সংবাদ প্রতিদিন ব্যুরো: বিজেপির (BJP) নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র সাঁতরাগাছি, হাওড়া ময়দান চত্বর। বিজেপির শান্তিপূর্ণ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হল ইট, কাঁচের বোতল। দফায়-দফায় চলল ইটবৃষ্টি। এমনকী, বাঁশ-লাঠি নিয়ে পুলিশকে তাড়া করার ছবিও চোখে পড়ল। পালটা লাঠি নিয়ে তাড়া করল পুলিশকর্মীরাও। সাঁতরাগাছি, হাওড়া ময়দান চত্বরে মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশও। অভিযোগ, এদিনের মিছিলে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বিজেপি কর্মী। তাঁদের মাথাও ফেটেছে বলে অভিযোগ।
নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। এদিন সকাল থেকেই শহরের বিভিন্নপ্রান্ত থেকে একাধিক মিছিল রওনা দিয়েছিল। তাঁদের আটকাতে কোমর বেঁধেছিল পুলিশও। জায়গায় জায়গায় ব্যারিকেড বেঁধেছিল তারা। প্রস্তত ছিল জলকামান, কাঁদানে গ্যাসও। নবান্ন পৌঁছনোর আগেই সাঁতরাগাছি, হাওড়া ময়দান চত্বরে মিছিল আটকে দেওয়া হয়।
মিছিল শুরুর প্রথমভাগেই শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়েদের আটক করে পুলিশ। উত্তেজনার পারদ তখনও চড়েনি। তখনও মনে করা হচ্ছিল, ব্যারিকেডে বাধা পেয়ে গেরুয়া বাহিনী হয়তো ফিরে যাবে। কিন্তু তা হয়নি। পুলিশ বাধা পেয়ে কার্যত মারমুখী হয়ে ওঠে বিজেপির নেতা-কর্মীরা। ব্যারিকেড ভেঙে দেয় বেশ কয়েকটি জায়গায়।
পুলিশকে লক্ষ্য করে ইট-কাঁচের বোতল ছোঁড়া হয়। এমনকী, লাঠি-বাঁশ নিয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ছুটে যায়। ভাঙচুর হয় পুলিশ কিয়স্কও। পালটা পুলিশের লাঠির ঘায়ে চোট পান একাধিক বিজেপি কর্মী। মাথাও ফাটে তাঁদের। সবমিলিয়ে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রণক্ষেত্রে হয়ে ওঠে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন চত্বর।
Source: Sangbad Pratidin