প্রধানমন্ত্রীকে কালীর ছবি উপহার লকেটের, বঙ্গ বিজেপিকে লড়াই জারির বার্তা মোদির

নন্দিতা রায়, নয়াদিল্লি: নবান্ন অভিযানের প্রাক্কালে বাংলার বিজেপি (BJP) কর্মীদের উদ্দেশ্যে লড়াই জারি রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলায় বিজেপির কাজ কেমন চলছে সেই বিষয়ে খুঁটিনাটি জানার পরে লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন মোদি। সোমবার, রাজ্যের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বৈঠকের পরে লকেট জানিয়েছেন, বাংলার লড়াই চালিয়ে যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, বাংলা ও বাঙালি সংস্কৃতির দিকে থেকে এগিয়ে। সেই বিষয়টিকেই বেশি করে সামনে নিয়ে আসতে হবে গেরুয়া শিবিরের প্রচারে।সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত যাঁরা তাঁদেরকে সামনে আনতে হবে। লকেটের বক্তব্য থেকে স্পষ্ট, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে বঙ্গ বিজেপির সংযোগ স্থাপন হোক, এমনটাই চাইছেন মোদি।
এদিন লকেটের সঙ্গে প্রায় আধ ঘণ্টার আলাপচারিতায় প্রধানমন্ত্রী স্বতঃপ্রণোদিত হয়ে সদ্য ইন্ডিয়াগেটে নেতাজি মূর্তি বসানো প্রসঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী দাবি করেন, নেতাজিকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হয়েছে এতদিনে। এরপরেই বাংলা যে সংস্কৃতির দিক থেকে উন্নত রাজ্য, আলাপচারিতায় সেই বিষয়ে বঙ্গ নেত্রীকে স্মরণ করান মোদি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চিত্রশিল্পী পরেশ মাইতিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন লকেট। পরেশ তাঁর নিজের আঁকা একটি ছবি প্রধানমন্ত্রী মোদিকে উপহার দেন।
[আরও পড়ুন: নয়ডাতেও এবার পুজো পরিক্রমা, সেরা হওয়ার প্রতিযোগিতায় কোমর বাঁধছে রাজধানীর মণ্ডপগুলি]
মাস খানেক আগে বাদল অধিবেশনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকেটের কাছে জানতে চেয়েছিলেন, বাংলাতে কালী পুজো কেমন চলছে। সম্ভবত সেই কথা মাথায় রেখেই লকটে এদিন প্রধানমন্ত্রীকে দক্ষিণেশ্বরের একটি কালী মূর্তির ছবি মোদিকে উপহার দেন। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, কালী মূর্তির ছবি পেয়ে খুশি হয়েছেন মোদি। এদিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা টুইট করে জানান খোদ নেত্রী।

বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী পরেশ মাইতি প্রধানমন্ত্রী মোদীজী কে তার বাসভবনে নিজের আঁকা একটি ছবি প্রদান করলেন।
আমিও দেবীপক্ষের শুরু হওয়ার প্রাক্কালে মোদীজীকে মা ভবতারিণীর একটি ছবি প্রদান করলাম। বাঙালি সংস্কৃতিকে মোদীজী সর্বদাই প্রাধান্য দিয়ে এসেছেন।ধন্যবাদ মোদী জীকে। pic.twitter.com/iTwiBxi1mX
— Locket Chatterjee (@me_locket) September 12, 2022

[আরও পড়ুন: তেজস্বীকে দলের ভার দিয়ে সক্রিয় রাজনীতি ছেড়ে বানপ্রস্থে লালু]
বাংলায় লকেট টুইট করেন, “বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী পরেশ মাইতি প্রধানমন্ত্রী মোদিজিকে তাঁর বাসভবনে নিজের আঁকা একটি ছবি প্রদান করলেন। আমিও দেবীপক্ষের শুরু হওয়ার প্রাক্কালে মোদিজিকে মা ভবতারিণীর একটি ছবি প্রদান করলাম। বাঙালি সংস্কৃতিকে মোদিজি সর্বদাই প্রাধান্য দিয়ে এসেছেন।ধন্যবাদ মোদিজিকে।” 

Source: Sangbad Pratidin

Related News
পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ, ‘অপমানে’ আত্মঘাতী বাগুইআটির যুবক
পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ, ‘অপমানে’ আত্মঘাতী বাগুইআটির যুবক

বিধান নস্কর, বাগুইআটি: পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ। সেই অপমানের জেরেই বাগুইআটিতে (Baguiati) আত্মঘাতী হল এক যুবক। এমনই অভিযোগ পরিবারের। এই Read more

নিজ্জর-নিধনে RAW-র দিকে আঙুল আগেই, কানাডায় ফের খুন ‘হাই প্রোফাইল’ গ্যাংস্টার
নিজ্জর-নিধনে RAW-র দিকে আঙুল আগেই, কানাডায় ফের খুন ‘হাই প্রোফাইল’ গ্যাংস্টার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি তৎপরতা নিয়ে ভারত-কানাডা দ্বন্দ্বের মধ্যেই কানাডায় (Canada) নিহত কুখ্যাত ‘হাই প্রোফাইল’ গ্যাংস্টার। এডমন্টন শহরে প্রকাশ্যে Read more

Weather Update: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
Weather Update: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

নিরুফা খাতুন: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। সরাসরি বাংলায় তার প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় বাংলার উপকূলবর্তী Read more

‘তল্লাশির নামে রান্নাঘর তছনছ, জামাকাপড় ছবি তুলেছে’, ফিরহাদের বাড়িতে ইডি হামা নিয়ে ক্ষুব্ধ মমতা
‘তল্লাশির নামে রান্নাঘর তছনছ, জামাকাপড় ছবি তুলেছে’, ফিরহাদের বাড়িতে ইডি হামা নিয়ে ক্ষুব্ধ মমতা

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পুজোর আগে থেকেই রাজ্যের একাধিক দুর্নীতির কিনারা করতে ইডি (ED), সিবিআইয়ের তৎপরতা দেখা গিয়েছিল। মহালয়ার আগেই ফিরহাদ হাকিম, Read more

অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, ‘জাগো বাংলা’র নতুন সম্পাদক সুখেন্দুশেখর রায়
অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, ‘জাগো বাংলা’র নতুন সম্পাদক সুখেন্দুশেখর রায়

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ‘জাগো বাংলা’র নতুন সম্পাদক হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার দলের তরফে এই সিদ্ধান্তের কথা কথা জানানো হয়েছে। Read more

আজ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও, স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রা
আজ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও, স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রা

নিরুফা খাতুন: কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। কালবৈশাখীর পরিস্থিতি তৈরি Read more