শান্তনু কর, জলপাইগুড়ি: পুজোর আগে: ১৫ তারিখ থেকে দাম বাড়ছে বিলিতি মদের। খবর শুনেই মনখারাপ সুরাপ্রেমীদের। এমন অবস্থায় সুরাপেয়ীদের জন্য মেঘ না চাইতেই জল। রাস্তায় উলটে গেল মদভরতি গাড়ি। মঙ্গলবার সকাল থেকে লুঠ হল মদের বোতল।
জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের তালমা এলাকায় উলটে যায় মদবোঝাই গাড়ি। খবর পেতেই আশপাশ থেকে লোকজন জমা হতে থাকে সেখানে। শুরু হয় মদের হরির লুঠ!
এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে উত্তরের এই জেলায়। তারমধ্যেই সকাল সকাল রটে যায়, মদ ভরতি গাড়ি উলটে গিয়েছে। ঘুম চোখ খুলে গাড়ি চারপাশে ভিড় জমাতে শুরু করেন সুরাপ্রেমীরা। গাড়ি থেকে নামিয়ে আনা হয়, হুইস্কি ভরতি বাক্স। বিয়ারের বোতল। কেউ দু’হাতে দুটি মদের বোতল নিয়ে চম্পট দিয়েছেন। তো কেউ আবার তিন থেকে চারটি বোতলও নিয়েছেন। কেউ কেউ দুটি বোতল রেখে অন্য ব্র্যান্ডের মদের খোঁজে ফিরে এসেছেন। ব্যাগ ভরতি করে নিয়ে গিয়েছেন মদ। কাউকে কাউকে বলতে শোনা গিয়েছে, একা সব নেবেন না। ভাগাভাগি করে নিন। ভিডিওতে দেখা গিয়েছে, মদের বোতল নিয়ে জঙ্গলে মধ্যে দিয়ে চম্পট দিচ্ছেন সুরাপ্রেমীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। উলটে যাওয়া গাড়ি এবং বাকি মদের পেটি উদ্ধার করে তারা। তবে লুট হওয়া মদের বোতল ফিরে পাওয়া যায়নি। ফলে বড় ক্ষতির মুখে পড়েছেন গাড়ির মালিক। এজন্যই হয়তো বলে, কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ।
Source: Sangbad Pratidin