কাটল জট, ইডেনে শর্তসাপেক্ষে হচ্ছে লেজেন্ডস ম্যাচ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিন ধরে ইডেনে লেজেন্ডস লিগের (Legends League) ম্যাচ হবে কি না, তা নিয়ে নাটক বেড়েই চলেছিল। অবশেষে সব নাটকের পরিসমাপ্তি। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর ইডেনে লেজেন্ডস লিগের দুটো ম্যাচ হচ্ছে। তবে ম্যাচ দুটি হবে শর্তসাপেক্ষে।
এদিন জরুরিভিত্তিক অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডেকেছিল সিএবি (CAB)। সেখানে উপস্থিত সবাইকে বিস্তারিতভাবে সবকিছু বলা হয়। ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল আয়োজকদের এক কর্তাকেও। যাতে কোনওরকম ভুল বোঝাবুঝি না থাকে। আর দু’পক্ষের মধ্যেই স্বচ্ছতা বজায় থাকে। 
[আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারে কাবুলের রাজপথে উৎসব, ভিডিও ভাইরাল]

 
বৈঠকের পরই চূড়ান্ত হয়ে যায় যে ইডেনে (Eden Gardens) দুটো ম্যাচ হচ্ছে। তবে সিএবির তরফ থেকে শর্ত দেওয়া হয়েছে আয়োজকদের। শোনা যাচ্ছিল, সিএবির আপত্তি ছিল টুর্নামেন্টের প্রধান স্পনসরের নাম নিয়ে। সিএবির পক্ষ থেকে পরিষ্কারভাবে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছিল, ইডেনে কোথাও প্রধান স্পনসরের নাম ব্যবহার করা যাবে না।
সূত্রের খবর, এদিন সিএবিকে মেল করে আয়োজকরা জানিয়ে দেয় যে, সিএবির সমস্ত শর্তে তারা রাজি। ফলে ম্যাচ নিয়ে জটিলতা কেটে যায়। তবে ইডেনের সব ব্লকের গ্যালারি খোলা হচ্ছে না। চারটে ব্লকের সঙ্গে ক্লাবহাউস খোলা থাকবে। যা শোনা গেল, তাতে বৃহস্পতিবার ইডেনে দুটো টিম প্র‌্যাকটিসও করবে। 
১৬ সেপ্টেম্বর লেজেন্ডস লিগে ইন্ডিয়া মহারাজার সামনে ওয়ার্ল্ড জায়ান্টস। অন্যদিকে ১৭ সেপ্টেম্বর ইন্ডিয়া ক্যাপিটালসের মুখোমুখি গুজরাট জায়ান্টস। ৫ অক্টোবর পর্যন্ত চলবে লেজেন্ডস লিগ। অংশ নিচ্ছে চারটি দল। প্রথমে স্থির ছিল লেজেন্ডস লিগে খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু পেশাদারি দায়বদ্ধতা এবং ক্রিকেট প্রশাসনে কাজের চাপের জন্যই লেজেন্ডস লিগে আর নামছেন না সৌরভ। এই টুর্নামেন্টের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক।   
[আরও পড়ুন: এশিয়া কাপের ভারত-পাক ম্যাচে তেরঙ্গা উড়িয়েছে মেয়ে, দাবি আফ্রিদির]

Source: Sangbad Pratidin

Related News
ফের দলীয় কর্মসূচির দিনে অভিষেককে ইডি তলব, ‘দিল্লি চলো’র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
ফের দলীয় কর্মসূচির দিনে অভিষেককে ইডি তলব, ‘দিল্লি চলো’র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের দলীয় কর্মসূচির দিনেই তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পূর্বঘোষিত কর্মসূচির Read more

‘আমার কোনও সমস্যা নেই, ইগোও নেই’, পাক ম্যাচের আগে বলছেন শামি
‘আমার কোনও সমস্যা নেই, ইগোও নেই’, পাক ম্যাচের আগে বলছেন শামি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন হোক বা পুরনো বল, মহম্মদ শামির (Mohammed Shami) কোনও অহং বোধ নেই। বহু ব্যবহৃত বল Read more

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, একটি পাকিস্তানি-সহ ৮ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল কেন্দ্র
ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, একটি পাকিস্তানি-সহ ৮ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল কেন্দ্র

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক ও দেশের আইনশৃঙ্খলা সম্পর্কে ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে। এমনই অভিযোগে আটটি ইউটিউব Read more

দু’জনে নগ্ন হয়ে স্নানে মাতুন, ফিরে আসবে সম্পর্কের হারানো উষ্ণতা!
দু’জনে নগ্ন হয়ে স্নানে মাতুন, ফিরে আসবে সম্পর্কের হারানো উষ্ণতা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা (Physical intimacy) এমন এক রংমশাল যা বারবার জ্বলেও যেন ফুরতে চায় না। আয়ুষ্কালের একটা বড় Read more

চাকা ফেটে উলটে গেল বরযাত্রী বোঝাই বাস, ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনায় জখম অন্তত ২০
চাকা ফেটে উলটে গেল বরযাত্রী বোঝাই বাস, ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনায় জখম অন্তত ২০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরের রাস্তায় দুর্ঘটনা (Accident)। ধর্মতলা সংলগ্ন ডোরিনা ক্রসিংয়ে বাসের চাকা ফেটে উলটে গেল মিনিবাস। দুর্ঘটনায় Read more

মাধ্যমিক পরীক্ষায় বসার ‘শাস্তি’, ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্বামী
মাধ্যমিক পরীক্ষায় বসার ‘শাস্তি’, ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্বামী

নন্দন দত্ত, সিউড়ি: স্বামীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসার নির্মম ‘শাস্তি’ ভোগ করতে হল এক ছাত্রীকে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার Read more