তালিবানের হাতে আটক রাষ্ট্রসংঘের তিন মহিলা কর্মী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের তিন মহিলা কর্মীকে আটকে রেখেছে তালিবান (Taliban)। সোমবারই এই প্রকাশ্যে এসেছে অভিযোগ। সেই সঙ্গে জানানো হয়েছে, আফগান মহিলাদের কাজে আসতে বাধা দিচ্ছে তালিবান। জানা গিয়েছে, জেরা করার অজুহাত দেখিয়ে তালিবান নিরাপত্তাকর্মীরা আটক করেছে ওই তিনজনকে। এর বেশি আর কোনও তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছে রাষ্ট্রসংঘ (UN)। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তালিবান।
আফগানিস্তানে (Afghanistan) নিযুক্ত রাষ্ট্রসংঘের বিশেষ মিশনের বিবৃতিতে বলা হয়েছে, “জেরা করার জন্য তিন আফগান মহিলাকে আটকে রেখেছে তালিবান। আফগানিস্তানে যেভাবে মহিলাদের ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করা হচ্ছে, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রসংঘের হয়ে যতজন আফগানিস্তানে কাজ করছে, সকলকে যথাযথ নিরাপত্তা দিতে হবে। বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রসংঘের মহিলা কর্মীদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে তালিবান।”
[আরও পড়ুন: তেলেঙ্গানার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬]

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তালিবান। তাদের তরফে বলা হয়েছে, “আসলে আফগান মহিলাদের একটি জমায়েত হবে বলে মনে করেছিলেন রাষ্ট্রসংঘের (United Nations) কর্মীরা। কিন্তু তাঁরা বুঝতে পারেন, কেবলমাত্র রাষ্ট্রসংঘের কর্মীরাই ওই জমায়েতে থাকবেন। সেই জন্যই মিছিল ছেড়ে যে যার মতো বাড়ি চলে গিয়েছেন।”
অন্যদিকে, আফগানিস্তানে মহিলাদের অধিকার ফেরানোর লক্ষ্যে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হলেন সেদেশের মহিলারা। রাষ্ট্রসংঘে একটি চিঠি লিখে তাঁরা জানিয়েছেন, দেশের সমস্ত ক্ষেত্র থেকেই তাঁদের কার্যত মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে তালিবান। সেই সঙ্গে দেশের কোনও ব্যক্তিরই মানবাধিকার সুরক্ষিত নয়। তাই সাধারণ মানুষকে রক্ষা করতে অবিলম্বে আন্তর্জাতিক মহলকে সক্রিয় ভূমিকা নিতে হবে। এই মর্মেই চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের কাছে।
জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের মুখোমুখি হয়েছিলেন মহিলা আফগান সাংবাদিক মাহবুবা সিরাজ। সোমবার রাষ্ট্রসংঘের সামনে তিনি বলেন, “একটি গোষ্ঠীর দয়ার উপরে নির্ভর করছে আফগান মহিলাদের ভবিষ্যৎ। আমাদের দেশে মহিলাদের কোনও ভূমিকা নেই। কার্যত মুছে দেওয়া হচ্ছে আমাদের।” তিনি আরও বলেন, অবিলম্বে এই বিষয়ে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ করা দরকার।
[আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশের অনুমতি পায়নি বিজেপি, গেরুয়া সমর্থকদের রুখতে সক্রিয় উর্দিধারীরা]

 

Source: Sangbad Pratidin

Related News
স্পাইক করা চুল, গা ভরতি গয়না! নয়া লুকে মুম্বইয়ে গান রেকর্ডিংয়ে ‘বাদামকাকু’
স্পাইক করা চুল, গা ভরতি গয়না! নয়া লুকে মুম্বইয়ে গান রেকর্ডিংয়ে ‘বাদামকাকু’

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবার মুম্বইয়ে পাড়ি দিলেন ‘বাদামকাকু’। রেকর্ড করলেন গান। শনিবার রাতেই কলকাতায় ফিরে আসবেন তিনি। বীরভূমের প্রত্যন্ত গ্রাম Read more

ফের নবম-দশমের শিক্ষক নিয়োগে জটিলতা, অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের
ফের নবম-দশমের শিক্ষক নিয়োগে জটিলতা, অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

গোবিন্দ রায়: নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাই কোর্টের। আগামী ১৭ জুন পর্যন্ত Read more

‘উত্তর-পূর্ব জ্বলছে’, মণিপুর হিংসায় ‘কেন্দ্রের নীরবতা’কে তোপ মমতার
‘উত্তর-পূর্ব জ্বলছে’, মণিপুর হিংসায় ‘কেন্দ্রের নীরবতা’কে তোপ মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্ব রাজ্যের এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চুপ Read more

‘দ্য কেরালা স্টোরি’র পর এবার মাওবাদী আন্দোলন! নতুন ছবিতে হাত দিচ্ছেন পরিচালক সুদীপ্ত সেন
‘দ্য কেরালা স্টোরি’র পর এবার মাওবাদী আন্দোলন! নতুন ছবিতে হাত দিচ্ছেন পরিচালক সুদীপ্ত সেন

আকাশ মিশ্র: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর থেকেই টক অফ দ্য টাউন। নানা বিতর্ককে সঙ্গে নিয়েই Read more

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, ফের ভেন্টিলেশনে সংগীতসম্রাজ্ঞী
লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, ফের ভেন্টিলেশনে সংগীতসম্রাজ্ঞী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শারীরিক অবস্থার অবনতি। ফের ভেন্টিলেশনে দিতে হল কিংবদন্তি শিল্পীকে। কড়া পর্যবেক্ষণে Read more

মাটিয়া ধর্ষণ কাণ্ড: আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে
মাটিয়া ধর্ষণ কাণ্ড: আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে

গোবিন্দ রায়: এবার মাটিয়া ধর্ষণ কাণ্ডে (Matia Rape Case) জনস্বার্থ মামলা হল কলকাতা হাই কোর্টে। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে মামলা Read more