নবান্ন অভিযান সফল করতে মরিয়া, বৃষ্টি উপেক্ষা করেই শহরে জমায়েত বিজেপি সমর্থকদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কলকাতা (Kolkata)ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তাপমাত্রাও নেমেছে খানিকটা। কোথাও কোথাও একনাগাড়ে বৃষ্টির (Rain) পর জল জমে গিয়েছে। যান চলাচল ব্যাহত শহরজুড়ে। প্রকৃতি কার্যত বিরূপ। তবে এসব প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই নবান্ন অভিযান (Nabanna Rally) সফল করতে মরিয়া বঙ্গের গেরুয়া শিবির। ঝড়বৃষ্টি, জমা জল উপেক্ষা করেই রাত থেকে শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত হচ্ছেন বিজেপি (BJP) কর্মী, সমর্থকরা। হাওড়া, শিয়ালদহ (Sealdah) স্টেশনে ভোরে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলির যাত্রী সংখ্যার বেশিরভাগই এসেছেন নবান্ন অভিযানে যোগ দিতে। এছাড়া নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও ট্রেন, বাস, গাড়ি করে কলকাতামুখী সমর্থকরা। পালটা বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশও। ভোর থেকেই রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনেই কড়া পুলিশি প্রহরা।
নবান্ন অভিযানকারী গেরুয়া শিবিরকে সামলাতে প্রায় ১০০ জন অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছেন তিনজন আইজিপি (IGP) র‌্যাঙ্কের অফিসার – রাজেশ কুমার যাদব, নিশাত পারভেজ ও সুনীল কুমার চৌধুরী। পাশাপাশি রশিদ মুনির খান, রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অলোক রাজোরিয়া ও সুমনজিৎ রায়ের মত চারজন ডিআইজি (DIG) র‌্যাঙ্কের পুলিশ অফিসার। বিজেপি নবান্ন অভিযান সামলাতে সোমবার পুলিশ প্রশাসনের বৈঠক ডাকা হয়েছে।
এর আগে বামফ্রন্টের নবান্ন অভিযান সামলাতে পুলিশ প্রশাসনের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এবার শিক্ষা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। যদিও ১৩ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকছেন না। ফলে নবান্ন অভিযান কিছুটা হলেও ফিকে হয়েছে। তবুও কোন ধরনের গাফিলতি বরদাস্ত করবে না পুলিশ প্রশাসন। বিজেপির ‘চোর ধরো জেল ভরো’ অভিযানকে সামলাতে নবান্নের চারদিকে কড়া ব্যবস্থা রাখা হচ্ছে। রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম (QRT)। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাখা হচ্ছে রেডিও ফ্লাইং স্কোয়াড। বিষয়টি সম্পূর্ণ নজরে রাখবেন স্বরাষ্ট্র সচিব নিজে। পাশাপাশি কলকাতা পুলিশের নগরপাল এবং হাওড়া পুলিশের সিপিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিপোর্ট করতে বলা হয়েছে। সবমিলিয়ে বিজেপি নবান্ন অভিযান ঘিরে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসন থেকে।
আরও উল্লেখযোগ্য বিষয়, আজ সকাল থেকে নবান্নে শুরু হয়েছে স্যানিটাইজেশন। এই মুহূর্তে জেলা সফরে মুখ্যমন্ত্রী। বিজেপির টার্গেট নবান্ন ঘেরাও। এসবের মাঝেই গোটা নবান্ন জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। দিনভর তা চলবে নবান্নের বিভিন্ন তলায় অবস্থিত বিভিন্ন দপ্তরে। তবে বিজেপির নবান্ন অভিযানের দিনই স্যানিটাইজেশনের কাজ চলা নিয়ে রসিকতা করছেন অনেকেই। 

Source: Sangbad Pratidin

Related News
বিদেশে কাজে গিয়ে বিপাকে ভারতীয় তরুণী, দূতাবাসের সাহায্যে উদ্ধার করলেন হরভজন
বিদেশে কাজে গিয়ে বিপাকে ভারতীয় তরুণী, দূতাবাসের সাহায্যে উদ্ধার করলেন হরভজন

স্টাফ রিপোর্টার: বিদেশের মাটিতে বল হাতে ভেলকি দেখিয়েছেন বহুবার। ক্রিকেট মাঠে রক্ষা করেছেন ভারতকে। ক্রিকেট থেকে অবসর নিলেও সেই অভ্যাস Read more

Weather Update: নির্ধারিত সময়ের আটদিন পর কলকাতায় শুরু বর্ষার বৃষ্টি, আরও বাড়বে দুর্যোগ?
Weather Update: নির্ধারিত সময়ের আটদিন পর কলকাতায় শুরু বর্ষার বৃষ্টি, আরও বাড়বে দুর্যোগ?

নিরুফা খাতুন: রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝিরঝিরে বৃষ্টি। সকালেও আকাশের মুখভার। কারণ, নির্ধারিত সময়ের আটদিন পর কলকাতায় এল বর্ষায়। সপ্তাহান্তে মরশুমের Read more

ডিমের কুসুমেই আসল স্বাস্থ্যগুণ, কী কী উপকার পাবেন? জানালেন বিশিষ্ট ডায়েটিশিয়ান
ডিমের কুসুমেই আসল স্বাস্থ্যগুণ, কী কী উপকার পাবেন? জানালেন বিশিষ্ট ডায়েটিশিয়ান

জিনিয়া সরকার: ডিম তো খাচ্ছেন, কিন্তু কুসুম ফেলে! না কুসুম বাদ দেবেন না। কুসুমেই আসল স্বাস্থ্যগুণ রয়েছে। এখন বিভিন্ন রোগীদেরও Read more

অস্ট্রেলিয়ার কাছে থমকে গেল ইংল্যান্ডের ‘বাজবল’, ‘আমরাই এক নম্বর’, হুঙ্কার কামিন্সের
অস্ট্রেলিয়ার কাছে থমকে গেল ইংল্যান্ডের ‘বাজবল’, ‘আমরাই এক নম্বর’, হুঙ্কার কামিন্সের

সৌরাশিস লাহিড়ী: বিগত বেশ কয়েকবছর ধরে একটা কথা খুব শুনে আসছি- টেস্ট ক্রিকেট নাকি শেষ হয়ে যাচ্ছে! সেই ধারণা যে Read more

ফের শ্রীলঙ্কার উদ্দেশে চিনা জাহাজ! নজর রাখা হচ্ছে, জানিয়ে দিল ভারত
ফের শ্রীলঙ্কার উদ্দেশে চিনা জাহাজ! নজর রাখা হচ্ছে, জানিয়ে দিল ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) হাম্বানটোটা বন্দরের উদ্দেশে রওয়ানা দিয়েছে চিনের (China) একটি জাহাজ। এমন গুঞ্জন ছড়াতেই ভারত Read more

কলকাতা থেকে টাকা হাতিয়ে চিনে পাচার! দিল্লি থেকে গ্রেপ্তার ক্রিপ্টো জালিয়াতি চক্রের মাথা
কলকাতা থেকে টাকা হাতিয়ে চিনে পাচার! দিল্লি থেকে গ্রেপ্তার ক্রিপ্টো জালিয়াতি চক্রের মাথা

অর্ণব দাস ও নিরুফা খাতুন: সাইবার জালিয়াতির (Cyber Crime) মাধ্যমে কলকাতার বাসিন্দাদের থেকে হাতিয়ে নেওয়া টাকা সরাসরি পাচার হচ্ছে চিনে! Read more