনভেনরের দাবি, এ দেশে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কোথাও কংগ্রেসের অস্তিত্ব নেই।
আসলে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল গুজরাটের ভোটপ্রচারে। সেরাজ্যে এখনও খাতায় কলমে কংগ্রেস প্রধান বিরোধী দলনেতা। কেজরির লক্ষ্য কংগ্রেসকে (Congress) সরিয়ে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজের দল আম আদমি পার্টিকে তুলে আনা। বিজেপি বিরোধী ভোট আম আদমি পার্টির (Aam Admi Party) তরফে একত্রিত করা। সম্ভবত সেকারণেই বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালের বক্তব্য,”কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস নিয়ে আমাকে আর কোনও প্রশ্ন করবেন না। মানুষ সব জানে। কংগ্রেস কী বলছে, কী বলছে না, তা নিয়ে কারও কোনও মাথাব্যাথা নেই।”
[আরও পড়ুন: ‘সুপ্রিম কোর্ট আরবি পড়ে কোরানের অর্থ বলতে পারে না’, হিজাব মামলায় দাবি মুসলিম পক্ষের]
আসলে পাঞ্জাবের পর গুজরাটকে (Gujarat) পাখির চোখ করেছেন কেজরিওয়াল। মোদির রাজ্যে এখন তাঁর নিত্য যাতায়াত। যা ভাল ভাবে নিচ্ছে না কংগ্রেসও। হাত শিবিরের তরফেও নিশানা করা হচ্ছে কেজরিওয়ালকে। দিন দুই আগেই কংগ্রেস অভিযোগ করেছে, কেজরিওয়ালের আম আদমি পার্টি পাঞ্জাব সরকারের টাকা গুজরাটের ভোটপ্রচারে ব্যবহার করছে। যার ফলে পাঞ্জাব সরকার দেউলিয়া হওয়ার জোগাড়। কংগ্রেসের সেই অভিযোগের জবাব দিতে গিয়েই কেজরিওয়াল বলেন, “বিজেপির (BJP) প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। কংগ্রেসকে মানুষ চায় না। গুজরাটে অনেক মানুষ আছেন যারা বিজেপিকে চান না, আবার কংগ্রেসকেও ভোট দিতে চান না। আম আদমি পার্টিই গুজরাটে একমাত্র বিকল্প।”
[আরও পড়ুন: ‘তিন বাহিনীর যৌথতার দিকে দ্রুত এগোচ্ছে দেশ’, মন্তব্য রাজনাথের]
কেজরিওয়াল মূলত গুজরাটের রাজনীতির নিরিখে কংগ্রেসকে আক্রমণ করলেও, জাতীয় রাজনীতিতে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৪ লোকসভাকে (Lok Sabha 2024) নজরে রেখে বিরোধী দলগুলি একত্রিত হওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার (Nitish Kumar), শরদ পওয়াররা নিজেদের মতো চেষ্টা করছেন সব বিরোধী দলকে এক ছাতার তলায় আনার। সেসময় কেজরিওয়াল যেভাবে কংগ্রেস প্রায় শূন্য বলে দাবি করলেন, তাতে এই বিরোধী জোটের পথ আরও দুর্গম হবে বলেই মনে করা হচ্ছে।
Source: Sangbad Pratidin